
প্রথম লেগে প্যারিস সফর থেকে জিতে ফিরেছে বার্সেলোনা। আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে ড্র করলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে জাভি হার্নান্দেজের শিষ্যদের।
তবে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিকে ‘যুদ্ধ’ বলে মনে করছে কাতালোনিয়ানরা। আর সেই যুদ্ধে জিতে বড় কিছু করতে চায় তারা। গত রাতে লা লিগায় কাদিজের বিপক্ষে তাদের মাঠে করা হোয়াও ফেলিক্সের দুর্দান্ত ওভারহেড কিক গোলে ১-০ গোলে জিতেছে বার্সা।
সেই জয়ে লা লিগার শিরোপার দৌড়েও টিকে থাকল জাভির দল। এই জয়কে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মনে করছেন ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘মঙ্গলবার (পিএসজির বিপক্ষে) আমাদের যুদ্ধ আছে। আমরা বড় কিছু করতে চাই। ম্যাচটিতেই এ মৌসুমের সেরাটা দিতে হবে আমাদের।’
অবনমন অঞ্চলের দল কাদিজের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সা। ৩৭ মিনিটে ফেলিক্সের ওভারহেড গোলে লিড নেয় তারা। সেই গোলে নিশ্চিত করে জয়। জয় এনে দেওয়ায় পর্তুগিজ শিষ্যকে প্রশংসা করে জাভি বলেছেন, ‘ফেলিক্স খুবই প্রতিভাবান খেলোয়াড়। সে অসাধারণ খেলেছে।’
পিএসজির বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে রাফিনহার জোড়া গোলে ৩-২ ব্যবধানে জেতে বার্সা। ফিরতি লেগে ড্র করলেই ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করবে কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মাঠে যাওয়ার আগে জয়ে প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদও। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে দুই দল ড্র করেছিল ৩-৩ গোলে। গত রাতে অরেলিয়েঁ চুয়ামেনির গোলে মায়োর্কাকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ আতোয়ান গ্রিজমানের জোড়া গোলে ৩-১ গোলে হারিয়েছে জিরোনাকে। এই জয়ে লিগে ৩১ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে চারে ডিয়েগো সিমিওনের দল। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে তিনে জিরোনা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৭৮। ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা।

প্রথম লেগে প্যারিস সফর থেকে জিতে ফিরেছে বার্সেলোনা। আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগে ড্র করলেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে জাভি হার্নান্দেজের শিষ্যদের।
তবে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের ম্যাচটিকে ‘যুদ্ধ’ বলে মনে করছে কাতালোনিয়ানরা। আর সেই যুদ্ধে জিতে বড় কিছু করতে চায় তারা। গত রাতে লা লিগায় কাদিজের বিপক্ষে তাদের মাঠে করা হোয়াও ফেলিক্সের দুর্দান্ত ওভারহেড কিক গোলে ১-০ গোলে জিতেছে বার্সা।
সেই জয়ে লা লিগার শিরোপার দৌড়েও টিকে থাকল জাভির দল। এই জয়কে যুদ্ধের প্রস্তুতি হিসেবে মনে করছেন ৪৪ বছর বয়সী স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘মঙ্গলবার (পিএসজির বিপক্ষে) আমাদের যুদ্ধ আছে। আমরা বড় কিছু করতে চাই। ম্যাচটিতেই এ মৌসুমের সেরাটা দিতে হবে আমাদের।’
অবনমন অঞ্চলের দল কাদিজের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সা। ৩৭ মিনিটে ফেলিক্সের ওভারহেড গোলে লিড নেয় তারা। সেই গোলে নিশ্চিত করে জয়। জয় এনে দেওয়ায় পর্তুগিজ শিষ্যকে প্রশংসা করে জাভি বলেছেন, ‘ফেলিক্স খুবই প্রতিভাবান খেলোয়াড়। সে অসাধারণ খেলেছে।’
পিএসজির বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে রাফিনহার জোড়া গোলে ৩-২ ব্যবধানে জেতে বার্সা। ফিরতি লেগে ড্র করলেই ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার সেমিফাইনাল নিশ্চিত করবে কাতালান জায়ান্টরা।
চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির মাঠে যাওয়ার আগে জয়ে প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদও। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে দুই দল ড্র করেছিল ৩-৩ গোলে। গত রাতে অরেলিয়েঁ চুয়ামেনির গোলে মায়োর্কাকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ আতোয়ান গ্রিজমানের জোড়া গোলে ৩-১ গোলে হারিয়েছে জিরোনাকে। এই জয়ে লিগে ৩১ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে চারে ডিয়েগো সিমিওনের দল। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে তিনে জিরোনা। শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট ৭৮। ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১৯ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে