
শীতকালীন দলবদলে একের পর এক ফুটবলার কিনে চমক দেখিয়েছে চেলসি। গতকাল শেষ দিনে ক্লাবটি আরো বড় চমক দিয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৪০০ কোটি টাকায় সর্বোচ্চ দামে এনজো ফার্নান্দেজকে কিনেছে।
ফুটবলার কেনার ব্যস্ততায় হয়তো হাকিম জিয়েশের কথা ভুলেই গিয়েছিল চেলসি। তা না হলে মরোক্কান ফরোয়ার্ডকে নিয়ে এমন নাটক হতো না। জিয়েখকে পিএসজিতে ধারে পাঠানোর কথা ছিল চেলসির। সবকিছু ঠিক ঠিক হচ্ছিল বলেই ফরাসির ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষাও দিতে গিয়েছিলেন এই ফুটবলার। কিন্তু পশ্চিম লন্ডনের ক্লাবটির ভুলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা আর দেওয়া হয়নি।
দলবদলের শেষ সময়ের আগ পর্যন্ত পিএসজির কাছে সঠিক কাগজপত্র জমা দিতে না পারায় জাতীয় দলের সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে খেলা হচ্ছে না জিয়েখের। তবে কাগজ যে পাঠায়নি এমনটা নয়। তিনবার কাগজ পাঠিয়েছিল লিগ ১ চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু প্রতিবারই ভুল পাঠিয়েছে চেলসি। তাদের এমন কাণ্ডকে স্পোর্টস ওয়েবসাইট দ্য আথলেটিক ‘প্রথম শ্রেণির সার্কাস’ বলে জানিয়েছে।
এমন কাণ্ডে শুধু জিয়েশই নয় পিএসজিও ধাক্কা খেয়েছে। দলটির মিডফিল্ডার পাবলো সারাবিয়ার জায়গা মরোক্কান তারকাকে খেলানোর কথা ভাবছিলেন ফরাসি ক্লাব। কিন্তু চেলসির ভুলে বিপদে পড়েছে তারা। তবে এখনো আশা ছাড়ছে না তারা।
জিয়েশকে পেতে ফরাসির ফুটবল কর্তৃপক্ষ লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) আপিল করবে বলে জানিয়েছে পিএসজি। তবে অতীত অভিজ্ঞতা জানাচ্ছে এতে কোনো কাজ হবে না। কেননা এর আগেও এমন ঘটনায় ছাড় দেয়নি এলএফপি। তাই জিয়েশ ও পিএসজিকে নতুন দলবদলের প্রহর গুনতে হবে।
চেলসির হয়ে সময়টা ভালো কাটছে না জিয়েশের। তাই নিজেও চেয়েছিলেন পিএসজিতে ধারে যেতে। গত মার্চ মাস থেকেই গোল পান না তিনি। ক্লাবের হয়ে ভালো না খেললেও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করার পরও জিয়েশের ভাগ্যে বদল আসেনি। ক্লাবের হয়ে গোল না পাওয়ায় এ মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

শীতকালীন দলবদলে একের পর এক ফুটবলার কিনে চমক দেখিয়েছে চেলসি। গতকাল শেষ দিনে ক্লাবটি আরো বড় চমক দিয়েছে। প্রিমিয়ার লিগের ইতিহাসে ১৪০০ কোটি টাকায় সর্বোচ্চ দামে এনজো ফার্নান্দেজকে কিনেছে।
ফুটবলার কেনার ব্যস্ততায় হয়তো হাকিম জিয়েশের কথা ভুলেই গিয়েছিল চেলসি। তা না হলে মরোক্কান ফরোয়ার্ডকে নিয়ে এমন নাটক হতো না। জিয়েখকে পিএসজিতে ধারে পাঠানোর কথা ছিল চেলসির। সবকিছু ঠিক ঠিক হচ্ছিল বলেই ফরাসির ক্লাবটিতে স্বাস্থ্য পরীক্ষাও দিতে গিয়েছিলেন এই ফুটবলার। কিন্তু পশ্চিম লন্ডনের ক্লাবটির ভুলে তাঁর স্বাস্থ্য পরীক্ষা আর দেওয়া হয়নি।
দলবদলের শেষ সময়ের আগ পর্যন্ত পিএসজির কাছে সঠিক কাগজপত্র জমা দিতে না পারায় জাতীয় দলের সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে খেলা হচ্ছে না জিয়েখের। তবে কাগজ যে পাঠায়নি এমনটা নয়। তিনবার কাগজ পাঠিয়েছিল লিগ ১ চ্যাম্পিয়নদের কাছে। কিন্তু প্রতিবারই ভুল পাঠিয়েছে চেলসি। তাদের এমন কাণ্ডকে স্পোর্টস ওয়েবসাইট দ্য আথলেটিক ‘প্রথম শ্রেণির সার্কাস’ বলে জানিয়েছে।
এমন কাণ্ডে শুধু জিয়েশই নয় পিএসজিও ধাক্কা খেয়েছে। দলটির মিডফিল্ডার পাবলো সারাবিয়ার জায়গা মরোক্কান তারকাকে খেলানোর কথা ভাবছিলেন ফরাসি ক্লাব। কিন্তু চেলসির ভুলে বিপদে পড়েছে তারা। তবে এখনো আশা ছাড়ছে না তারা।
জিয়েশকে পেতে ফরাসির ফুটবল কর্তৃপক্ষ লিগ দে ফুটবল প্রফেশনাল (এলএফপি) আপিল করবে বলে জানিয়েছে পিএসজি। তবে অতীত অভিজ্ঞতা জানাচ্ছে এতে কোনো কাজ হবে না। কেননা এর আগেও এমন ঘটনায় ছাড় দেয়নি এলএফপি। তাই জিয়েশ ও পিএসজিকে নতুন দলবদলের প্রহর গুনতে হবে।
চেলসির হয়ে সময়টা ভালো কাটছে না জিয়েশের। তাই নিজেও চেয়েছিলেন পিএসজিতে ধারে যেতে। গত মার্চ মাস থেকেই গোল পান না তিনি। ক্লাবের হয়ে ভালো না খেললেও বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। দেশকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করার পরও জিয়েশের ভাগ্যে বদল আসেনি। ক্লাবের হয়ে গোল না পাওয়ায় এ মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৩ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে