
শিষ্যকে নিয়ে মন্তব্য করে বিপদে পড়েছেন দমিনিকো তাদিসকো। অধিনায়কত্ব না পেয়ে থিবো কোর্তোয়া নাকি এস্তোনিয়ার বিপক্ষে না খেলে বাড়ি চলে গেছেন এমনটা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেলজিয়াম কোচ।
তাদিসকোর এমন অভিযোগকে মিথ্যা খবর বলে জানিয়েছেন কোর্তোয়া। সঙ্গে গোলরক্ষকের বাগ্দত্তা মিশেল গের্জিগ নাম ধরে খোঁচা না দিলেও বুঝতে সমস্যা হয় না যে বেলজিয়াম কোচের প্রতি তাঁর ঝাঁজালো মন্তব্য।
গুরুর মন্তব্যকে ভিত্তিহীন বলে সামাজিক মাধ্যমে কোর্তোয়া বলেছেন, ‘বিকেলে কোচের সংবাদ সম্মেলনের কথা শুনে অবাক হয়েছি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আমাদের ব্যক্তিগত কথোপকথনের পক্ষপাত ও বিষয়গত বর্ণনা দিয়েছেন। বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ড্রেসিংরুমের সমস্যা নিয়ে এবারই কোচের সঙ্গে প্রথম বা শেষবার কথা বলি নাই, কিন্তু এটাই প্রথমবার যে কেউ আলোচনা প্রকাশ্যে এনেছে। এতে আমি গভীরভাবে হতাশ। কোচের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে খাপ খায় না।’
চোটের কারণে বেলজিয়ামের ক্যাম্প ছেড়েছেন বলে জানিয়েছেন কোর্তোয়া। ৩১ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলের অধিনায়কত্বের সিদ্ধান্ত কোনো খামখেয়ালি বা এলোমেলো বিষয় নয়। এটি তার সিদ্ধান্ত হওয়া উচিত। তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত উদ্দেশ্যে সফল হতে পারিনি। আমার ডান হাঁটুর চোট দেখাতে কাল (পরশু) বিকেলে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। ক্লাব ও জাতীয় দলের চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ হয়েছে। ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই তাদের পর্যালোচনার পরেই।’
তাদিসকোর মিথ্যা খবর নিয়ে কোর্তোয়ার বাগ্দত্তা মিশেল নিজের ইনস্টাগ্রামে দুটি পোস্ট শেয়ার করেছেন। প্রথমটিতে কোর্তায়ার আঘাত প্রাপ্ত হাঁটুর ছবি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আমি জানি। তোমার জন্য গর্ব অনুভব করি।’
তিন ঘণ্টা পর আরেকটি পোস্টে ধুয়ে দিয়েছেন তাদিসকাকে। যদিও বেলজিয়াম কোচের নাম সরাসরি উল্লেখ করেননি মিশেল। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কেউ তোমাকে কিংবদন্তি খেলোয়াড়, নেতা ও যোদ্ধা থেকে দূরে রাখতে পারবে না। তুমি সর্বদা ক্লাব ও দলকে নিজের মধ্যে ধারণ করেছ এবং সহস্র ভাগ দিয়েছ। এমনকি যখন তুমি পীড়ায় ছিলে তখনও। তুমি কখনো হাল ছাড়বে না। এই সব গুজব শুনে খুবই দুঃখিত যে, তোমাকে আঘাত করতে অথবা নিচে নামাতে সুযোগ বুঝে এসব ছড়িয়েছে কিছু লোক। এই সব লোক বুঝতে পারে না যে, তুমি উচ্চ মানের ফুটবলের উদাহরণ। একজন খেলোয়াড় যে হৃদয় দিয়ে খেলে সতীর্থদের সঠিক পথে রাখে। তুমি একজন সত্যিকারে নেতা এবং কিংবদন্তি। এবং কিংবদন্তিরা কখনো নিচে নামে না কারও দ্বারা।’

