নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেভাবে আক্রমণ শুরু করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, তাতে মনে হচ্ছিল আবারও না পয়েন্ট হারায় আবাহনী! শেষ পর্যন্ত তা হয়নি, বলা ভালো হতে দেননি ডোরিয়েলটন গোমেজ। মাত্র ছয় মিনিটে হ্যাটট্রিক করে থামিয়ে দিয়েছেন রহমতগঞ্জের যত দৌড়ঝাঁপ।
৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে এমন এক ঝড়ই তুলেছেন ডোরিয়েলটন, তাতেই শেষ হয়েছে রহমতগঞ্জের আশা। ছয় মিনিটের মধ্যে করা তাঁর তিন গোলেই ৩-০ গোলে জয় পেয়েছে আবাহনী। এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিট খেলাটাকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ। শুধু ফিনিশিংয়ের অভাবটাই ভোগালো দলটাকে। ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তাজিক ডিফেন্ডার সিয়োভুজ আসরোরভের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৯ মিনিটে আরও ভালো সুযোগ নষ্ট করেন ঘানাইয়ান ফিলিপ আজাহ। আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়ে যে চিপ করেছিলেন তা জালে না জড়িয়ে চলে যায় বাইরে।
গোলের জন্য যখন এভাবে আক্রমণ শানাচ্ছে রহমতগঞ্জ, তখনই পুরো চিত্রটা পাল্টে দিলেন ডোরিয়েলটন। ৪০ মিনিটে কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে আবাহনীরই সাবেক ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে ঢুকিয়ে আবাহনীকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তিন মিনিট পরেই আবারও ডোরিয়েলটনের লক্ষ্যভেদ। গোলের কারিগর আবারও কলিন্দ্রেস। ৪৩ মিনিটে মাঝ মাঠ ঠেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কলিন্দ্রেস বাড়িয়ে দেন ডোরিলেটনকে। বল পেয়ে শুধু ঠান্ডা মাথায় বল জালে জড়ানোই কাজ ছিল, এবং সেটাই করেছেন এই ফরোয়ার্ড।
তিন মিনিটে দুই গোল পেয়ে হ্যাটট্রিকের নেশা যেন পেয়ে বসলো ডোরিয়েলটনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে নুরুল নাইয়ুম ফয়সালের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে একা পেয়ে যান রহমতগঞ্জ গোলরক্ষক তুষারকে। নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসেছিলেন তুষার কিন্তু ডোরিয়েলটনকে আটকাতে পারেননি। তাতেই হয়ে গেল হ্যাটট্রিক। আর এই তিন গোলেই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আবাহনী।

যেভাবে আক্রমণ শুরু করেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, তাতে মনে হচ্ছিল আবারও না পয়েন্ট হারায় আবাহনী! শেষ পর্যন্ত তা হয়নি, বলা ভালো হতে দেননি ডোরিয়েলটন গোমেজ। মাত্র ছয় মিনিটে হ্যাটট্রিক করে থামিয়ে দিয়েছেন রহমতগঞ্জের যত দৌড়ঝাঁপ।
৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে এমন এক ঝড়ই তুলেছেন ডোরিয়েলটন, তাতেই শেষ হয়েছে রহমতগঞ্জের আশা। ছয় মিনিটের মধ্যে করা তাঁর তিন গোলেই ৩-০ গোলে জয় পেয়েছে আবাহনী। এবারের লিগে এটিই প্রথম হ্যাটট্রিক।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথম ২৫ মিনিট খেলাটাকে বেশ ভালোভাবেই নিয়ন্ত্রণে রেখেছিল ফেডারেশন কাপের রানার্সআপ রহমতগঞ্জ। শুধু ফিনিশিংয়ের অভাবটাই ভোগালো দলটাকে। ২১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে তাজিক ডিফেন্ডার সিয়োভুজ আসরোরভের ফ্রি-কিক ঠেকিয়ে দেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ২৯ মিনিটে আরও ভালো সুযোগ নষ্ট করেন ঘানাইয়ান ফিলিপ আজাহ। আবাহনী গোলরক্ষক সোহেলকে একা পেয়ে যে চিপ করেছিলেন তা জালে না জড়িয়ে চলে যায় বাইরে।
গোলের জন্য যখন এভাবে আক্রমণ শানাচ্ছে রহমতগঞ্জ, তখনই পুরো চিত্রটা পাল্টে দিলেন ডোরিয়েলটন। ৪০ মিনিটে কোস্টারিকান সতীর্থ দানিয়েল কলিন্দ্রেসের কর্নারে হেডে আবাহনীরই সাবেক ডিফেন্ডার ওয়ালি ফয়সালের পায়ের ফাঁক দিয়ে বল পোস্টে ঢুকিয়ে আবাহনীকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তিন মিনিট পরেই আবারও ডোরিয়েলটনের লক্ষ্যভেদ। গোলের কারিগর আবারও কলিন্দ্রেস। ৪৩ মিনিটে মাঝ মাঠ ঠেকে সতীর্থের কাছ থেকে পাওয়া বল কলিন্দ্রেস বাড়িয়ে দেন ডোরিলেটনকে। বল পেয়ে শুধু ঠান্ডা মাথায় বল জালে জড়ানোই কাজ ছিল, এবং সেটাই করেছেন এই ফরোয়ার্ড।
তিন মিনিটে দুই গোল পেয়ে হ্যাটট্রিকের নেশা যেন পেয়ে বসলো ডোরিয়েলটনকে। প্রথমার্ধের যোগ করা সময়ে নুরুল নাইয়ুম ফয়সালের বাড়ানো পাস অফসাইড ফাঁদ ভেঙে এগিয়ে একা পেয়ে যান রহমতগঞ্জ গোলরক্ষক তুষারকে। নিজের জায়গা ছেড়ে বের হয়ে এসেছিলেন তুষার কিন্তু ডোরিয়েলটনকে আটকাতে পারেননি। তাতেই হয়ে গেল হ্যাটট্রিক। আর এই তিন গোলেই দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় আবাহনী।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে