
মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দুই ক্লাবকেই পেছনে ফেলে সর্বশেষ মৌসুমে লা-লিগার শিরোপা গেছে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরে। মৌসুমবিরতিতে তাই মাঠের লড়াই হওয়ার কথা নয়। লড়াইটা আসলে মাঠের বাইরে, সেখানে বার্সাকে টপকেছে রিয়াল।
বার্সা-রিয়াল এই দুই স্প্যানিশ জায়ান্টকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। দিনে দিনে ভক্ত-সমর্থকদের সঙ্গে সেতুবন্ধের মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেরই একটি অনুষঙ্গ ইনস্টাগ্রামে বার্সাকে হারিয়ে প্রথম হয়েছে রিয়াল। খেলার জগতে কোনো প্রতিষ্ঠানের ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি অনুসারী ছিল না এত দিন। বিশ্বের প্রথম খেলাধুলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১০০ মিলিয়ন অনুসারীর সংখ্যা ছুঁয়েছে রিয়াল। কাছাকাছি ছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা। কাতালানদের ফলোয়ারের সংখ্যা এখন ৯৭ দশমিক ৮ মিলিয়ন।
ফেসবুকেও খেলাধুলার প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১০০ মিলিয়ন অনুসারী ছুঁয়েছিল রিয়াল। ২০১৭ সালের আগস্টে এই মাইলফলক স্পর্শ করে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এখন তাদের অনুসারী ১১১ মিলিয়ন। টুইটারে ক্লাবটির অনুসারীর সংখ্যা ৩৭ দশমিক ৬ মিলিয়ন।
ইনস্টাগ্রামে খবরটি সমর্থকদের জানিয়ে রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, 'আমরা ইতিহাস গড়তে কখনোই পিছিয়ে থাকব না।' এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘সর্বশেষ মাইলফলকটি আমাদের ধারাবাহিক এগিয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী আমাদের ক্লাবের জনপ্রিয়তারই প্রমাণ দেয়।’
ক্লাবের সঙ্গে থাকায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে রিয়াল। বিবৃতিতে তারা আরও লিখেছে, ‘ক্লাবের প্রতি বিশ্বাস রাখায় আপনাদের ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আমাদের ডিজিটাল মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের এই চেষ্টাটাই সমর্থক ও ক্লাবের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করি।’

মাঠের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা দুই ক্লাবকেই পেছনে ফেলে সর্বশেষ মৌসুমে লা-লিগার শিরোপা গেছে অ্যাথলেটিকো মাদ্রিদের ঘরে। মৌসুমবিরতিতে তাই মাঠের লড়াই হওয়ার কথা নয়। লড়াইটা আসলে মাঠের বাইরে, সেখানে বার্সাকে টপকেছে রিয়াল।
বার্সা-রিয়াল এই দুই স্প্যানিশ জায়ান্টকে নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। দিনে দিনে ভক্ত-সমর্থকদের সঙ্গে সেতুবন্ধের মাধ্যম হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেরই একটি অনুষঙ্গ ইনস্টাগ্রামে বার্সাকে হারিয়ে প্রথম হয়েছে রিয়াল। খেলার জগতে কোনো প্রতিষ্ঠানের ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি অনুসারী ছিল না এত দিন। বিশ্বের প্রথম খেলাধুলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে ১০০ মিলিয়ন অনুসারীর সংখ্যা ছুঁয়েছে রিয়াল। কাছাকাছি ছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা। কাতালানদের ফলোয়ারের সংখ্যা এখন ৯৭ দশমিক ৮ মিলিয়ন।
ফেসবুকেও খেলাধুলার প্রথম প্রতিষ্ঠান হিসেবে ১০০ মিলিয়ন অনুসারী ছুঁয়েছিল রিয়াল। ২০১৭ সালের আগস্টে এই মাইলফলক স্পর্শ করে স্প্যানিশ ক্লাবটি। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এখন তাদের অনুসারী ১১১ মিলিয়ন। টুইটারে ক্লাবটির অনুসারীর সংখ্যা ৩৭ দশমিক ৬ মিলিয়ন।
ইনস্টাগ্রামে খবরটি সমর্থকদের জানিয়ে রিয়াল কর্তৃপক্ষ লিখেছে, 'আমরা ইতিহাস গড়তে কখনোই পিছিয়ে থাকব না।' এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘সর্বশেষ মাইলফলকটি আমাদের ধারাবাহিক এগিয়ে যাওয়া এবং বিশ্বব্যাপী আমাদের ক্লাবের জনপ্রিয়তারই প্রমাণ দেয়।’
ক্লাবের সঙ্গে থাকায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে রিয়াল। বিবৃতিতে তারা আরও লিখেছে, ‘ক্লাবের প্রতি বিশ্বাস রাখায় আপনাদের ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত আমাদের ডিজিটাল মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের এই চেষ্টাটাই সমর্থক ও ক্লাবের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে