ক্রীড়া ডেস্ক

২০১১ সালে প্রথমবারের ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলার সঙ্গে লিওনেল মেসিদের একটা ম্যাচের আয়োজন করেছিল তারা। ১-০ গোলে সেবার জিতেছিল আর্জেন্টিনাই। ভারতের মাঠে খেলে বাংলাদেশ সফরেও এসেছিল তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়াকে মেসিরা হারিয়েছিল ৩-১ গোলে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আবারও ভারত সফর পর করবে আর্জেন্টিনা ফুটবল। ২০২৫ সালে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতে যাবে দুটি প্রীতি ম্যাচ খেলতে। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান তথ্য জানিয়েছেন। কার বিপক্ষে খেলবেন মেসিরা—সময় সূচি নির্ধারণ করতে দ্রুতই কেরালা সরকার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা আলোচনায় বসবেন। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা।
গতকাল এক সংবাদ সম্মেলনে কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান বলেছেন, ‘আর্জেন্টিনা বিশ্বের সেরা ফুটবল দল এবং তাদেরকে রেখে আগামী বছর দুটি ম্যাচ হবে। কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং অন্যান্য ব্যবসায়ী সংস্থাগুলোর আর্থিক সহায়তায় (রাজ্য) সরকার ম্যাচগুলোর আয়োজন করবে। মেসিও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।’
আবদুরাহিমান জানিয়েছেন আগামী দেড় মাসের মধ্যে এএফএর প্রতিনিধি দল পর্যবেক্ষণে আসবে কেরালায়। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এএফএ থেকে একটি প্রতিনিধি দল আগামী ৪৫ দিনের মধ্যে কেরালা সফর করবে এবং আমরা একসঙ্গে ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। এএফএ সূচি এবং প্রতিপক্ষ ঘোষণা করবে। তারা বিভিন্ন ভেন্যু পরিদর্শন করবে। অন্তত ৫০ হাজার সমর্থক ধারণ করতে পারে এমন একটি মাঠ আমরা বেছে নেবে।’
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সামাজিক যোগাযোগমাধ্যমে একই বার্তা দেন। এক্সে তিনি লেখেন, ‘কেরালা ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর কেরালায় আসছে। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের চেষ্টা ও আর্জেন্টিনার সহায়তায়।’
আবদুরাহিমান জানিয়েছেন, ম্যাচটির নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে থাকবে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে এখানে ফুটবল ব্যাপকভাবে বিস্তার ঘটেছে। আর্জেন্টিনাকে এনে সেটি আরও বাড়াতে চান তাঁরা।

২০১১ সালে প্রথমবারের ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ভেনেজুয়েলার সঙ্গে লিওনেল মেসিদের একটা ম্যাচের আয়োজন করেছিল তারা। ১-০ গোলে সেবার জিতেছিল আর্জেন্টিনাই। ভারতের মাঠে খেলে বাংলাদেশ সফরেও এসেছিল তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাইজেরিয়াকে মেসিরা হারিয়েছিল ৩-১ গোলে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আবারও ভারত সফর পর করবে আর্জেন্টিনা ফুটবল। ২০২৫ সালে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল ভারতে যাবে দুটি প্রীতি ম্যাচ খেলতে। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান তথ্য জানিয়েছেন। কার বিপক্ষে খেলবেন মেসিরা—সময় সূচি নির্ধারণ করতে দ্রুতই কেরালা সরকার ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তারা আলোচনায় বসবেন। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা।
গতকাল এক সংবাদ সম্মেলনে কেরালা রাজ্য সরকারের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান বলেছেন, ‘আর্জেন্টিনা বিশ্বের সেরা ফুটবল দল এবং তাদেরকে রেখে আগামী বছর দুটি ম্যাচ হবে। কেরালা গোল্ড অ্যান্ড সিলভার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং অন্যান্য ব্যবসায়ী সংস্থাগুলোর আর্থিক সহায়তায় (রাজ্য) সরকার ম্যাচগুলোর আয়োজন করবে। মেসিও এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।’
আবদুরাহিমান জানিয়েছেন আগামী দেড় মাসের মধ্যে এএফএর প্রতিনিধি দল পর্যবেক্ষণে আসবে কেরালায়। কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এএফএ থেকে একটি প্রতিনিধি দল আগামী ৪৫ দিনের মধ্যে কেরালা সফর করবে এবং আমরা একসঙ্গে ম্যাচগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। এএফএ সূচি এবং প্রতিপক্ষ ঘোষণা করবে। তারা বিভিন্ন ভেন্যু পরিদর্শন করবে। অন্তত ৫০ হাজার সমর্থক ধারণ করতে পারে এমন একটি মাঠ আমরা বেছে নেবে।’
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও সামাজিক যোগাযোগমাধ্যমে একই বার্তা দেন। এক্সে তিনি লেখেন, ‘কেরালা ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর কেরালায় আসছে। এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের চেষ্টা ও আর্জেন্টিনার সহায়তায়।’
আবদুরাহিমান জানিয়েছেন, ম্যাচটির নিরাপত্তা ও আয়োজনের দায়িত্বে থাকবে রাজ্য সরকার। গত কয়েক বছর ধরে এখানে ফুটবল ব্যাপকভাবে বিস্তার ঘটেছে। আর্জেন্টিনাকে এনে সেটি আরও বাড়াতে চান তাঁরা।

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১৭ মিনিট আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৩ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৪ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৫ ঘণ্টা আগে