
ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুম ক্রিস্টিয়ানো রোনালদোর যে খারাপ যাচ্ছে, তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ইস্যুতে রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই। এবার ইউনাইটেডকে উদ্দেশ্য করে নিজের ক্ষোভ ঝেরেছেন রোনালদো। পর্তুগিজ তারকার অভিযোগ, তাঁর (রোনালদো) সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
গতকাল পিয়ার্স মরগানকে ৯০ মিনিটের সাক্ষাৎকার দেন রোনালদো। মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের কয়েকজন কর্মকর্তার দিকে আঙুল তুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের সবচেয়ে বেশি রাগ যেন কোচ এরিক টেন হাগের ওপর। কেননা কোচ হওয়ার পর থেকেই যেন টেন হাগের সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না। কোচের প্রতি বিরক্ত রোনালদো সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি তাঁকে (টেন হাগ) সম্মান করেন না।
ইউনাইটেডে বলির পাঠা হওয়ার অভিযোগও করেছেন রোনালদো। এমনকি টেন হাগসহ কয়েকজন নাকি চেয়েছিলেন, তিনি (রোনালদো) যেন ক্লাব ছেড়ে চলে যান। ডাচ কোচকে নিয়ে রোনালদো বলেন, ‘তার (টেন হাগ) প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কারণ তিনি আমাকে সম্মান করেন না। যদি আপনি আমাকে সম্মানই না করেন, তাহলে আমি আপনাকে কখনো সম্মান করব না। শুধু টেন হাগই নন, ক্লাবের আরও অনেকেই চেয়েছেন আমি ক্লাব থেকে চলে যাই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কয়েকজন আমাকে এখানে চাননি। শুধু এবছরই না, গত বছর থেকেই।’
টেন হাগ তো বটেই, র্যালফ র্যাংনিক, ওয়েইন রুনির প্রতিও রোনালদে রাগ ঝেরেছেন। র্যাংনিককে উদ্দেশ্য করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘যদি আপনি (র্যাংনিক) কোচই না হয়ে থাকেন, তাহলে কীভাবে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের বস হয়ে থাকেন? আমি তার সম্পর্কে কখনো শুনিনি।’ আর রুনিকে উদ্দেশ্য করে রোনালদো বলেন, ‘আমি জানি না কেন সে এত বাজেভাবে আমার সমালোচনা করে। সম্ভবত তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও দুর্দান্ত খেলে যাচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।

ম্যানচেস্টার ইউনাইটেডে এবারের মৌসুম ক্রিস্টিয়ানো রোনালদোর যে খারাপ যাচ্ছে, তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের ইস্যুতে রোনালদোকে নিয়ে সমালোচনা চলছেই। এবার ইউনাইটেডকে উদ্দেশ্য করে নিজের ক্ষোভ ঝেরেছেন রোনালদো। পর্তুগিজ তারকার অভিযোগ, তাঁর (রোনালদো) সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।
গতকাল পিয়ার্স মরগানকে ৯০ মিনিটের সাক্ষাৎকার দেন রোনালদো। মরগানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের কয়েকজন কর্মকর্তার দিকে আঙুল তুলেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের সবচেয়ে বেশি রাগ যেন কোচ এরিক টেন হাগের ওপর। কেননা কোচ হওয়ার পর থেকেই যেন টেন হাগের সঙ্গে রোনালদোর বনিবনা হচ্ছে না। কোচের প্রতি বিরক্ত রোনালদো সরাসরি জানিয়ে দিয়েছেন, তিনি তাঁকে (টেন হাগ) সম্মান করেন না।
ইউনাইটেডে বলির পাঠা হওয়ার অভিযোগও করেছেন রোনালদো। এমনকি টেন হাগসহ কয়েকজন নাকি চেয়েছিলেন, তিনি (রোনালদো) যেন ক্লাব ছেড়ে চলে যান। ডাচ কোচকে নিয়ে রোনালদো বলেন, ‘তার (টেন হাগ) প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই, কারণ তিনি আমাকে সম্মান করেন না। যদি আপনি আমাকে সম্মানই না করেন, তাহলে আমি আপনাকে কখনো সম্মান করব না। শুধু টেন হাগই নন, ক্লাবের আরও অনেকেই চেয়েছেন আমি ক্লাব থেকে চলে যাই। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কয়েকজন আমাকে এখানে চাননি। শুধু এবছরই না, গত বছর থেকেই।’
টেন হাগ তো বটেই, র্যালফ র্যাংনিক, ওয়েইন রুনির প্রতিও রোনালদে রাগ ঝেরেছেন। র্যাংনিককে উদ্দেশ্য করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘যদি আপনি (র্যাংনিক) কোচই না হয়ে থাকেন, তাহলে কীভাবে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের বস হয়ে থাকেন? আমি তার সম্পর্কে কখনো শুনিনি।’ আর রুনিকে উদ্দেশ্য করে রোনালদো বলেন, ‘আমি জানি না কেন সে এত বাজেভাবে আমার সমালোচনা করে। সম্ভবত তার ক্যারিয়ার শেষ এবং আমি এখনও দুর্দান্ত খেলে যাচ্ছি।’
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচ খেলে ১৪৫ গোল করেছেন রোনালদো, অ্যাসিস্ট করেছেন ৬৪ গোলে। রেড ডেভিলদের হয়ে তিনবার প্রিমিয়ার লিগ এবং একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন পর্তুগিজ এই উইঙ্গার।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে