
শীতকালীন দলবদলে একের পর এক ফুটবলার কিনে চমক দেখিয়েছে চেলসি। গতকাল শেষ দিনে ক্লাবটি আরো বড় চমক দিয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৪০০ কোটি টাকায় সর্বোচ্চ দামে এনজো ফার্নান্দেজকে কিনেছে।
ফুটবলার কেনার ব্যস্ততায় হয়তো হাকিম জিয়েশের কথা ভুলেই গিয়েছিল চেলসি। তা না হলে মরোক্কান ফরোয়ার্ডকে নিয়ে এমন নাটক হতো না। জিয়েখকে পিএসজিতে ধারে পাঠানোর কথা ছিল চেলসির। সবকিছু ঠিক ঠিক হচ্ছিল বলেই ফরাসির ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষাও দিতে গিয়েছিলেন এই ফুটবলার। কিন্তু পশ্চিম লন্ডনের ক্লাবটির ভুলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা আর দেওয়া হয়নি।
দলবদলের শেষ সময়ের আগ পর্যন্ত পিএসজির কাছে সঠিক কাগজপত্র জমা দিতে না পারায় জাতীয় দলের সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে খেলা হচ্ছে না জিয়েখের। তবে কাগজ যে পাঠায়নি এমনটা নয়। তিনবার কাগজ পাঠিয়েছিল লিগ ১ চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু প্রতিবারই ভুল পাঠিয়েছে চেলসি। তাদের এমন কাণ্ডকে স্পোর্টস ওয়েবসাইট দ্য আথলেটিক ‘প্রথম শ্রেণির সার্কাস’ বলে জানিয়েছে।
এমন কাণ্ডে শুধু জিয়েশই নয় পিএসজিও ধাক্কা খেয়েছে। দলটির মিডফিল্ডার পাবলো সারাবিয়ার জায়গা মরোক্কান তারকাকে খেলানোর কথা ভাবছিলেন ফরাসি ক্লাব। কিন্তু চেলসির ভুলে বিপদে পড়েছে তারা। তবে এখনো আশা ছাড়ছে না তারা।
জিয়েশকে পেতে ফরাসির ফুটবল কর্তৃপক্ষ লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) আপিল করবে বলে জানিয়েছে পিএসজি। তবে অতীত অভিজ্ঞতা জানাচ্ছে এতে কোনো কাজ হবে না। কেননা এর আগেও এমন ঘটনায় ছাড় দেয়নি এলএফপি। তাই জিয়েশ ও পিএসজিকে নতুন দলবদলের প্রহর গুনতে হবে।
চেলসির হয়ে সময়টা ভালো কাটছে না জিয়েশের। তাই নিজেও চেয়েছিলেন পিএসজিতে ধারে যেতে। গত মার্চ মাস থেকেই গোল পান না তিনি। ক্লাবের হয়ে ভালো না খেললেও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করার পরও জিয়েশের ভাগ্যে বদল আসেনি। ক্লাবের হয়ে গোল না পাওয়ায় এ মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

শীতকালীন দলবদলে একের পর এক ফুটবলার কিনে চমক দেখিয়েছে চেলসি। গতকাল শেষ দিনে ক্লাবটি আরো বড় চমক দিয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৪০০ কোটি টাকায় সর্বোচ্চ দামে এনজো ফার্নান্দেজকে কিনেছে।
ফুটবলার কেনার ব্যস্ততায় হয়তো হাকিম জিয়েশের কথা ভুলেই গিয়েছিল চেলসি। তা না হলে মরোক্কান ফরোয়ার্ডকে নিয়ে এমন নাটক হতো না। জিয়েখকে পিএসজিতে ধারে পাঠানোর কথা ছিল চেলসির। সবকিছু ঠিক ঠিক হচ্ছিল বলেই ফরাসির ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষাও দিতে গিয়েছিলেন এই ফুটবলার। কিন্তু পশ্চিম লন্ডনের ক্লাবটির ভুলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা আর দেওয়া হয়নি।
দলবদলের শেষ সময়ের আগ পর্যন্ত পিএসজির কাছে সঠিক কাগজপত্র জমা দিতে না পারায় জাতীয় দলের সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে খেলা হচ্ছে না জিয়েখের। তবে কাগজ যে পাঠায়নি এমনটা নয়। তিনবার কাগজ পাঠিয়েছিল লিগ ১ চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু প্রতিবারই ভুল পাঠিয়েছে চেলসি। তাদের এমন কাণ্ডকে স্পোর্টস ওয়েবসাইট দ্য আথলেটিক ‘প্রথম শ্রেণির সার্কাস’ বলে জানিয়েছে।
এমন কাণ্ডে শুধু জিয়েশই নয় পিএসজিও ধাক্কা খেয়েছে। দলটির মিডফিল্ডার পাবলো সারাবিয়ার জায়গা মরোক্কান তারকাকে খেলানোর কথা ভাবছিলেন ফরাসি ক্লাব। কিন্তু চেলসির ভুলে বিপদে পড়েছে তারা। তবে এখনো আশা ছাড়ছে না তারা।
জিয়েশকে পেতে ফরাসির ফুটবল কর্তৃপক্ষ লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) আপিল করবে বলে জানিয়েছে পিএসজি। তবে অতীত অভিজ্ঞতা জানাচ্ছে এতে কোনো কাজ হবে না। কেননা এর আগেও এমন ঘটনায় ছাড় দেয়নি এলএফপি। তাই জিয়েশ ও পিএসজিকে নতুন দলবদলের প্রহর গুনতে হবে।
চেলসির হয়ে সময়টা ভালো কাটছে না জিয়েশের। তাই নিজেও চেয়েছিলেন পিএসজিতে ধারে যেতে। গত মার্চ মাস থেকেই গোল পান না তিনি। ক্লাবের হয়ে ভালো না খেললেও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করার পরও জিয়েশের ভাগ্যে বদল আসেনি। ক্লাবের হয়ে গোল না পাওয়ায় এ মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩৮ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগে