
ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।
চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’
জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।
জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।

ঢাকা: গুঞ্জন চলছিল, খুব শিগগির জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন! অবশেষে গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচ পরই রিয়ালকে বিদায় বলতে যাচ্ছেন জিজু। শোনা যাচ্ছে, ফরাসি বিশ্বকাপজয়ী কিংবদন্তি যোগ দিতে যাচ্ছেন জুভেন্টাসে।
চলতি মৌসুমটা জিদানের কাছে হতাশার এক মৌসুমে পরিণত হয়েছে। চোটজর্জর দলকে সামলাতে যেন ক্লান্ত হয়ে পড়েছেন! ১০ মে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ২-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগে শিরোপার দৌঁড় থেকে ছিটকে যায় রিয়াল। গত সোমবার সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র। মূলত এই ড্রয়েই লা-লিগার শিরোপা জয়ের কঠিন হয়ে ওঠে রিয়ালের। আর এটিই নাকি তাঁর পদত্যাগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শোনা যাচ্ছে। সান মেমিস স্টেডিয়ামে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন, ‘সময় থাকতে থাকতে পদত্যাগ করাই আমার কাছে যুক্তিযুক্ত।’
জিদানের কোচ হয়ে আসার পরই যেন বদলাতে শুরু করে রিয়াল। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ১১টি শিরোপা। এর মধ্যে রয়েছে ২০১৬, ২০১৭, ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ আর ২০১৭ ও ২০২০ লা লিগা শিরোপা।
জিদান যে রিয়াল থেকে এবারই প্রথম পদত্যাগ করেছেন তা নয়, ২০১৮ সালেও একবার করেছিলেন। এক বছর পর ২০১৯ সালে আবারও ফিরে আসেন চেনা ঘরে। রিয়াল লা-লিগার শিরোপা জিতুক আর না জিতুক, এই মৌসুমে কোচের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন জিদান—এটা অনেকটাই নিশ্চিত। তাঁর বিকল্প অবশ্য আগে থেকেই ভেবে রেখেছে রিয়াল। এ তালিকায় সবার ওপরে আছেন রাউল গঞ্জেলস। আরও আছেন ম্যাসিমিলানো অ্যালিগ্রি ও জোয়াকিম লোর মতো তারকা কোচরা।

বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে এসে পৌঁছেছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশ্বকাপের সোনালী ট্রফি।
২৩ মিনিট আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে পুরুষদের খেলা শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও ভুটান। একই দিন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। খেলা দেখা যাবে স্পোর্টজওয়ার্কজ ইউটিউব চ্যানেলে।
১ ঘণ্টা আগে
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
১ ঘণ্টা আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
২ ঘণ্টা আগে