শিষ্যকে নিয়ে মন্তব্য করে বিপদে পড়েছেন দমিনিকো তাদিসকো। অধিনায়কত্ব না পেয়ে থিবো কোর্তোয়া নাকি এস্তোনিয়ার বিপক্ষে না খেলে বাড়ি চলে গেছেন এমনটা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেলজিয়াম কোচ।
তাদিসকোর এমন অভিযোগকে মিথ্যা খবর বলে জানিয়েছেন কোর্তোয়া। সঙ্গে গোলরক্ষকের বাগ্দত্তা মিশেল গের্জিগ নাম ধরে খোঁচা না দিলেও বুঝতে সমস্যা হয় না যে বেলজিয়াম কোচের প্রতি তাঁর ঝাঁজালো মন্তব্য।
গুরুর মন্তব্যকে ভিত্তিহীন বলে সামাজিক মাধ্যমে কোর্তোয়া বলেছেন, ‘বিকেলে কোচের সংবাদ সম্মেলনের কথা শুনে অবাক হয়েছি। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ শেষে আমাদের ব্যক্তিগত কথোপকথনের পক্ষপাত ও বিষয়গত বর্ণনা দিয়েছেন। বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ড্রেসিংরুমের সমস্যা নিয়ে এবারই কোচের সঙ্গে প্রথম বা শেষবার কথা বলি নাই, কিন্তু এটাই প্রথমবার যে কেউ আলোচনা প্রকাশ্যে এনেছে। এতে আমি গভীরভাবে হতাশ। কোচের মূল্যায়ন বাস্তবতার সঙ্গে খাপ খায় না।’
চোটের কারণে বেলজিয়ামের ক্যাম্প ছেড়েছেন বলে জানিয়েছেন কোর্তোয়া। ৩১ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলের অধিনায়কত্বের সিদ্ধান্ত কোনো খামখেয়ালি বা এলোমেলো বিষয় নয়। এটি তার সিদ্ধান্ত হওয়া উচিত। তাকে এটাই বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত উদ্দেশ্যে সফল হতে পারিনি। আমার ডান হাঁটুর চোট দেখাতে কাল (পরশু) বিকেলে চিকিৎসকের কাছে গিয়েছিলাম। ক্লাব ও জাতীয় দলের চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ হয়েছে। ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই তাদের পর্যালোচনার পরেই।’
তাদিসকোর মিথ্যা খবর নিয়ে কোর্তোয়ার বাগ্দত্তা মিশেল নিজের ইনস্টাগ্রামে দুটি পোস্ট শেয়ার করেছেন। প্রথমটিতে কোর্তায়ার আঘাত প্রাপ্ত হাঁটুর ছবি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে আমি জানি। তোমার জন্য গর্ব অনুভব করি।’
তিন ঘণ্টা পর আরেকটি পোস্টে ধুয়ে দিয়েছেন তাদিসকাকে। যদিও বেলজিয়াম কোচের নাম সরাসরি উল্লেখ করেননি মিশেল। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কেউ তোমাকে কিংবদন্তি খেলোয়াড়, নেতা ও যোদ্ধা থেকে দূরে রাখতে পারবে না। তুমি সর্বদা ক্লাব ও দলকে নিজের মধ্যে ধারণ করেছ এবং সহস্র ভাগ দিয়েছ। এমনকি যখন তুমি পীড়ায় ছিলে তখনও। তুমি কখনো হাল ছাড়বে না। এই সব গুজব শুনে খুবই দুঃখিত যে, তোমাকে আঘাত করতে অথবা নিচে নামাতে সুযোগ বুঝে এসব ছড়িয়েছে কিছু লোক। এই সব লোক বুঝতে পারে না যে, তুমি উচ্চ মানের ফুটবলের উদাহরণ। একজন খেলোয়াড় যে হৃদয় দিয়ে খেলে সতীর্থদের সঠিক পথে রাখে। তুমি একজন সত্যিকারে নেতা এবং কিংবদন্তি। এবং কিংবদন্তিরা কখনো নিচে নামে না কারও দ্বারা।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে