নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কারণে ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেন তিনি। খেলার বাকি অংশ কবে হবে, সেটা ঠিক করবে বাফুফের পেশাদার লিগ কমিটি। তবে আবাহনী লিমিটেড খেলা আজই শেষ করতে চেয়েছিল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ অমীমাংসিত থাকল ফেডারেশন কাপের ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ গোলে ড্র ছিল খেলা। শুরুতে হুয়ান লেসকানোর গোলে বসুন্ধরা কিংস এগিয়ে গেলেও পরে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহীম। দুটো গোলই হয় প্রথমার্ধে। তবে বিরতির পর দ্বিতীয় মিনিটে বাধ সাধে বৃষ্টি। এক ঘণ্টা ১০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। ভেজা মাঠেই আবার খেলা চালান রেফারি সাইমুন হাসান। কিন্তু শেষ আর করতে পারেননি।
রেফারির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘সিদ্ধান্ত রেফারি দিয়েছে। আমরা খেলার জন্য তৈরি ছিলাম। এখানে আলো ছিল কি না সেটা বিবেচনায় নিতে হবে। আমরা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। তাঁরা বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। যে আলো ছিল তাতে খেলা চালানো যেত। আমাদের একজন বেশি নিয়ে খেলার সুবিধা ছিল। আমরা লিগ কমিটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
নির্ধারিত ৯০ মিনিটের পরই খেলা পরিত্যক্ত করার উচিত ছিল বলে মনে করেন বসুন্ধরার টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু। তিনি বলেন, ‘বাইলজে ছিল ৯০ মিনিটের পর খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই আবহাওয়ায় ৩০ মিনিট খেলা যায় না। তারপরও রেফারি বলেছে খেলা চালানো হোক, খেলার পর দেখা যাবে কী হয়। এখানে সব ক্ষমতা রেফারির হাতে। আলোকস্বল্পতা নিয়ে আমাদের অভিযোগ ছিল। রেফারিরও একই অভিযোগ। কিন্তু আবাহনী খেলতে চেয়েছিল। এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল ৯০ মিনিটের পরেই। আবাহনী আমাদের বিপক্ষে ১০ জন নিয়ে খেলে জিতেছে। তাই আমাদের আরও সাহসী হয়ে খেলতে হবে। ১০ জন নিয়ে খেলাতে আমাদের কোনো অসুবিধা নেই।’

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কারণে ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেন তিনি। খেলার বাকি অংশ কবে হবে, সেটা ঠিক করবে বাফুফের পেশাদার লিগ কমিটি। তবে আবাহনী লিমিটেড খেলা আজই শেষ করতে চেয়েছিল।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ অমীমাংসিত থাকল ফেডারেশন কাপের ফাইনাল। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ গোলে ড্র ছিল খেলা। শুরুতে হুয়ান লেসকানোর গোলে বসুন্ধরা কিংস এগিয়ে গেলেও পরে আবাহনীকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহীম। দুটো গোলই হয় প্রথমার্ধে। তবে বিরতির পর দ্বিতীয় মিনিটে বাধ সাধে বৃষ্টি। এক ঘণ্টা ১০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। ভেজা মাঠেই আবার খেলা চালান রেফারি সাইমুন হাসান। কিন্তু শেষ আর করতে পারেননি।
রেফারির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘সিদ্ধান্ত রেফারি দিয়েছে। আমরা খেলার জন্য তৈরি ছিলাম। এখানে আলো ছিল কি না সেটা বিবেচনায় নিতে হবে। আমরা সিদ্ধান্ত দেওয়ার কেউ না। তাঁরা বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। যে আলো ছিল তাতে খেলা চালানো যেত। আমাদের একজন বেশি নিয়ে খেলার সুবিধা ছিল। আমরা লিগ কমিটি সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’
নির্ধারিত ৯০ মিনিটের পরই খেলা পরিত্যক্ত করার উচিত ছিল বলে মনে করেন বসুন্ধরার টেকনিক্যাল ডিরেক্টর জোবায়ের নিপু। তিনি বলেন, ‘বাইলজে ছিল ৯০ মিনিটের পর খেলা হবে অতিরিক্ত ৩০ মিনিট। এই আবহাওয়ায় ৩০ মিনিট খেলা যায় না। তারপরও রেফারি বলেছে খেলা চালানো হোক, খেলার পর দেখা যাবে কী হয়। এখানে সব ক্ষমতা রেফারির হাতে। আলোকস্বল্পতা নিয়ে আমাদের অভিযোগ ছিল। রেফারিরও একই অভিযোগ। কিন্তু আবাহনী খেলতে চেয়েছিল। এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল ৯০ মিনিটের পরেই। আবাহনী আমাদের বিপক্ষে ১০ জন নিয়ে খেলে জিতেছে। তাই আমাদের আরও সাহসী হয়ে খেলতে হবে। ১০ জন নিয়ে খেলাতে আমাদের কোনো অসুবিধা নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১৫ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে