Ajker Patrika

সাড়ে পাঁচ মাস পর ফিরেই বাজিমাত নেইমারের 

সাড়ে পাঁচ মাস পর ফিরেই বাজিমাত নেইমারের 

চোটে পড়ায় দীর্ঘদিন ফুটবল থেকে বাইরে ছিলেন নেইমার। মাঠের বাইরে থাকলেও তাঁকে নিয়ে সমালোচনা তো আর থেমে ছিল না। বিভিন্ন ঘটনায় বেশ আলোচনা চলে ব্রাজিলের এই ফুটবলারকে নিয়ে। আজ মাঠে ফিরেই যেন সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে জিওনবুকের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

এবারের এশিয়া সফরে এসে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জিততেই যেন ভুলে গিয়েছিল পিএসজি। আল নাসরের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ফ্রান্সের ক্লাবটি। এরপর সেরেজাও ওসাকা, ইন্টার মিলান-এই দুই ক্লাবের বিপক্ষেও হেরে গিয়েছিল পিএসজি। জাপানে তিন ম্যাচ খেলার পর আজ দক্ষিণ কোরিয়ার বুসানে খেলে পিএসজি। একই সঙ্গে সাড়ে পাঁচ মাস পর পিএসজির জার্সিতেও ফিরেছেন নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ড পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন এ বছরের ১৯ ফেব্রুয়ারি। ৫ মাস ১৪ দিন পর নেইমারের ফেরার ম্যাচেই যেন মানসিকভাবে চাঙা হয়ে যায় পিএসজি। জেওনবাকের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্যারিসিয়ানরা। ৪০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ে দুর্দান্ত গোল করেন নেইমার। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা বজায় রাখে পিএসজি। ৫৬ মিনিটে ইসমায়েল ঘারেবির ক্রস থেকে হেড করেছিলেন হুগো একিতিকে। তবে তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। ৫৭ মিনিটে আবার গোলের সুযোগ মিস করেছেন ঘারেবি। পিএসজি দ্বিতীয় গোল পায় ৮৩ মিনিটে। ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে গোল করেন নেইমার। ৮৮ মিনিটে পিএসজি পায় তৃতীয় গোলের দেখা। এবার নেইমারের অ্যাসিস্টে গোল করেন মার্কো আসেনসিও। নেইমারের অনবদ্য পারফরম্যান্সে পিএসজি ৩-০ গোলে হারায় জিওনবুককে।

২০২২-২৩ মৌসুমে লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচটিই পিএসজির জার্সিতে নেইমারের সর্বশেষ ম্যাচ। ম্যাচের ৫১ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। পুরো ৯০ মিনিট খেলতে না পারলেও লিলের বিপক্ষে পিএসজি জয় নিয়েই মাঠ ছেড়েছিল। গোলবন্যার ম্যাচে লিলকে ৪-৩ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। এই ম্যাচে ১ গোল করেন এবং ১টি অ্যাসিস্ট করেন পিএসজির এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত