নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারী সাফের শিরোপার রেশ এখনো রয়ে গেছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী ফুটবলাররা, সম্মাননা পেয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনও। বড়দের শিরোপা জেতানোর দুই মাসের মাথায় আরও এক সাফ জয়ের দ্বারপ্রান্তে ছোটন।
নারী অনূর্ধ্ব-১৫ সাফে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আজ অলিখিত ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে একটাই সমীকরণ, জিততে হবে যেকোনো ব্যবধানে। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে কারণেই সমীকরণটা কঠিন হয়েছে ছোটনের দলের জন্য। সেই ম্যাচে রক্ষণকে ঢাল সাজিয়ে পাল্টা আক্রমণকে বাংলাদেশকে চমকে দিয়েছিল নেপাল। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটাতেও নেপালের কৌশল যে তা-ই থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।
নেপালের বিপক্ষে সেই ম্যাচে একের পর এক আক্রমণ করেও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে গিয়ে হেরেছিল তাঁর দল, ম্যাচ শেষে এমনটাই বলেছিলেন ছোটন। পরের ম্যাচে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে তাঁর শিষ্যরা সেই ভুল শুধরেছে বলে মনে করেন ছোটন। আজকের পত্রিকাকে বলেছেন, ‘আত্মবিশ্বাসের কমতি নেই। ভুটান ম্যাচে মেয়েরা একটা দল হয়ে খেলেছে। নেপাল শক্তিশালী দল হলেও আমরা স্বাভাবিক খেলাটা খেললেই শিরোপা জিতব।’
বড়দের শিরোপা জিতিয়ে অল্প সময়ের ব্যবধানে আরেকটি সাফ জয়ের সুযোগ বাংলাদেশ কোচের সামনে। ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফের প্রথম শিরোপা জিতেছিলেন মারিয়া মান্দা-মণিকা চাকমারা। পরের দুই আসর থেকে ফিরতে হয়েছে রানার্সআপ হয়ে। সুরভি-রুমারা দেশকে আরেকটি অনূর্ধ্ব-১৫ সাফ উপহার দিতে পারবে বলে বিশ্বাস ছোটনের। নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে এই কিশোরী ফুটবলারদের ভবিষ্যৎটাকেই বড় করে দেখছেন তিনি, ‘জিততে পারলে তো অবশ্যই ভালো লাগবে। তবে মেয়েদের প্রমাণ করতে হবে তাদের প্রতিভার কমতি নেই। বাংলাদেশের নারী ফুটবলে ভবিষ্যতে যে আরও ভালো ফুটবলার আছে, সেটা এই মেয়েরাই প্রমাণ করে দিতে পারে।’

নারী সাফের শিরোপার রেশ এখনো রয়ে গেছে। প্রধানমন্ত্রীর সংবর্ধনা পেয়েছেন সাফজয়ী ফুটবলাররা, সম্মাননা পেয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনও। বড়দের শিরোপা জেতানোর দুই মাসের মাথায় আরও এক সাফ জয়ের দ্বারপ্রান্তে ছোটন।
নারী অনূর্ধ্ব-১৫ সাফে নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা আজ অলিখিত ফাইনাল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে স্বাগতিকদের সামনে একটাই সমীকরণ, জিততে হবে যেকোনো ব্যবধানে। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে কারণেই সমীকরণটা কঠিন হয়েছে ছোটনের দলের জন্য। সেই ম্যাচে রক্ষণকে ঢাল সাজিয়ে পাল্টা আক্রমণকে বাংলাদেশকে চমকে দিয়েছিল নেপাল। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচটাতেও নেপালের কৌশল যে তা-ই থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।
নেপালের বিপক্ষে সেই ম্যাচে একের পর এক আক্রমণ করেও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ। ব্যক্তিগত নৈপুণ্য দেখাতে গিয়ে হেরেছিল তাঁর দল, ম্যাচ শেষে এমনটাই বলেছিলেন ছোটন। পরের ম্যাচে ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে তাঁর শিষ্যরা সেই ভুল শুধরেছে বলে মনে করেন ছোটন। আজকের পত্রিকাকে বলেছেন, ‘আত্মবিশ্বাসের কমতি নেই। ভুটান ম্যাচে মেয়েরা একটা দল হয়ে খেলেছে। নেপাল শক্তিশালী দল হলেও আমরা স্বাভাবিক খেলাটা খেললেই শিরোপা জিতব।’
বড়দের শিরোপা জিতিয়ে অল্প সময়ের ব্যবধানে আরেকটি সাফ জয়ের সুযোগ বাংলাদেশ কোচের সামনে। ২০১৭ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফের প্রথম শিরোপা জিতেছিলেন মারিয়া মান্দা-মণিকা চাকমারা। পরের দুই আসর থেকে ফিরতে হয়েছে রানার্সআপ হয়ে। সুরভি-রুমারা দেশকে আরেকটি অনূর্ধ্ব-১৫ সাফ উপহার দিতে পারবে বলে বিশ্বাস ছোটনের। নিজের ব্যক্তিগত অর্জনের চেয়ে এই কিশোরী ফুটবলারদের ভবিষ্যৎটাকেই বড় করে দেখছেন তিনি, ‘জিততে পারলে তো অবশ্যই ভালো লাগবে। তবে মেয়েদের প্রমাণ করতে হবে তাদের প্রতিভার কমতি নেই। বাংলাদেশের নারী ফুটবলে ভবিষ্যতে যে আরও ভালো ফুটবলার আছে, সেটা এই মেয়েরাই প্রমাণ করে দিতে পারে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৮ মিনিট আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৪২ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
২ ঘণ্টা আগে