
লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা সর্বশেষ শিরোপা জিতেছিল কবে? প্রশ্নটা দুই দিন আগে করা হলে নিশ্চিতভাবে পরিসংখ্যান ঘাটতে হতো যেকোনো ফুটবল ভক্তকে। এমনকি বার্সা সমর্থকরাও সঠিক উত্তর দিতে পারতেন কিনা সন্দেহ। তবে এখন তারা বুক ফুলিয়ে বলতে পারবেন, গতকালই মেসিকে ছাড়া প্রথম লা লিগা জিতেছে কাতালান জায়ান্টরা। তার আগ পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া তারা সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ১৯৯৮-৯৯ মৌসুমে।
মেসি ক্যাম্প ন্যুয়ে আসার পর শিরোপার জন্য চিন্তা করতে হয়নি বার্সাকে। কিন্তু দুই বছর আগে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে চলে যাওয়া ৩৫ বছর বয়সী তারকার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। অবশেষে জাভি কোচ হয়ে ফেরার দ্বিতীয় মৌসুমে লিগ চ্যাম্পিয়ন বার্সা। সেটিও কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে। চার ম্যাচ হাতে রেখে দ্বিতীয় সর্বোচ্চ ২৭তম লা লিগা জিতেছে বার্সা।
চার বছর পর লিগ জয়ে আবারও চাঙা হয়ে উঠেছে মেসির ঘরে ফেরার আলোচনা। সেই আলোচনার পালে এবার হাওয়া দিলেন স্বয়ং হোয়ান লাপোর্তা। বার্সা সভাপতি জানিয়েছেন, বার্সেলোনা মেসির ঘর।
অবশ্য বেশ কয়েক মাস ধরে মেসির ক্যাম্প ন্যুয়ে ফেরার গুঞ্জন চলছে। লাপোর্তাও সেই কথা জানিয়েছেন আগে। তবে এত সবের পরও কি মেসি পুরোনো ঠিকানায় ফিরবেন? আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হচ্ছে তাঁর। গুঞ্জন চলছে, নতুন ঠিকানা হিসেবে সৌদি আরবে যেতে পারেন তিনি। কয়দিন আগে পর্যটন দূত হিসেবে সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞাও পান মেসি। এরপর বিশ্ব রেকর্ড অঙ্কের চুক্তিতে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার সৌদি ফুটবল লিগে যাওয়ার গুঞ্জন আরও বাড়ে। দেশটির প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লাপোর্তা চান না মেসি সৌদিতে যাক। তিনি চান, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পুনরায় চুক্তি করে ঘরে ফেরাতে।
স্প্যানিশ ব্রডকাস্টার টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, মেসিকে স্বাক্ষর করাতে যে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বার্সা। তিনি বলেছেন, ‘ইতিহাস আমাদের পেছনে আছে। পৃথিবীজুড়ে আমাদের ৪০০ মিলিয়ন সমর্থকও আছে। সে এখন পিএসজির খেলোয়াড় এবং আমাদের এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমরা আরও শান্তভাবে এই ব্যাপারে কথা বলব।’
মেসিকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক লাপোর্তা সবুজ সংকেতও পেয়েছেন জানান। সেই কারণে বোধ হয় সৌদিকে একটু সাবধান করে দিলেন তিনি। নাক গলিয়ে সবকিছু গুবলেট না পাকাতে দেশটিকে উদ্দেশ করে বার্সা সভাপতি বলেছেন, ‘সৌদি আরবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বার্সা বার্সায় এবং এটি (মেসি) ঘর।’

লিওনেল মেসিকে ছাড়া বার্সেলোনা সর্বশেষ শিরোপা জিতেছিল কবে? প্রশ্নটা দুই দিন আগে করা হলে নিশ্চিতভাবে পরিসংখ্যান ঘাটতে হতো যেকোনো ফুটবল ভক্তকে। এমনকি বার্সা সমর্থকরাও সঠিক উত্তর দিতে পারতেন কিনা সন্দেহ। তবে এখন তারা বুক ফুলিয়ে বলতে পারবেন, গতকালই মেসিকে ছাড়া প্রথম লা লিগা জিতেছে কাতালান জায়ান্টরা। তার আগ পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া তারা সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ১৯৯৮-৯৯ মৌসুমে।
মেসি ক্যাম্প ন্যুয়ে আসার পর শিরোপার জন্য চিন্তা করতে হয়নি বার্সাকে। কিন্তু দুই বছর আগে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিসে চলে যাওয়া ৩৫ বছর বয়সী তারকার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। অবশেষে জাভি কোচ হয়ে ফেরার দ্বিতীয় মৌসুমে লিগ চ্যাম্পিয়ন বার্সা। সেটিও কাতালান ডার্বিতে এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে। চার ম্যাচ হাতে রেখে দ্বিতীয় সর্বোচ্চ ২৭তম লা লিগা জিতেছে বার্সা।
চার বছর পর লিগ জয়ে আবারও চাঙা হয়ে উঠেছে মেসির ঘরে ফেরার আলোচনা। সেই আলোচনার পালে এবার হাওয়া দিলেন স্বয়ং হোয়ান লাপোর্তা। বার্সা সভাপতি জানিয়েছেন, বার্সেলোনা মেসির ঘর।
অবশ্য বেশ কয়েক মাস ধরে মেসির ক্যাম্প ন্যুয়ে ফেরার গুঞ্জন চলছে। লাপোর্তাও সেই কথা জানিয়েছেন আগে। তবে এত সবের পরও কি মেসি পুরোনো ঠিকানায় ফিরবেন? আগামী জুনে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হচ্ছে তাঁর। গুঞ্জন চলছে, নতুন ঠিকানা হিসেবে সৌদি আরবে যেতে পারেন তিনি। কয়দিন আগে পর্যটন দূত হিসেবে সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞাও পান মেসি। এরপর বিশ্ব রেকর্ড অঙ্কের চুক্তিতে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার সৌদি ফুটবল লিগে যাওয়ার গুঞ্জন আরও বাড়ে। দেশটির প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লাপোর্তা চান না মেসি সৌদিতে যাক। তিনি চান, এই গ্রীষ্মে মেসির সঙ্গে পুনরায় চুক্তি করে ঘরে ফেরাতে।
স্প্যানিশ ব্রডকাস্টার টিভি৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেছেন, মেসিকে স্বাক্ষর করাতে যে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বার্সা। তিনি বলেছেন, ‘ইতিহাস আমাদের পেছনে আছে। পৃথিবীজুড়ে আমাদের ৪০০ মিলিয়ন সমর্থকও আছে। সে এখন পিএসজির খেলোয়াড় এবং আমাদের এই মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমরা আরও শান্তভাবে এই ব্যাপারে কথা বলব।’
মেসিকে ফেরানোর ব্যাপারে ইতিবাচক লাপোর্তা সবুজ সংকেতও পেয়েছেন জানান। সেই কারণে বোধ হয় সৌদিকে একটু সাবধান করে দিলেন তিনি। নাক গলিয়ে সবকিছু গুবলেট না পাকাতে দেশটিকে উদ্দেশ করে বার্সা সভাপতি বলেছেন, ‘সৌদি আরবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বার্সা বার্সায় এবং এটি (মেসি) ঘর।’

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২৪ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে