ক্রীড়া ডেস্ক

চলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার ব্যাক নিয়েছে রিয়াল। ২০৩০ সাল পর্যন্ত বোর্নমাউথের ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়েছে তারা।
স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে হুইসেনকে রিয়ালের দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছেন। ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে হুইসেনকে। কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতে লন্ডনে তাঁর মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলসহ প্রায় ৭টি ক্লাব হুইসেনকে পাওয়ার জন্য ওত পেতে ছিল। তবে সবাইকে পেছনে ফেলে রিয়ালই বক শিকার করল। এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুইসেনের। নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন স্পেনকে।
নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেনে বেড়ে উঠেছেন হুইসেন। মারবেলার কোস্তা ইউনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলেছেন ২০ বছরের এই তরুণ। গত গ্রীষ্মের দলবদলে ১২ দশমিক ৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩ গোল করেছেন।
হুইসেনকে জাতীয় দলে খেলানোর জন্য টানাটানি লেগেছিল নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যেও। তবে বেড়ে ওঠার দেশ স্পেনকেই বেছে নিয়েছেন হুইসেন। ২০২৫ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষেই অভিষেক হয় তার।

চলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার ব্যাক নিয়েছে রিয়াল। ২০৩০ সাল পর্যন্ত বোর্নমাউথের ডিফেন্ডার ডিন হুইসেনকে দলে ভিড়িয়েছে তারা।
স্বনামধন্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক ফেসবুক পোস্টে হুইসেনকে রিয়ালের দলে ভেড়ানোর বিষয়টি জানিয়েছেন। ৫০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ পরিশোধ মাধ্যমে দলে ভেড়ানো হয়েছে হুইসেনকে। কিছুদিন পর রিয়ালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন স্প্যানিশ এই তরুণ ফুটবলার। গতকাল রাতে লন্ডনে তাঁর মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, লিভারপুল, আর্সেনাল ও নিউক্যাসলসহ প্রায় ৭টি ক্লাব হুইসেনকে পাওয়ার জন্য ওত পেতে ছিল। তবে সবাইকে পেছনে ফেলে রিয়ালই বক শিকার করল। এর মাধ্যমে ঘরেও ফেরা হলো হুইসেনের। নেদারল্যান্ডসের হয়ে বয়সভিত্তিক দলে খেললেও জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন স্পেনকে।
নেদারল্যান্ডসে জন্ম হলেও স্পেনে বেড়ে উঠেছেন হুইসেন। মারবেলার কোস্তা ইউনিদা সিএফ ও মালাগার যুব দলে খেলেছেন ২০ বছরের এই তরুণ। গত গ্রীষ্মের দলবদলে ১২ দশমিক ৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে বোর্নমাউথে যোগ দিয়েছিলেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ৩৪ ম্যাচ খেলে ৩ গোল করেছেন।
হুইসেনকে জাতীয় দলে খেলানোর জন্য টানাটানি লেগেছিল নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যেও। তবে বেড়ে ওঠার দেশ স্পেনকেই বেছে নিয়েছেন হুইসেন। ২০২৫ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষেই অভিষেক হয় তার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে