
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হোম গ্রাউন্ডের নাম জিজ্ঞেস করলে যে কেউই নির্দ্বিধায় উত্তর দেবেন পার্ক দেস প্রিন্সেস এর নাম। সেই হোম গ্রাউন্ড নিয়েই এবার দ্বন্দ্বে জড়িয়েছে ক্লাব। প্যারিস নগর কর্তৃপক্ষের সঙ্গে এই দ্বন্দ্বের মূল কারণ মাঠের মালিকানা নিয়ে।
১৮৯৭ সালে গড়ে ওঠা এই স্টেডিয়াম নতুন করে পুনর্গঠন করা হয় ১৯৭২ সালে। এর দুই বছর পর থেকে ফরাসি ক্লাব পিএসজির হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু স্টেডিয়ামটির মালিকানা রয়ে যায় নগর কর্তৃপক্ষের কাছেই।
সম্প্রতি পিএসজির মালিকপক্ষ স্টেডিয়ামটি নগর কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে চাইলে তারা এটা বিক্রির জন্য নয় বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় স্টেডিয়ামহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকাদের ক্লাব।
নগর কর্তৃপক্ষের এই প্রতিক্রিয়ায় ভীষণ হতাশা ব্যক্ত করেছেন পিএসজির কর্তাব্যক্তিরা। পিএসজির একজন মুখপাত্র নিজের হতাশা প্রকাশ করে বলেছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেই ও তাদের সমর্থকদের পার্ক দেস প্রিন্সেস থেকে সরিয়ে দিতে চায়।’ এমনটি যে ঘটতে পারে, সে কথা আগেই অনুমান করতে পেরেছিলেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি। গত নভেম্বরেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছিলেন যে পিএসজি পার্ক দেস প্রিন্সেসে সমর্থকদের আর ‘স্বাগত জানাবে না’। একই সঙ্গে যোগ করেছিলেন যে তারা বিকল্পও খুঁজছেন। সেই বিকল্পই হতে পারে পিএসজির গন্তব্য। তবে এরই মধ্যে দুই পক্ষের সমঝোতা হলে অবশ্য পার্ক দেস প্রিন্সেসই থাকবে পিএসজির ঘরের মাঠ।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের হোম গ্রাউন্ডের নাম জিজ্ঞেস করলে যে কেউই নির্দ্বিধায় উত্তর দেবেন পার্ক দেস প্রিন্সেস এর নাম। সেই হোম গ্রাউন্ড নিয়েই এবার দ্বন্দ্বে জড়িয়েছে ক্লাব। প্যারিস নগর কর্তৃপক্ষের সঙ্গে এই দ্বন্দ্বের মূল কারণ মাঠের মালিকানা নিয়ে।
১৮৯৭ সালে গড়ে ওঠা এই স্টেডিয়াম নতুন করে পুনর্গঠন করা হয় ১৯৭২ সালে। এর দুই বছর পর থেকে ফরাসি ক্লাব পিএসজির হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু স্টেডিয়ামটির মালিকানা রয়ে যায় নগর কর্তৃপক্ষের কাছেই।
সম্প্রতি পিএসজির মালিকপক্ষ স্টেডিয়ামটি নগর কর্তৃপক্ষের কাছ থেকে কিনতে চাইলে তারা এটা বিক্রির জন্য নয় বলে ঘোষণা দিয়েছে। এমন অবস্থায় স্টেডিয়ামহীন হয়ে পড়ার আশঙ্কায় রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পের মতো তারকাদের ক্লাব।
নগর কর্তৃপক্ষের এই প্রতিক্রিয়ায় ভীষণ হতাশা ব্যক্ত করেছেন পিএসজির কর্তাব্যক্তিরা। পিএসজির একজন মুখপাত্র নিজের হতাশা প্রকাশ করে বলেছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেই ও তাদের সমর্থকদের পার্ক দেস প্রিন্সেস থেকে সরিয়ে দিতে চায়।’ এমনটি যে ঘটতে পারে, সে কথা আগেই অনুমান করতে পেরেছিলেন পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি। গত নভেম্বরেই স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছিলেন যে পিএসজি পার্ক দেস প্রিন্সেসে সমর্থকদের আর ‘স্বাগত জানাবে না’। একই সঙ্গে যোগ করেছিলেন যে তারা বিকল্পও খুঁজছেন। সেই বিকল্পই হতে পারে পিএসজির গন্তব্য। তবে এরই মধ্যে দুই পক্ষের সমঝোতা হলে অবশ্য পার্ক দেস প্রিন্সেসই থাকবে পিএসজির ঘরের মাঠ।

রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
২৮ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে