
মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারামারির ঘটনার তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বিশ্বকাপে বাছাইয়ে দলটির কাটা যাবে পয়েন্ট। এমনকি আর্থিক জরিমানা কিংবা দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি হতে পারে। আজ এমনটাই জানিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গত বুধবার সকালে দুই লাতিন প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরুর আগেই গ্যালারির একাংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ শুরু করে। অবনতিশীল পরিস্থিতি দেখে দুই দলের খেলোয়াড়রাই পরিস্থিতি শান্ত করতে গ্যালারির দিকে ছুটে যান। মারামারির ওই ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। নিকোলাস ওতামেন্দির হেডে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
গ্লোবোর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোডের ধারা-১৭ অনুসারে, ম্যাচের আগে, ম্যাচের সময় এবং ম্যাচের পর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব একান্তই আয়োজক ক্লাব বা ফেডারেশনের। এ ক্ষেত্রে ম্যাচে নিরাপত্তা নিশ্চিতের সম্পূর্ণ দায়দায়িত্ব ছিল সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)।
ব্রাজিলের দায় প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল।
ফুটবলে সহিংসতার জায়গা নেই জানিয়ে এই ম্যাচে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত পরশু নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে মারামারির ঘটনার তদন্ত করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে ব্রাজিল দোষী প্রমাণিত হলে বিশ্বকাপে বাছাইয়ে দলটির কাটা যাবে পয়েন্ট। এমনকি আর্থিক জরিমানা কিংবা দর্শকশূন্য মাঠে খেলার শাস্তি হতে পারে। আজ এমনটাই জানিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় গত বুধবার সকালে দুই লাতিন প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শুরুর আগেই গ্যালারির একাংশে দুই দলের সমর্থকেরা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ এসে আর্জেন্টিনার সমর্থকদের ওপর লাঠি চার্জ শুরু করে। অবনতিশীল পরিস্থিতি দেখে দুই দলের খেলোয়াড়রাই পরিস্থিতি শান্ত করতে গ্যালারির দিকে ছুটে যান। মারামারির ওই ঘটনায় নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। নিকোলাস ওতামেন্দির হেডে ১-০ গোলে জেতে আর্জেন্টিনা।
গ্লোবোর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্ত করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। কোডের ধারা-১৭ অনুসারে, ম্যাচের আগে, ম্যাচের সময় এবং ম্যাচের পর শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব একান্তই আয়োজক ক্লাব বা ফেডারেশনের। এ ক্ষেত্রে ম্যাচে নিরাপত্তা নিশ্চিতের সম্পূর্ণ দায়দায়িত্ব ছিল সিবিএফের (ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন)।
ব্রাজিলের দায় প্রমাণিত হলে আর্থিক জরিমানা, একটি বা দুটি ম্যাচ ফাঁকা মাঠে খেলা, সংশ্লিষ্ট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা, নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলায় বাধ্যবাধকতা কিংবা পয়েন্ট কাটা যাওয়ার মতো শাস্তিও হতে পারে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রাজিল।
ফুটবলে সহিংসতার জায়গা নেই জানিয়ে এই ম্যাচে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় গত পরশু নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে