
ফিরেই চোখধাঁধানো এক গোল করলেন লিওনেল মেসি। কিন্তু তাতে দলীয় সাফল্য আসেনি। জয় দিয়ে তাঁকে প্রত্যাবর্তনের ম্যাচটা যে রাঙাতে দেননি সাবা লবজিনিচ।
জোড়া গোল করে ইন্টার মায়ামির বিপক্ষে আতালান্তা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন লবজিনিচ। দুই অর্ধে ২ গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ার মিডফিল্ডার। শুরুটা করেন ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো এক শটে। বিরতির পর করেন নিজের ও দলের দ্বিতীয় গোল।
ম্যাচের ৫৯ মিনিটের গোলটি এবার বাঁ পায়ে করেন লবজিনিচ। এবারের গোলটিও বক্সের বাইরে থেকে। তাঁর দুটি গোলই প্রতিহত করার সুযোগ পাননি মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ২ গোলে পিছিয়ে পড়ার ৩ মিনিট পরেই দলকে ম্যাচে ফেরান মেসি। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই বক্সের বাইরে থেকে যে অবিশ্বাস্য গোলগুলো করেছেন আজকেরটা ঠিক তেমনি ছিল। ৬৩ মিনিটের মাটি কামড়ানো শটটি এক কথায় অসাধারণ ছিল। মেজর লিগ সকারের মেসির এটি ১২তম গোল। সমান অ্যাসিস্টও করেছেন তিনি।
অবশ্য ভাগ্যে সহায় থাকলে ম্যাচের চার মিনিটেই গোল পেতে পারতেন মেসি। জর্দি আলবার বা প্রান্ত থেকে নিখুঁত এক ক্রসে মাথা লাগিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী, কিন্তু অল্পের জন্য বারের ওপর দিয়ে বল বাইরে চলে যায়। বল যেমন সে সময় বাইরে চলে গেছে, ঠিক তেমনি আতালান্তার ৭৩ মিনিটের গোলে ম্যাচও হাতের বাইরে চলে যায় মেসির দলের। মায়ামির জালে শেষ পেরেকটি জামাল তিয়ারে।
শুধু মেসি নন, ৩-১ গোলে মায়ামি হেরে যাওয়ায় সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেতসেরও ফেরাটা জয় দিয়ে রাঙানো হয়নি। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারল মায়ামি। ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্সর পয়েন্ট তালিকায় শীর্ষেই আছেন মেসিরা। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।

ফিরেই চোখধাঁধানো এক গোল করলেন লিওনেল মেসি। কিন্তু তাতে দলীয় সাফল্য আসেনি। জয় দিয়ে তাঁকে প্রত্যাবর্তনের ম্যাচটা যে রাঙাতে দেননি সাবা লবজিনিচ।
জোড়া গোল করে ইন্টার মায়ামির বিপক্ষে আতালান্তা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন লবজিনিচ। দুই অর্ধে ২ গোল করে দলকে এগিয়ে দেন জর্জিয়ার মিডফিল্ডার। শুরুটা করেন ৪৪ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো এক শটে। বিরতির পর করেন নিজের ও দলের দ্বিতীয় গোল।
ম্যাচের ৫৯ মিনিটের গোলটি এবার বাঁ পায়ে করেন লবজিনিচ। এবারের গোলটিও বক্সের বাইরে থেকে। তাঁর দুটি গোলই প্রতিহত করার সুযোগ পাননি মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। ২ গোলে পিছিয়ে পড়ার ৩ মিনিট পরেই দলকে ম্যাচে ফেরান মেসি। ক্যারিয়ারের অধিকাংশ সময়েই বক্সের বাইরে থেকে যে অবিশ্বাস্য গোলগুলো করেছেন আজকেরটা ঠিক তেমনি ছিল। ৬৩ মিনিটের মাটি কামড়ানো শটটি এক কথায় অসাধারণ ছিল। মেজর লিগ সকারের মেসির এটি ১২তম গোল। সমান অ্যাসিস্টও করেছেন তিনি।
অবশ্য ভাগ্যে সহায় থাকলে ম্যাচের চার মিনিটেই গোল পেতে পারতেন মেসি। জর্দি আলবার বা প্রান্ত থেকে নিখুঁত এক ক্রসে মাথা লাগিয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী, কিন্তু অল্পের জন্য বারের ওপর দিয়ে বল বাইরে চলে যায়। বল যেমন সে সময় বাইরে চলে গেছে, ঠিক তেমনি আতালান্তার ৭৩ মিনিটের গোলে ম্যাচও হাতের বাইরে চলে যায় মেসির দলের। মায়ামির জালে শেষ পেরেকটি জামাল তিয়ারে।
শুধু মেসি নন, ৩-১ গোলে মায়ামি হেরে যাওয়ায় সর্বশেষ ম্যাচে বিশ্রামে থাকা লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেতসেরও ফেরাটা জয় দিয়ে রাঙানো হয়নি। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর প্রথম হারল মায়ামি। ম্যাচ হারলেও ইস্টার্ন কনফারেন্সর পয়েন্ট তালিকায় শীর্ষেই আছেন মেসিরা। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৪। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৩ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে