
ব্রাসেলসের কিং বাদুইন স্টেডিয়ামে ভালোই চলছিল ২০২৪ ইউরো বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেন ম্যাচ। ম্যাচের অর্ধেক শেষ হতে না হতেই শোনা যায় দুঃসংবাদ। ব্রাসেলসে বন্দুকধারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাতিল করা হয় বেলজিয়াম-সুইডেন ম্যাচ।
সুইডেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, যে দুজন গুলিতে নিহত হয়েছেন, তাঁরা সুইডেনের জার্সি পরে ছিলেন। সুইডিশ সাংবাদিকেরা জানিয়েছেন, জাতীয় সংগীত শুরুর আগেই তাঁরা হামলা সম্পর্কে জানতে পেরেছেন। উয়েফাকে সুইডিশ ফুটবলাররা জানিয়েছেন, তাঁরা দ্বিতীয়ার্ধে খেলতে চাইছেন না। বেলজিয়ানরাও তাতে রাজি হয়েছেন। প্রথমার্ধে ম্যাচ যখন ১-১ সমতা হয়, তখনই ম্যাচ বাতিলের ঘোষণা দেওয়া হয়। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাসেলসে আজ সন্ধ্যায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুই দলের সঙ্গে আলাপ-আলোচনা, স্থানীয় পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’
ম্যাচ বাতিলের ঘোষণা এলেও সুইডেনের ভক্ত-সমর্থকদের স্টেডিয়ামেই থাকতে বলা হয়েছে। ক্রাইসিস সেন্টার বেলজিয়াম টুইটারে এক পোস্টে বলেছে, ‘বেলজিয়াম-সুইডেন ম্যাচের ভক্ত-সমর্থকদের স্টেডিয়াম থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার আয়োজন করা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামে আরও অনেক তথ্য দেওয়া হবে। দয়া করে জরুরি সার্ভিসের নির্দেশগুলো মেনে চলুন।’ সুইডেনের সংবাদমাধ্যম অ্যাফটনব্লাডেটকে পার্নিলা ক্যালিফ নামের এক সুইডিশ ভক্ত বলেন, ‘আমি পুরোপুরি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কিছু বুঝতে পারিনি। প্রত্যেকেই তাঁদের সুইডেনের জার্সি খুলে ফেলে সাধারণ পোশাক পরছিলেন। এটা সত্যিই ভীতিকর।’

ব্রাসেলসের কিং বাদুইন স্টেডিয়ামে ভালোই চলছিল ২০২৪ ইউরো বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেন ম্যাচ। ম্যাচের অর্ধেক শেষ হতে না হতেই শোনা যায় দুঃসংবাদ। ব্রাসেলসে বন্দুকধারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বাতিল করা হয় বেলজিয়াম-সুইডেন ম্যাচ।
সুইডেনের গণমাধ্যমের খবর অনুযায়ী, যে দুজন গুলিতে নিহত হয়েছেন, তাঁরা সুইডেনের জার্সি পরে ছিলেন। সুইডিশ সাংবাদিকেরা জানিয়েছেন, জাতীয় সংগীত শুরুর আগেই তাঁরা হামলা সম্পর্কে জানতে পেরেছেন। উয়েফাকে সুইডিশ ফুটবলাররা জানিয়েছেন, তাঁরা দ্বিতীয়ার্ধে খেলতে চাইছেন না। বেলজিয়ানরাও তাতে রাজি হয়েছেন। প্রথমার্ধে ম্যাচ যখন ১-১ সমতা হয়, তখনই ম্যাচ বাতিলের ঘোষণা দেওয়া হয়। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘ব্রাসেলসে আজ সন্ধ্যায় সন্দেহভাজন সন্ত্রাসী হামলায় দুই দলের সঙ্গে আলাপ-আলোচনা, স্থানীয় পুলিশের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের বেলজিয়াম-সুইডেনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’
ম্যাচ বাতিলের ঘোষণা এলেও সুইডেনের ভক্ত-সমর্থকদের স্টেডিয়ামেই থাকতে বলা হয়েছে। ক্রাইসিস সেন্টার বেলজিয়াম টুইটারে এক পোস্টে বলেছে, ‘বেলজিয়াম-সুইডেন ম্যাচের ভক্ত-সমর্থকদের স্টেডিয়াম থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার আয়োজন করা হয়েছে। দর্শকদের স্টেডিয়ামে আরও অনেক তথ্য দেওয়া হবে। দয়া করে জরুরি সার্ভিসের নির্দেশগুলো মেনে চলুন।’ সুইডেনের সংবাদমাধ্যম অ্যাফটনব্লাডেটকে পার্নিলা ক্যালিফ নামের এক সুইডিশ ভক্ত বলেন, ‘আমি পুরোপুরি ভাষা হারিয়ে ফেলেছি। আমরা কিছু বুঝতে পারিনি। প্রত্যেকেই তাঁদের সুইডেনের জার্সি খুলে ফেলে সাধারণ পোশাক পরছিলেন। এটা সত্যিই ভীতিকর।’

পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
৬ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
৮ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সুবাদে দেশের ক্রিকেটে পরিচিত মুখ আলিস আল ইসলাম। টি-টোয়েন্টিতে আগেও একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এই রহস্য স্পিনার। তাঁর জাতীয় দলের খেলার যোগ্যতা আছে বলে মনে করেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার। এজন্য ফিটনেস এ ফিল্ডিংয়ে উন্নতির তাগিদ দিলেন তিনি।
৯ ঘণ্টা আগে