ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার দুই দিন পরই স্থগিত হওয়া ম্যাচে মাঠে নেমেছে বার্সেলোনা। গত ৮ মার্চ ক্লাবটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুর কারণে ওসাসুনার বিপক্ষে সেদিনের ম্যাচ স্থগিত করা হয়েছিল। গতকাল পুনর্নির্ধারিত ম্যাচে ৩-০ গোলে জিতল কাতালানরা। ওসাসুনাকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে দূরত্বটা কিছুটা বাড়াল বার্সা। লা লিগায় ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা, সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত হান্সি ফ্লিকের শিষ্যরা।
জয়ের ম্যাচে ফ্লিককে বড় দুশ্চিন্তায় ফেলল দানি ওলমোর চোট। দলের জয়ে দ্বিতীয় গোলটি আসে স্প্যানিশ তারকার পা থেকেই। তবে ম্যাচের ২৭ তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। গুরুত্বপূর্ণ সব ম্যাচের আগে—একটি চোটের ধাক্কায় যেন ঘুম হারাম বার্সার। ম্যাচশেষে জয়ের উচ্ছ্বাসের চেয়ে ওলমোর চোট নিয়ে বেশি আক্ষেপ ঝরছিল বার্সা কোচ ফ্লিকের কণ্ঠে, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, এর মধ্যেও সেখান থেকে সেরাটাই করেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে।’
ওলমোর চোটের জন্য ফুটবলের ঠাসা সূচিকে দুষলেন ফ্লিক। ২০ দিনের মধ্যে ওসাসুনার বিপক্ষে নিজেদের সপ্তম ম্যাচটি খেলেছে বার্সা। ক্লাব ছাড়াও আন্তর্জাতিক বিরতিতে ওলমো নেশনস লিগে খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ। ইএসপিএনের প্রতিবদেন, অ্যাডাক্টার চোটে পড়েছেন ওলমো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। এই সময়ের মধ্যে বার্সেলোনার খেলবে অন্তত ৬ ম্যাচ।
আগামী ৩ এপ্রিল কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওলমোকে ছাড়াই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সা। ১০ এপ্রিল চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগও মিস করবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্লিকের কথায়ও বোঝা গেল কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে, ‘আমরা জানি না, কত দিন তাকে বাইরে থাকতে হবে। যদি দুই সপ্তাহও হয়, তার পরও অনেক ম্যাচ। তিন সপ্তাহ হলে আরও বেশি ম্যাচ। মোটেও ভালো কিছু নয়।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ গোল ও ৫ অ্যাসিস্ট ওলমোর।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৮ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে