
নিজের প্রথম বিশ্বকাপে খেলতে নেমেই হিরো হন লুইস সুয়ারেজ। তবে উরুগুয়েকে বিশ্বকাপ জিতিয়ে নয় অন্য এক ঘটনার কারণে। ২০১০ বিশ্বকাপে ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে আটকিয়ে নায়ক হন তিনি। তাই দুই দল মুখোমুখি হওয়ার আগে সুয়ারেজের ঘটনাটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না।
এবারের বিশ্বকাপেও যেমন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আগামীকাল আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে এসে অতীতের বিষয়টি নিয়ে কথা বলতে হলো সুয়ারেজকে। ঘানার বিপক্ষে হওয়া ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করবেন কি না এমন প্রশ্নের উত্তরে উরুগুয়ে স্ট্রাইকার ক্ষমা চাওয়ার কোনো কিছু দেখেন না বলে জানিয়েছেন।
বিশ্বকাপের ঘটনাটি নিয়ে সুয়ারেজ বলেছেন, ‘প্রথমত, ঘটনাটির জন্য ক্ষমা চাচ্ছি না। হ্যান্ডবল করেছি কিন্তু ঘানার খেলোয়াড় পেনাল্টি মিস করেছে, আমি না। এর জন্য আমি লাল কার্ড দেখেছি। তবে কোনো ফুটবলারকে চোটে ফেললে ক্ষমা চাইতাম।’
২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-১ গোলের সমতা থাকা অবস্থায় বলটি ফিরিয়েছিলেন সুয়ারেজ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের এই গোলটি হলেই সেমিফাইনালে যেত ঘানা। পরে পেনাল্টির সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি আসামো জিয়ান। শেষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ঘানাকে।
১২ বছর পর প্রথম ও আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। বাঁচা-মরার ম্যাচে যে দলই জিতবে তারাই যাবে শেষ ষোলোয়। উরুগুয়ের চেয়ে ঘানার সম্ভাবনা এবারও বেশি। ‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হওয়া পর্তুগালের পরেই ৩ পয়েন্ট দুইয়ে আছে ঘানারা। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে উরুগুয়ে। সুয়ারেজ-কাভানিদের সঙ্গে ড্র করলেও পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে আন্দ্রে আইয়ু-মোহাম্মেদ কুদুসদের। অন্য ম্যাচে যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিতে পারে পর্তুগাল।

নিজের প্রথম বিশ্বকাপে খেলতে নেমেই হিরো হন লুইস সুয়ারেজ। তবে উরুগুয়েকে বিশ্বকাপ জিতিয়ে নয় অন্য এক ঘটনার কারণে। ২০১০ বিশ্বকাপে ঘানার নিশ্চিত গোল হাত দিয়ে আটকিয়ে নায়ক হন তিনি। তাই দুই দল মুখোমুখি হওয়ার আগে সুয়ারেজের ঘটনাটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না।
এবারের বিশ্বকাপেও যেমন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আগামীকাল আবারও বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে ম্যাচ পূর্ববর্তী সম্মেলনে এসে অতীতের বিষয়টি নিয়ে কথা বলতে হলো সুয়ারেজকে। ঘানার বিপক্ষে হওয়া ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করবেন কি না এমন প্রশ্নের উত্তরে উরুগুয়ে স্ট্রাইকার ক্ষমা চাওয়ার কোনো কিছু দেখেন না বলে জানিয়েছেন।
বিশ্বকাপের ঘটনাটি নিয়ে সুয়ারেজ বলেছেন, ‘প্রথমত, ঘটনাটির জন্য ক্ষমা চাচ্ছি না। হ্যান্ডবল করেছি কিন্তু ঘানার খেলোয়াড় পেনাল্টি মিস করেছে, আমি না। এর জন্য আমি লাল কার্ড দেখেছি। তবে কোনো ফুটবলারকে চোটে ফেললে ক্ষমা চাইতাম।’
২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-১ গোলের সমতা থাকা অবস্থায় বলটি ফিরিয়েছিলেন সুয়ারেজ। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের এই গোলটি হলেই সেমিফাইনালে যেত ঘানা। পরে পেনাল্টির সুযোগ পেলেও লক্ষ্যভেদ করতে পারেননি আসামো জিয়ান। শেষে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ঘানাকে।
১২ বছর পর প্রথম ও আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হচ্ছে দুই দলের। বাঁচা-মরার ম্যাচে যে দলই জিতবে তারাই যাবে শেষ ষোলোয়। উরুগুয়ের চেয়ে ঘানার সম্ভাবনা এবারও বেশি। ‘এইচ’ গ্রুপ থেকে শেষ ষোলো নিশ্চিত হওয়া পর্তুগালের পরেই ৩ পয়েন্ট দুইয়ে আছে ঘানারা। আর ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে উরুগুয়ে। সুয়ারেজ-কাভানিদের সঙ্গে ড্র করলেও পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে আন্দ্রে আইয়ু-মোহাম্মেদ কুদুসদের। অন্য ম্যাচে যদি দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিতে পারে পর্তুগাল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
২৮ মিনিট আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে