
লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার হয়তো আফসোস করছেন, তাঁর ‘শিশুতোষ’ ভুলে গতকাল অ্যানফিল্ডে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি লিভারপুল। তার পরও অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ এ ব্যাপারে তেমন একটা ভাবছেন না।
অ্যানফিল্ডে গতকাল লিভারপুল-উলভারহ্যাম্পটন ম্যাচের ২৬ মিনিটের ঘটনা। লিভারপুল গোলরক্ষক বেকার পাস দিতে গিয়েছিলেন সতীর্থকে। তবে সেই পাস চলে যায় ডি-বক্সের ভেতর থাকা বিপক্ষ দলের খেলোয়াড় গনসালো গেদেসের কাছে। উলভস এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে নেন দলকে। এরপর লিভারপুলের গোল ২টি করেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। নুনেজ করেন ৪৫ মিনিটে ও সালাহ করেন ৫২ মিনিটে। আর ৬৬ মিনিটে হোয়াং হি চানের গোলে ২-২ সমতা করে উলভস। শেষ পর্যন্ত ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
বেকারের ভুলের আফসোস ক্লপ করছেন ঠিকই, তবে বেকারের আগের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। লিভারপুল কোচ বলেন, ‘বেশ দারুণ শুরু করেছি আমরা। আমরা সত্যিই দারুণ খেলেছি। গোল হওয়াটা উচিত হয়নি। তবে আমরা জানি যে অ্যালিসন এর আগেও আমাদের অনেকবার বাঁচিয়েছে।’
গতকাল লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে কোডি গাকপোর। ডাচ এই তরুণ ফুটবলারের খেলা দেখে আশাবাদী ক্লপ বলেন, ‘প্রথম ম্যাচে খেলা অত সহজ হয় না। আমরা তার থেকে সেরাটা আশা করতে পারি না। তবে সে ভবিষ্যতে দারুণ খেলবে। তার সেরাটা শিগগিরই বেরিয়ে আসবে।’

লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার হয়তো আফসোস করছেন, তাঁর ‘শিশুতোষ’ ভুলে গতকাল অ্যানফিল্ডে এফএ কাপের ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচ জিততে পারেনি লিভারপুল। তার পরও অলরেডদের কোচ ইয়ুর্গেন ক্লপ এ ব্যাপারে তেমন একটা ভাবছেন না।
অ্যানফিল্ডে গতকাল লিভারপুল-উলভারহ্যাম্পটন ম্যাচের ২৬ মিনিটের ঘটনা। লিভারপুল গোলরক্ষক বেকার পাস দিতে গিয়েছিলেন সতীর্থকে। তবে সেই পাস চলে যায় ডি-বক্সের ভেতর থাকা বিপক্ষ দলের খেলোয়াড় গনসালো গেদেসের কাছে। উলভস এই ফরোয়ার্ড গোল করে এগিয়ে নেন দলকে। এরপর লিভারপুলের গোল ২টি করেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। নুনেজ করেন ৪৫ মিনিটে ও সালাহ করেন ৫২ মিনিটে। আর ৬৬ মিনিটে হোয়াং হি চানের গোলে ২-২ সমতা করে উলভস। শেষ পর্যন্ত ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
বেকারের ভুলের আফসোস ক্লপ করছেন ঠিকই, তবে বেকারের আগের অবদানের কথাও স্মরণ করেছেন তিনি। লিভারপুল কোচ বলেন, ‘বেশ দারুণ শুরু করেছি আমরা। আমরা সত্যিই দারুণ খেলেছি। গোল হওয়াটা উচিত হয়নি। তবে আমরা জানি যে অ্যালিসন এর আগেও আমাদের অনেকবার বাঁচিয়েছে।’
গতকাল লিভারপুলের জার্সিতে অভিষেক হয়েছে কোডি গাকপোর। ডাচ এই তরুণ ফুটবলারের খেলা দেখে আশাবাদী ক্লপ বলেন, ‘প্রথম ম্যাচে খেলা অত সহজ হয় না। আমরা তার থেকে সেরাটা আশা করতে পারি না। তবে সে ভবিষ্যতে দারুণ খেলবে। তার সেরাটা শিগগিরই বেরিয়ে আসবে।’

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২৩ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে