
ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, আর্জেন্টিনায় আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। এ কথার পর থেকে কাতার বিশ্বকাপের পর মেসির অবসরে যাওয়া নিয়ে ফিসফাস শুরু হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তাই প্রশ্নটার মুখোমুখি হতে হতো তাঁকে। প্রশ্নটা অবসর নিয়ে নয়, তাহলে আর্জেন্টিনায় কি শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি?
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ আছে আর দুটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে তাদের মাঠে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। উত্তরটা মেসির কাছ থেকেই শোনা যাক, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। সামনে যা আছে সেটা নিয়েই আপাতত ভাবছি। সামনে এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
খেলোয়াড়ের নাম মেসি বলেই এই আলোচনা সহজে থামার নয়। সেটা নিশ্চয়ই তিনিও জানেন। আগামী দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কী ভাবছেন, সেটা স্পষ্ট না করলেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। দলের কোচ স্কালোনি যে অমূলক কিছু বলেননি, সেটা মেসির পরের কথায় পরিষ্কার, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
সেটা হতে পারে অবসর। হতে পারে অন্য কিছু। তবে আর্জেন্টিনায় সময়টা যে ভালো কাটিয়েছেন সেটা নিয়ে কোনো রহস্য রাখেননি মেসি, ‘কোপা আমেরিকা জয়ের আগ থেকেই সময়টা ভালো কাটছে। প্রতিবার আর্জেন্টিনায় এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায়, তাতে হৃদয়টা উষ্ণ হয়ে যায়। এটা দারুণ এক অনুভূতি।’

ভেনেজুয়েলার বিপক্ষে গত রাতের ম্যাচের আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছিলেন, আর্জেন্টিনায় আর্জেন্টিনার হয়ে এটিই লিওনেল মেসির শেষ ম্যাচ। এ কথার পর থেকে কাতার বিশ্বকাপের পর মেসির অবসরে যাওয়া নিয়ে ফিসফাস শুরু হয়। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ শেষে তাই প্রশ্নটার মুখোমুখি হতে হতো তাঁকে। প্রশ্নটা অবসর নিয়ে নয়, তাহলে আর্জেন্টিনায় কি শেষ ম্যাচটা খেলে ফেললেন মেসি?
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ম্যাচ আছে আর দুটি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি হবে তাদের মাঠে। বিশ্বকাপের আগে আর্জেন্টিনায় আর কোনো ম্যাচ নেই আলবিসেলেস্তেদের। উত্তরটা মেসির কাছ থেকেই শোনা যাক, ‘(এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না) আমি জানি না, সত্যিই জানি না। সামনে যা আছে সেটা নিয়েই আপাতত ভাবছি। সামনে এখন ইকুয়েডর। এরপর জুন ও সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে আমাদের।’
খেলোয়াড়ের নাম মেসি বলেই এই আলোচনা সহজে থামার নয়। সেটা নিশ্চয়ই তিনিও জানেন। আগামী দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কী ভাবছেন, সেটা স্পষ্ট না করলেও একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন। দলের কোচ স্কালোনি যে অমূলক কিছু বলেননি, সেটা মেসির পরের কথায় পরিষ্কার, ‘বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাবব। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে।’
সেটা হতে পারে অবসর। হতে পারে অন্য কিছু। তবে আর্জেন্টিনায় সময়টা যে ভালো কাটিয়েছেন সেটা নিয়ে কোনো রহস্য রাখেননি মেসি, ‘কোপা আমেরিকা জয়ের আগ থেকেই সময়টা ভালো কাটছে। প্রতিবার আর্জেন্টিনায় এলে সবাই যেভাবে অভ্যর্থনা জানায়, তাতে হৃদয়টা উষ্ণ হয়ে যায়। এটা দারুণ এক অনুভূতি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৪৪ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে