ক্রীড়া ডেস্ক

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন। তবে দলের প্রয়োজনে ৯ মাস পর অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন মার্তা ভিয়েইরা দা সিলভা।
গত বছরের এপ্রিলেই অবসরের ঘোষণা দেন মার্তা। প্যারিস অলিম্পিকে শিরোপা নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। মার্তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও হয়েছিল তখন চোখের জলে। জাতীয় দলের অধ্যায়কে ইতি টানলেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছিলেন ৩৯ বছর বয়সী এ তারকা। নতুন খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রত্যাবর্তন হবে মেয়েদের ফুটবলে রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৩০ মে ও ২ জুন সাও পাওলোতে জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাপান। ওই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্থার ইলিয়াস। ব্রাজিল কোচের ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা। আগামী জুলাইয়ে আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। হয়তো মহাদেশীয় সেরার টুর্নামেন্টে আবার দেখা যেতে পারে মার্তাকে।
মার্তাকে ফেরানোর ব্যাপারে ব্রাজিল নারী ফুটবল দলের কোচ আর্থার ইলিয়াস বলেছেন, ‘আমি ওর (মার্তার) সঙ্গে সম্প্রতি কথা বলেছি। ও যতদিন (ক্লাব ফুটবলে) সর্বোচ্চ স্তরে খেলে যাচ্ছে, তত দিন সেলেসাওদের সাহায্য করতে প্রস্তুত। যেটা সে আগেও করেছে।’ তিনি যোগ করেন, ‘ (মাঠে) ওর উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ সে।’ মার্তা ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ২০৪ ম্যাচে ১১৯ গোল করেছেন।

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন। তবে দলের প্রয়োজনে ৯ মাস পর অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরেছেন মার্তা ভিয়েইরা দা সিলভা।
গত বছরের এপ্রিলেই অবসরের ঘোষণা দেন মার্তা। প্যারিস অলিম্পিকে শিরোপা নির্ধারণী ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। মার্তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটাও হয়েছিল তখন চোখের জলে। জাতীয় দলের অধ্যায়কে ইতি টানলেও পেশাদার ফুটবল চালিয়ে যাচ্ছিলেন ৩৯ বছর বয়সী এ তারকা। নতুন খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ মে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রত্যাবর্তন হবে মেয়েদের ফুটবলে রেকর্ড ছয়বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ৩০ মে ও ২ জুন সাও পাওলোতে জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাপান। ওই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আর্থার ইলিয়াস। ব্রাজিল কোচের ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্তা। আগামী জুলাইয়ে আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। হয়তো মহাদেশীয় সেরার টুর্নামেন্টে আবার দেখা যেতে পারে মার্তাকে।
মার্তাকে ফেরানোর ব্যাপারে ব্রাজিল নারী ফুটবল দলের কোচ আর্থার ইলিয়াস বলেছেন, ‘আমি ওর (মার্তার) সঙ্গে সম্প্রতি কথা বলেছি। ও যতদিন (ক্লাব ফুটবলে) সর্বোচ্চ স্তরে খেলে যাচ্ছে, তত দিন সেলেসাওদের সাহায্য করতে প্রস্তুত। যেটা সে আগেও করেছে।’ তিনি যোগ করেন, ‘ (মাঠে) ওর উপস্থিতি দলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া মাঠের বাইরেও গুরুত্বপূর্ণ সে।’ মার্তা ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের হয়ে ২০৪ ম্যাচে ১১৯ গোল করেছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে