
লিগ জয়ের দৌড়ে প্রতিপক্ষদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি অল রেডরা। ম্যাচ এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
ম্যাচ শেষে অবশ্য ম্যান ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি মেনে নিতে পারেননি লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। এমন ড্র নেদারল্যান্ডস ডিফেন্ডারকে হারের অনুভূতি দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ৩২ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের প্রথমার্ধেই ২-০ হওয়া উচিত ছিল। ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এটা লজ্জার। এই মুহূর্তে এটা নিঃসন্দেহে হারের সমান। আমরা সুযোগগুলো মিস করেছি এবং প্রতিপক্ষকে জীবন দিয়েছি।’
ফন ডাইক ভুল বলেননি। প্রথমার্ধে তাঁদের ১৫ শটের বিপরীতে একটিও শট নিতে পারেনি স্বাগতিক ম্যান ইউনাইটেড। তবে বিরতির পরে দুর্দান্তভাবে নিজেদের প্রত্যাবর্তন করে তারা। লিভারপুলের স্ট্রাইকার লুইস দিয়াসের গোলের বিপরীতে স্বাগতিকদের সমতায় ফেরান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। একটা সময় কোবি মাইনোর দুর্দান্ত গোলে জয়ের শেষ প্রান্তেও গিয়েছিল ম্যান ইউনাইটেড। তবে সেটা আর হয়নি মোহাম্মদ সালাহর গোলে। ৮৪ মিনিটে লিভারপুলকে পেনাল্টি থেকে সমতায় ফেরান মিশরীয় ফরোয়ার্ড।
ওল ট্রাফোর্ডে ২-২ গোলে ড্র করে এখন পয়েন্ট টেবিলের দুই নেমে গেছে লিভারপুল। পয়েন্টের কারণে অবশ্য নয়, গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে। দুই দলেরই পয়েন্ট সমান ৩১ ম্যাচে ৭১। আর্সেনালের ৫১ গোলের বিপরীতে লিভারপুলের ৪২। লিগের শেষ দিকে এসে এমন পারফরম্যান্সে হতাশ কোচ ক্লপ। তিনি বলেছেন, ‘আর্সেনাল খুবই ভালো দল। আজকের (গতকাল) মতো যদি আমরা খেলি তাহলে আর্সেনাল চ্যাম্পিয়ন হবে। এক শ ভাগ নিশ্চিত।’

লিগ জয়ের দৌড়ে প্রতিপক্ষদের পেছনে ফেলে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল লিভারপুল। কিন্তু সেটা কাজে লাগাতে পারেনি অল রেডরা। ম্যাচ এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।
ম্যাচ শেষে অবশ্য ম্যান ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি মেনে নিতে পারেননি লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। এমন ড্র নেদারল্যান্ডস ডিফেন্ডারকে হারের অনুভূতি দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। ৩২ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের প্রথমার্ধেই ২-০ হওয়া উচিত ছিল। ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এটা লজ্জার। এই মুহূর্তে এটা নিঃসন্দেহে হারের সমান। আমরা সুযোগগুলো মিস করেছি এবং প্রতিপক্ষকে জীবন দিয়েছি।’
ফন ডাইক ভুল বলেননি। প্রথমার্ধে তাঁদের ১৫ শটের বিপরীতে একটিও শট নিতে পারেনি স্বাগতিক ম্যান ইউনাইটেড। তবে বিরতির পরে দুর্দান্তভাবে নিজেদের প্রত্যাবর্তন করে তারা। লিভারপুলের স্ট্রাইকার লুইস দিয়াসের গোলের বিপরীতে স্বাগতিকদের সমতায় ফেরান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ। একটা সময় কোবি মাইনোর দুর্দান্ত গোলে জয়ের শেষ প্রান্তেও গিয়েছিল ম্যান ইউনাইটেড। তবে সেটা আর হয়নি মোহাম্মদ সালাহর গোলে। ৮৪ মিনিটে লিভারপুলকে পেনাল্টি থেকে সমতায় ফেরান মিশরীয় ফরোয়ার্ড।
ওল ট্রাফোর্ডে ২-২ গোলে ড্র করে এখন পয়েন্ট টেবিলের দুই নেমে গেছে লিভারপুল। পয়েন্টের কারণে অবশ্য নয়, গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে। দুই দলেরই পয়েন্ট সমান ৩১ ম্যাচে ৭১। আর্সেনালের ৫১ গোলের বিপরীতে লিভারপুলের ৪২। লিগের শেষ দিকে এসে এমন পারফরম্যান্সে হতাশ কোচ ক্লপ। তিনি বলেছেন, ‘আর্সেনাল খুবই ভালো দল। আজকের (গতকাল) মতো যদি আমরা খেলি তাহলে আর্সেনাল চ্যাম্পিয়ন হবে। এক শ ভাগ নিশ্চিত।’

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে