Ajker Patrika

ছয় বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন আলী

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯: ৪০
ছয় বছর বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন আলী

খুব বেশি দিন আলোর নিচের থাকা হয়নি ডেলে আলীর। হুট করেই ফর্ম হারিয়ে বসেন। ইংল্যান্ডের মাঝমাঠে স্টিভেন জেরার্ড-ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল তাঁকে। কিন্তু নিজের সেরা সময় হারিয়ে বসা আলী এভারটন থেকে ধারে গত মৌসুম খেলেছেন তুরস্কের ক্লাব বেসিকতাসে।

তবে এই পর্যন্ত আসার রাস্তাটা মোটেও মসৃণ ছিল না তাঁর। ছোটবেলায় যেভাবে তাঁকে লড়াই করতে হয়েছে, সেই ঘটনা শুনলে যে কেউ আঁতকে উঠবেন। সম্প্রতি সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলকে আলী এক সাক্ষাৎকার দিতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। জানান, ছোটবেলায় যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। 

আলী জানিয়েছেন, ছয় বছর বয়সে তিনি শারীরিকভাবে উৎপীড়নের শিকার হন। সাত বছর বয়সে ধূমপান শুরু করেন। আট বছর বয়সে মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়েন। ১২ বছর বয়সে তাঁকে এক পরিবার দত্তক নেয়। 

গ্যারি নেভিলের ইউটিউব চ্যানেল দ্য ওভারল্যাপে আলী বলেছেন, ‘যখন আমি তুরস্ক থেকে ফিরলাম, জানতে পারি আমার অস্ত্রোপচার করতে হবে। তখন মানসিকভাবে আমার খারাপ অবস্থা ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মানসিক স্বাস্থ্যের জন্য আধুনিক পুনর্বাসন সুবিধা নেওয়ার। তারা আসক্তি, মানসিক স্বাস্থ্য ও ট্রমা নিয়ে কাজ করে।’ 

সাক্ষাৎকার দেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়া আলীকে সান্ত্বনা দিচ্ছেন গ্যারি নেভিলআলী জানান, তিন সপ্তাহ আগে তিনি পুনর্বাসনকেন্দ্র থেকে ফিরেছেন। এরপরই পডকাস্টে তিনি ছোটবেলার দুঃসহ স্মৃতি উগরে দেন। ছোটবেলায় শারীরিকভাবে নির্যাতনের শিকার হওয়ার ব্যাপারে বলেন, ‘আমি যখন ছোট ছিলেন তখন আমার সঙ্গে অনেক কিছু ঘটেছিল, যা কখনই বুঝতে এবং বোঝাতে পারিনি এবং এটি আমাকে সামনে পা বাড়াতে সহায়তা করেছিল।’ 

আলী বলেন, ‘শৃঙ্খলা শেখার জন্য আমাকে আফ্রিকা পাঠানোর আগে শারীরিক উৎপীড়নের শিকার হয়েছিলাম। সাত বছর বয়সে ধূমপান শুরু করি, ৮ বছর বয়স মাদক কারবারে জড়িয়ে পড়ি। ১১ বছর বয়সে এক লোক আমাকে সেতুতে ঝুলিয়ে দিয়েছিল। ১২ বছর বয়সে আমাকে চমৎকার এক পরিবার দত্তক নেয়। তারা আমার জন্য যা করেছে তার জন্য আর কারও কাছে এত কিছু চাইতে পারতাম না। যদি ঈশ্বর মানুষ সৃষ্টি করেন, তাহলে তারাই সেই সৃষ্টি।’ 

বর্তমানে আলীর বয়স ২৭। ঘুমের ওষুধ নেওয়া ও মানসিক স্বাস্থ্যের জন্য সম্প্রতি তিনি ছয় সপ্তাহ পুনর্বাসন কেন্দ্রে কাটিয়েছেন। আলী ছিলেন তরুণ সম্ভাবনাময়ী ফুটবলারদের একজন। ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সেমিফাইনালে খেলেছেন তিনি। ২০১৯ সালে টটেনহামকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতেও বড় ভূমিকা রাখেন। স্পার্সদের ছেড়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এভারটনে যোগ দেন আলী। সেখান থেকে ধারে এক মৌসুম কাটান বেসিকতাসে। ইংল্যান্ডের জার্সিতে ২০১৫-১৯ পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন আলী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অবিলম্বে চালু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