ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩০ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে