নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জার্সি পড়ে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি।
লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে তারা।
হামজার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আজকের পত্রিকাকে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ মঙ্গলবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন হামজার ছাড়পত্র ফিফার কাছে পাঠিয়েছে।’
হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর পরের ধাপ ফিফার অনুমোদন নেওয়া। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইমরান, ‘হামজার ছাড়পত্র আমরা ফিফার কাছে পাঠালাম। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।’
জন্মভূমি বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখতে যেন তর সইছে না তাঁর বাবা মোরশেদ দেওয়ানের। কথা বলতে গিয়ে এক রকম আবেগপ্রবণ হয়ে পড়লেন মোরশেদ। আজকের পত্রিকাকে আজ হামজার বাবা বলেছেন, 'আসলে আমাদের কাছে তো কোনো খবর নেই। বিষয়টা এখন বাফুফের হাতে। এখন আপনার থেকে প্রথম শুনলাম ছাড়পত্র পেয়েছে তারা (বাফুফে)। আমরাও অপেক্ষায় আছি ওকে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার।’
ইংল্যান্ডের ফুটবলে কী পরিমাণ ব্যস্ততা থাকে ফুটবলারদের, সেটা যে অনেকেরই জানা। প্রিমিয়ার লিগের দল হলে তো কথাই নেই। হামজার বাবা মোরশেদ আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলেন, তখন সেটা আরও স্পষ্ট হয়েছে, ‘ও (হামজা) তো অনেক ব্যস্ত। আমরাও ব্যস্ত থাকি। ও খুব কমই বাসায় আসে। তবে ফোনে কথা হয়। দেখাটা হয় খুব কম। এই ধরেন দুই তিন মাসে একবার দেখা হয়। আচ্ছা আমি বিষয়টা ওকে জানাবনি।’
২৬ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার।
বাংলাদেশের জার্সি পড়ে মাঠে নামা থেকে এখন এক ধাপ দূরে দাঁড়িয়ে হামজা চৌধুরী। ফিফার অনুমোদন পেলেই তিনি গায়ে চড়াতে পারবেন লাল-সবুজ জার্সি।
লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য ছাড়পত্র চেয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে আবেদন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই আবেদনে সাড়া দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। হামজার ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে তারা।
হামজার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। আজকের পত্রিকাকে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ মঙ্গলবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন হামজার ছাড়পত্র ফিফার কাছে পাঠিয়েছে।’
হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর পরের ধাপ ফিফার অনুমোদন নেওয়া। সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ইমরান, ‘হামজার ছাড়পত্র আমরা ফিফার কাছে পাঠালাম। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি অনুমোদন দেওয়ার পর হামজার বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না।’
জন্মভূমি বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখতে যেন তর সইছে না তাঁর বাবা মোরশেদ দেওয়ানের। কথা বলতে গিয়ে এক রকম আবেগপ্রবণ হয়ে পড়লেন মোরশেদ। আজকের পত্রিকাকে আজ হামজার বাবা বলেছেন, 'আসলে আমাদের কাছে তো কোনো খবর নেই। বিষয়টা এখন বাফুফের হাতে। এখন আপনার থেকে প্রথম শুনলাম ছাড়পত্র পেয়েছে তারা (বাফুফে)। আমরাও অপেক্ষায় আছি ওকে বাংলাদেশের জার্সিতে মাঠে দেখার।’
ইংল্যান্ডের ফুটবলে কী পরিমাণ ব্যস্ততা থাকে ফুটবলারদের, সেটা যে অনেকেরই জানা। প্রিমিয়ার লিগের দল হলে তো কথাই নেই। হামজার বাবা মোরশেদ আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলেন, তখন সেটা আরও স্পষ্ট হয়েছে, ‘ও (হামজা) তো অনেক ব্যস্ত। আমরাও ব্যস্ত থাকি। ও খুব কমই বাসায় আসে। তবে ফোনে কথা হয়। দেখাটা হয় খুব কম। এই ধরেন দুই তিন মাসে একবার দেখা হয়। আচ্ছা আমি বিষয়টা ওকে জানাবনি।’
২৬ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার।
‘তিন পয়েন্ট নিতেই এখানে এসেছি আমরা’—জামাল ভূঁইয়ার কণ্ঠে আত্মবিশ্বাস বেশ জোরালোভাবেই ফুটে উঠেছে। কাগজ-কলম ও অতীত ইতিহাস বিবেচনায় অবশ্য ভারতকে ফেবারিটের কাতারে রাখতে হচ্ছে। খোদ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও রাখছেন। ম্যাচ যে ভারতেরই মাঠে। তাই বলে নিজেদের পিছিয়ে রাখছে না বাংলাদেশ, রাখার সুযোগও নেই।
৪ ঘণ্টা আগেদুই বছর আগে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে এক দরিদ্র বাবার হার্টে রিং পরানোর দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। ভাগ্যের কী নির্মম পরিহাস—দুই বছর পর তিনি নিজেই হৃদ্রোগে আক্রান্ত। ৩৬ বছর বয়সে জীবন-মৃত্যুর সীমানায় পৌঁছে গিয়েছিলেন তামিম। তবে সময়মতো সঠিক চিকিৎসায় কাল বড় বিপদ কেটে
৬ ঘণ্টা আগেবিকেএসপিতে গতকাল ম্যাচ শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তামিম ইকবালকে নেওয়া হয় হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত তামিমকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজরা। কিছুক্ষণ আগে তামিমের সুস্থতা কামনা করে দোয়া চাইলেন সাকিব আল হাসান।
৭ ঘণ্টা আগে২০২৫ আইপিএল সামনে রেখে গত বছর জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামে দল পাননি ডেভিড ওয়ার্নার। আইপিএলে দল না পাওয়া এই ওয়ার্নারকেই ড্রাফট থেকে নিয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। এ বছরের জানুয়ারিতে হওয়া ড্রাফটে তিনিই ছিলেন করাচির প্রথম পছন্দ। ফ্র্যাঞ্চাইজিটি এবার তাঁকে করেছে অধিনায়কও
৯ ঘণ্টা আগে