২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
সাফ আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে, অনূর্ধ্ব-২০ সাফের সাত থেকে ১০ নম্বর ম্যাচগুলো এখন কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সাফের বিবৃতি থেকে জানা গেছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার ম্যাচের মধ্যে আগামীকাল রয়েছে নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১৯ জুলাই। সেদিন বিকেলে মাঠে নামবে নেপাল-ভুটান। সন্ধ্যার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৈরি আবহাওয়ার কারণে গতকাল বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ সাফ ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। পৌনে ৫ ঘণ্টার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর দুই মাঠে এক ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ১৬ গোল দিয়েছে। হজম করেছে ৪ গোল। দুই ও তিনে থাকা নেপাল ও ভুটানের পয়েন্ট ৬ ও ৩। ভুটান এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।
সাফের যে চার ম্যাচের ভেন্যু বদলে গেছে
ম্যাচ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নেপাল-শ্রীলঙ্কা ১৭ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-ভুটান ১৭ জুলাই সন্ধ্যা ৭টা
নেপাল-ভুটান ১৯ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৯ জুলাই সন্ধ্যা ৭টা
*এই চার ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে

অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
সাফ আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে, অনূর্ধ্ব-২০ সাফের সাত থেকে ১০ নম্বর ম্যাচগুলো এখন কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সাফের বিবৃতি থেকে জানা গেছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার ম্যাচের মধ্যে আগামীকাল রয়েছে নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১৯ জুলাই। সেদিন বিকেলে মাঠে নামবে নেপাল-ভুটান। সন্ধ্যার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৈরি আবহাওয়ার কারণে গতকাল বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ সাফ ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। পৌনে ৫ ঘণ্টার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর দুই মাঠে এক ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ১৬ গোল দিয়েছে। হজম করেছে ৪ গোল। দুই ও তিনে থাকা নেপাল ও ভুটানের পয়েন্ট ৬ ও ৩। ভুটান এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।
সাফের যে চার ম্যাচের ভেন্যু বদলে গেছে
ম্যাচ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নেপাল-শ্রীলঙ্কা ১৭ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-ভুটান ১৭ জুলাই সন্ধ্যা ৭টা
নেপাল-ভুটান ১৯ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৯ জুলাই সন্ধ্যা ৭টা
*এই চার ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের সম্ভাবনা থাকলেও জিততে পারেনি। ১৬ জানুয়ারি হারারে স্পোর্টস ক্লাবে ইংল্যান্ডের দেওয়া ২১১ রানের লক্ষ্যে নেমে ১৭৩ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। সেদিন ৩৭ রানে হেরে যাওয়া পাকিস্তান আজ টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে নামবে।
১৮ মিনিট আগে
ফিক্সিং ইস্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কলঙ্কিত হওয়া নতুন কিছু নয়। এবার বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের (আকু) পাশাপাশি সিআইডি ও আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিট তৎপর হওয়ায় ফিক্সিং কাণ্ডে ২০২৬ বিপিএল খবরের শিরোনাম হয়নি বললেই চলে। তবে সাইফ হাসান গত রাতে যা বলেছেন, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অন্তিম পর্বে এসে পড়েছে। লিগ পর্ব শেষে এক দিন বিরতি দিয়ে আগামীকাল প্লে-অফ শুরু হচ্ছে। প্লে-অফের তিন ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হলেও বদলে গেছে ফাইনালের সময়।
১ ঘণ্টা আগে
মরক্কো-সেনেগালের আফকনের ফাইনালকে মহানাটকীয়তা বললেও যেন কম বলা হবে। ১-০ গোলের জয়ে সেনেগালের শিরোপা জয় ছাপিয়ে আলোচনায় ফাইনালের হট্টগোলের ঘটনা। ম্যাচের শেষভাগে এসে মাঠ থেকে বেরিয়েও গিয়েছিল সেনেগাল। ম্যাচ শেষে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই সেনেগালকে ধুয়ে দিয়েছেন।
২ ঘণ্টা আগে