Ajker Patrika

এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজের উপহাস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৮: ১৭
এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজের উপহাস

‘কাটা ঘায়ে যেন নুনের ছিটা’ দিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এমনিতে ফাইনালে হেরে কিলিয়ান এমবাপ্পের মন ভীষণ খারাপ। এমন কঠিন মুহূর্তেই আবার তাঁকে নিয়ে উপহাস করলেন আর্জেন্টিনা গোলরক্ষক।

৩৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাই ফাইনাল শেষে ড্রেসিংরুমে নাচে-গানে মুহূর্তটি উপভোগ করবেন লিওনেল মেসি-মার্তিনেজরা, এটাই স্বাভাবিক ঘটনা। তবে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দ উপভোগ করার সময় এমবাপ্পেকে খোঁচা মারতে ছাড়লেন না মার্তিনেজ। 

ড্রেসিংরুমে হঠাৎ নাচ-গান থামিয়ে দেন মার্তিনেজ। পরে সতীর্থদের বলে ওঠেন এবার এক মিনিটের নীরবতা হবে। কয়েক সেকেন্ড পরে জোরে চিৎকার দিয়ে তিনি বলেন, ‘এমবাপ্পে, যে হেরে গেছে।’ 

হ্যারি কেইনের হয়ে যেন শোধ নিলেন মার্তিনেজ। কিছুদিন আগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ এমনই এক উপহাস করেছিলেন এমবাপ্পে। হ্যারি কেইনের পেনাল্টি মিসের পর তাঁর উদ্দেশ্যে মাঠেই তাচ্ছিল্যভাবে হাসি দিয়েছিলেন তিনি। 

এমবাপ্পেকে নিয়ে উপহাস করার আগে অবশ্য বেশ ভুগতে হয়েছে মার্তিনেজকে। আর্জেন্টিনার জয় উৎসব বারবার থামিয়ে দিচ্ছিলেন পিএসজি তারকা। বিশ্বকাপ ইতিহাসে ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যান তিনি। তবে শেষ পর্যন্ত আর আলবিসেলেস্তাদের জয় উৎসব থামাতে পারেননি এমবাপ্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত