
চোটে পড়ে লিওনেল মেসিকে ম্যাচ মিস করতে খুব কমই দেখা যায়। কোনো ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে মেসি যতটা সচেতন, তার চেয়ে বেশি সচেতন থাকেন দলের কোচ। এবার ইউএস ওপেন কাপের ফাইনালের আগে ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো একটু চিন্তিত।
মেসির কাছে এ বছর সময়টা কাটছে অম্লমধুর। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন তিনি। তবে মাঠের বাইরের বেশ কিছু ঘটনা তার ওপর কিছুটা হলেও প্রভাব ফেলছে, যার মধ্যে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। এ কারণে তিনি চলে এসেছেন ইন্টার মায়ামিতে। কয়েক মাস ভালো খেলার পর এ মাস থেকে শুরু হয়েছে চোটের সমস্যা। মাংসপেশির চোটে পড়ে মেজর লিগ সকারের (এমএলএস) তিনটি ম্যাচ খেলতে পারেননি। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচও মিস করেন তিনি।
মেসি যেসব ম্যাচ খেলেননি, তার মধ্যে একটিতে বাজেভাবে হেরেছে মায়ামি। আর পরশু ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে ইউএস ওপেন কাপ ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো এফসি। মায়ামির সামনে যখন আরও এক শিরোপা জয়ের হাতছানি, তখন কোচ মার্টিনোর চিন্তা থাকাটাই স্বাভাবিক, যেখানে মেসি জাদুতে এবার লিগস কাপ জিতেছে মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে মেজর কোনো শিরোপা। ফাইনালের আগে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘তার (মেসি) খেলার সম্ভাবনা নিয়ে বলা বেশ কঠিন, কারণ দিনের পর দিন এটা আমাদের দেখতে হচ্ছে। যেটা আমি সব সময় বলি, আগে তার কথা শুনব ও দেখব যে সে কেমন আছে। এরপর ঝুঁকি নেব কি না, তা ভেবে দেখছি। এটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। আর ভুল যেন না হয়, তাই যথেষ্ট সময় নিচ্ছি।’
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। প্রতিপক্ষকে বোকা বানিয়ে জাদুকরী ফ্রিকিকে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। হাউস্টন ডায়নামোর কোচ বেন ওলসেনও ভাবছেন মেসিকে নিয়ে। গত সপ্তাহে ইএসপিএনকে ওলসেন বলেন, ‘তাকে (মেসি) থামানোর কোনো পরিকল্পনা থাকলেও আমি আপনাকে বলব না। সেটা আমি বেশি প্রচার করতে চাই না।’

চোটে পড়ে লিওনেল মেসিকে ম্যাচ মিস করতে খুব কমই দেখা যায়। কোনো ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে মেসি যতটা সচেতন, তার চেয়ে বেশি সচেতন থাকেন দলের কোচ। এবার ইউএস ওপেন কাপের ফাইনালের আগে ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো একটু চিন্তিত।
মেসির কাছে এ বছর সময়টা কাটছে অম্লমধুর। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন তিনি। তবে মাঠের বাইরের বেশ কিছু ঘটনা তার ওপর কিছুটা হলেও প্রভাব ফেলছে, যার মধ্যে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। এ কারণে তিনি চলে এসেছেন ইন্টার মায়ামিতে। কয়েক মাস ভালো খেলার পর এ মাস থেকে শুরু হয়েছে চোটের সমস্যা। মাংসপেশির চোটে পড়ে মেজর লিগ সকারের (এমএলএস) তিনটি ম্যাচ খেলতে পারেননি। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচও মিস করেন তিনি।
মেসি যেসব ম্যাচ খেলেননি, তার মধ্যে একটিতে বাজেভাবে হেরেছে মায়ামি। আর পরশু ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে ইউএস ওপেন কাপ ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো এফসি। মায়ামির সামনে যখন আরও এক শিরোপা জয়ের হাতছানি, তখন কোচ মার্টিনোর চিন্তা থাকাটাই স্বাভাবিক, যেখানে মেসি জাদুতে এবার লিগস কাপ জিতেছে মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে মেজর কোনো শিরোপা। ফাইনালের আগে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘তার (মেসি) খেলার সম্ভাবনা নিয়ে বলা বেশ কঠিন, কারণ দিনের পর দিন এটা আমাদের দেখতে হচ্ছে। যেটা আমি সব সময় বলি, আগে তার কথা শুনব ও দেখব যে সে কেমন আছে। এরপর ঝুঁকি নেব কি না, তা ভেবে দেখছি। এটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। আর ভুল যেন না হয়, তাই যথেষ্ট সময় নিচ্ছি।’
মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। প্রতিপক্ষকে বোকা বানিয়ে জাদুকরী ফ্রিকিকে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। হাউস্টন ডায়নামোর কোচ বেন ওলসেনও ভাবছেন মেসিকে নিয়ে। গত সপ্তাহে ইএসপিএনকে ওলসেন বলেন, ‘তাকে (মেসি) থামানোর কোনো পরিকল্পনা থাকলেও আমি আপনাকে বলব না। সেটা আমি বেশি প্রচার করতে চাই না।’

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৫ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে