ক্রীড়া ডেস্ক

শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালেভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট সিরি আতে মুখোমুখি হয়েছে সান্তোস-জুভেন্তুদ। সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে তখন অনুশীলনে ব্যস্ত সান্তোসের ফুটবলাররা। খেলা দেখতে এসেছেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি, কন্যা মাভি, বিয়ানকার্দির বাবা এবং তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। কন্যার টানে নেইমার ছুটে যান গ্যালারির দিকে। কন্যা মাভির গালে চুমু খেয়ে মাঠে ফিরে এসেই ব্রাজিলের ফরোয়ার্ড দেখিয়েছেন ঝলক। নেইমারের জোড়া গোলে সান্তোস জিতেছে ৩-১ গোলে।
সান্তোসের হয়ে খেললেও ব্রাজিল দলে নেইমার যেন ‘অমাবস্যার চাঁদ’। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ তিনি খেলেছেন ২০২৩-এর অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের পর ব্রাজিল গত বছর কোপা আমেরিকা খেলেছে। তবে নেইমার যে নিয়মিতই চোটে আক্রান্ত হয়ে থাকেন। যার ফলে গত বছর কোপা আমেরিকার পাশাপাশি এ বছর কলম্বিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বেও খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ব্রাজিলের পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমার খেলার ধরন সবাই জানে। এখন আমাকে পাওয়া যাবে। ভালো বোধ করছি। সিদ্ধান্তটা এখন তাদের।’
সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে সান্তোস-জুভেন্তুদ ম্যাচ দেখতে এসেছেন প্রায় ৩৮ হাজার দর্শক। ৩৭ মিনিটে জুভেন্তুদের গোলরক্ষক রুয়ান দি সোউসা কার্নেইরো প্রথমে গোল ঠেকিয়েছেন। ফিরতি সুযোগে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নেইমার। ৪০ মিনিটে সান্তোসের দ্বিতীয় গোল করেন আলভারো ব্যারেয়াল। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে ব্যবধান কমান জুভেন্তুদ ডিফেন্ডার উইল্কার অ্যাঞ্জেল। প্রথমার্ধ ২-১ গোলে শেষ করা সান্তোসের তৃতীয় গোলের জন্য একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এ জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে নেইমারের দল। আর এ বছরের ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে তিনি করলেন ৬ গোল।
৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে রিও ডি জেনিরোয় শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। এরপর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৫টায় এল আলতো মিউনিসিপাল স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ। ব্রাজিলের এই দুটি ম্যাচই বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আজ সান্তোসের ম্যাচের পর নেইমার সরাসরি না বললেও জাতীয় দলে ফেরার ইঙ্গিত তো দিয়েছেন। ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পরও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না নেইমার। জোড়া গোল তো দূরে থাক, ব্রাজিলের ফরোয়ার্ড গোলই পেতেন কালেভদ্রে। অবশেষে আজ সান্তোসের জার্সিতে করলেন জোড়া গোল। তাঁর এমন পারফরম্যান্সে ভক্ত-সমর্থকেরা স্বাভাবিকভাবেই ব্রাজিলের জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছেন।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রাজিলের ঘরোয়া টুর্নামেন্ট সিরি আতে মুখোমুখি হয়েছে সান্তোস-জুভেন্তুদ। সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে তখন অনুশীলনে ব্যস্ত সান্তোসের ফুটবলাররা। খেলা দেখতে এসেছেন নেইমারের বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি, কন্যা মাভি, বিয়ানকার্দির বাবা এবং তাঁদের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। কন্যার টানে নেইমার ছুটে যান গ্যালারির দিকে। কন্যা মাভির গালে চুমু খেয়ে মাঠে ফিরে এসেই ব্রাজিলের ফরোয়ার্ড দেখিয়েছেন ঝলক। নেইমারের জোড়া গোলে সান্তোস জিতেছে ৩-১ গোলে।
সান্তোসের হয়ে খেললেও ব্রাজিল দলে নেইমার যেন ‘অমাবস্যার চাঁদ’। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ তিনি খেলেছেন ২০২৩-এর অক্টোবরে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের পর ব্রাজিল গত বছর কোপা আমেরিকা খেলেছে। তবে নেইমার যে নিয়মিতই চোটে আক্রান্ত হয়ে থাকেন। যার ফলে গত বছর কোপা আমেরিকার পাশাপাশি এ বছর কলম্বিয়া, আর্জেন্টিনা, ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বেও খেলতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ব্রাজিলের পরের ম্যাচ ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে। আন্তর্জাতিক ফুটবলে ফেরার ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘আমার খেলার ধরন সবাই জানে। এখন আমাকে পাওয়া যাবে। ভালো বোধ করছি। সিদ্ধান্তটা এখন তাদের।’
সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে সান্তোস-জুভেন্তুদ ম্যাচ দেখতে এসেছেন প্রায় ৩৮ হাজার দর্শক। ৩৭ মিনিটে জুভেন্তুদের গোলরক্ষক রুয়ান দি সোউসা কার্নেইরো প্রথমে গোল ঠেকিয়েছেন। ফিরতি সুযোগে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন নেইমার। ৪০ মিনিটে সান্তোসের দ্বিতীয় গোল করেন আলভারো ব্যারেয়াল। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে ব্যবধান কমান জুভেন্তুদ ডিফেন্ডার উইল্কার অ্যাঞ্জেল। প্রথমার্ধ ২-১ গোলে শেষ করা সান্তোসের তৃতীয় গোলের জন্য একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে। ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। এ জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে নেইমারের দল। আর এ বছরের ফেব্রুয়ারিতে সান্তোসে ফেরার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে তিনি করলেন ৬ গোল।
৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে রিও ডি জেনিরোয় শুরু হবে ব্রাজিল-চিলি ম্যাচ। এরপর বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল খেলবে ১০ সেপ্টেম্বর। বাংলাদেশ সময় ভোররাত সাড়ে ৫টায় এল আলতো মিউনিসিপাল স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল-বলিভিয়া ম্যাচ। ব্রাজিলের এই দুটি ম্যাচই বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত। আজ সান্তোসের ম্যাচের পর নেইমার সরাসরি না বললেও জাতীয় দলে ফেরার ইঙ্গিত তো দিয়েছেন। ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৫ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৬ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৭ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৭ ঘণ্টা আগে