অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের জালে লায়ানসিকা জাসোথারান বল ফেলার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে শ্রীলঙ্কার ডাগ আউট। কে বলবে এই দল এর আগে হজম করেছে ৮ গোল। বড় ব্যবধানে হারের পরও সামান্য প্রাপ্তিটুকু নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে তারা। তাতে অবশ্য ফিকে হয়নি বাংলাদেশের জয়ের আনন্দ।
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুরুটা করেছে ফেবারিটের মতো করেই। ৷ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে ৯-১ গোলে।
আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও মাঠের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। মাঠসংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পিছিয়ে আনা হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল অবস্থা। এবড়োখেবড়ো এই মাঠে আসরের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে সেই মুনকির শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান ৩-০ হতে পারত।
২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে স্বপ্নার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা ৷ এক মিনিট পর বক্সের ভেতর তাঁর নেওয়া শট ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। গোলের সুযোগ এসেছিল বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারের সামনেও। কিন্তু ৩১ মিনিটে বক্সের ভেতর থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনি।
৩৩ মিনিটে উমেলা মারমার দুর্দান্ত এক পাসকে গোলে রূপ দিতে পারেননি সাগরিকা। ৩৭ মিনিটে অবশেষে গোলের দেখা পান তিনি। সিনহা জাহান শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। বল তাঁর পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। ফাঁকা জালে বল ফেলতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।
বিরতির পর ৪৮ মিনিটে সাগরিকার কাট ব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মুনকি। ৫০ মিনিটে শান্তি মার্দির ক্রসে পা লাগিয়ে জাল খুঁজে নেন শিখা। ৫৩ মিনিটে বন্যা খাতুনের পাস থেকে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন সাগরিকা। ৫৯ মিনিটে হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন এই ফরোয়ার্ড। পূজা দাসের কাট ব্যাক প্রথম স্পর্শেই কাজে লাগান তিনি।
৮৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান রুপা আক্তার। বন্যা খাতুনের কর্নার ক্লিয়ারের চেষ্টা করেন শ্রীলঙ্কান গাগানি সেল্লাপেরুমাগে। কিন্তু উল্টো বল চলে যায় বক্সের ভেতর থাকা রুপার কাছে। দারুণ শটে দলের হয়ে অষ্টম গোলটি করেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওয়ান টু ওয়ান শটে শ্রীলঙ্কাকে গোল এনে দেন জাসোথারান। বাংলাদেশের শেষ গোলটি করেন শান্তি মার্দি।

বাংলাদেশের জালে লায়ানসিকা জাসোথারান বল ফেলার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে শ্রীলঙ্কার ডাগ আউট। কে বলবে এই দল এর আগে হজম করেছে ৮ গোল। বড় ব্যবধানে হারের পরও সামান্য প্রাপ্তিটুকু নিয়ে তৃপ্তির ঢেকুর তুলছে তারা। তাতে অবশ্য ফিকে হয়নি বাংলাদেশের জয়ের আনন্দ।
অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শুরুটা করেছে ফেবারিটের মতো করেই। ৷ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়েছে ৯-১ গোলে।
আন্তর্জাতিক টুর্নামেন্ট হলেও মাঠের চিত্র দেখে তা বোঝার উপায় ছিল না। মাঠসংক্রান্ত জটিলতার কারণে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ে পিছিয়ে আনা হয় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল অবস্থা। এবড়োখেবড়ো এই মাঠে আসরের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধেই শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে সেই মুনকির শট পোস্টে লেগে ফিরে না এলে ব্যবধান ৩-০ হতে পারত।
২৯ মিনিটে বাঁ প্রান্ত থেকে স্বপ্নার ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা ৷ এক মিনিট পর বক্সের ভেতর তাঁর নেওয়া শট ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। গোলের সুযোগ এসেছিল বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকারের সামনেও। কিন্তু ৩১ মিনিটে বক্সের ভেতর থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনি।
৩৩ মিনিটে উমেলা মারমার দুর্দান্ত এক পাসকে গোলে রূপ দিতে পারেননি সাগরিকা। ৩৭ মিনিটে অবশেষে গোলের দেখা পান তিনি। সিনহা জাহান শিখার ক্রস আটকাতে এগিয়ে আসেন থারুশিকা। বল তাঁর পায়ের ফাঁক দিয়ে চলে যায় সাগরিকার কাছে। ফাঁকা জালে বল ফেলতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।
বিরতির পর ৪৮ মিনিটে সাগরিকার কাট ব্যাক থেকে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মুনকি। ৫০ মিনিটে শান্তি মার্দির ক্রসে পা লাগিয়ে জাল খুঁজে নেন শিখা। ৫৩ মিনিটে বন্যা খাতুনের পাস থেকে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন সাগরিকা। ৫৯ মিনিটে হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন এই ফরোয়ার্ড। পূজা দাসের কাট ব্যাক প্রথম স্পর্শেই কাজে লাগান তিনি।
৮৫ মিনিটে গোলের খাতায় নাম লেখান রুপা আক্তার। বন্যা খাতুনের কর্নার ক্লিয়ারের চেষ্টা করেন শ্রীলঙ্কান গাগানি সেল্লাপেরুমাগে। কিন্তু উল্টো বল চলে যায় বক্সের ভেতর থাকা রুপার কাছে। দারুণ শটে দলের হয়ে অষ্টম গোলটি করেন তিনি।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ওয়ান টু ওয়ান শটে শ্রীলঙ্কাকে গোল এনে দেন জাসোথারান। বাংলাদেশের শেষ গোলটি করেন শান্তি মার্দি।

হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
১ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৩ ঘণ্টা আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৩ ঘণ্টা আগে