ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের লড়াই তথা উয়েফা সুপার কাপ দিয়ে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। আজ থেকে শুরু হচ্ছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে নতুন উদ্যমে লড়াই শুরু করতে প্রস্তুত লিগ শিরোপাপ্রত্যাশীরা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে অনেক দলই গুছিয়ে নিয়েছে নিজেদের। এবার শুরু মাঠের লড়াই।

আলোনসোর চ্যালেঞ্জ, রিয়ালেরও
রিয়ালেরও ব্যর্থ একটা মৌসুম কাটানোর পর ঘুরে দাঁড়ানোর আশায় রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় কোচ হয়ে এসেছেন রিয়ালের ঘরের ছেলে জাবি আলোনসো। এতে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো অনেক তারকা থাকা সত্ত্বেও দলকে পুনরুজ্জীবিত করতে তাঁর অনেক কাজ করা বাকি। গত মৌসুমটা দুর্দান্ত কাটানো লামিনে ইয়ামালের কাছে আরও বেশি চাওয়া বার্সেলোনার। মেসির আইকনিক ১০ নম্বর জার্সিতে তিনি কেমন করেন, এটাই দেখার বিষয়। দেখার আছে গ্রীষ্মকালীন দলবদলে লা লিগায় সবচেয়ে বেশি ১৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করা আতলেতিকো মাদ্রিদকেও।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের আশা ইংলিশ প্রিমিয়ার লিগে
যেমন বলে দেওয়াই যায়—তিন দলের মধ্যে থাকবে শিরোপা, ইংলিশ প্রিমিয়ার লিগে তেমনটা বলার সুযোগই নেই । গতবার ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থতায় লিভারপুল কয়েক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতলেও এই লিগে প্রতিযোগিতার তীব্রতা এত বেশি যে, লিভারপুল কোচ খোদ আর্নে স্লটও বুকে হাত দিয়ে বলতে পারবেন না— এবারও শিরোপা জিতব আমরাই। গত প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। এবার এই দুই দলের সঙ্গে শিরোপা লড়াইয়ের হিসাবে রাখতে হবে ম্যানচেস্টার সিটি ও চেলসিকে। দল আরও গোছাতে চলতি গ্রীষ্মকালীন দলবদলে ২৯ কোটি ৩৭ লাখ পাউন্ডের মতো খরচ করেছে লিভারপুল।

পিএসজিকে চ্যালেঞ্জ জানাবে কে?
ফ্রেঞ্চ লিগ ওয়ানে একচ্ছত্র আধিপত্য পিএসজির। প্যারিসের দলটির ‘চাঁদের হাটে’র শেষ তারা হয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে গেলেও লিগে দলটির দাপট একটুও কমেনি। উল্টো নিজেদের সামর্থ্যের পুরোটা নিংড়ে দিয়ে জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। পিএসজির বড় শক্তি দলটির একঝাঁক তরুণ মুখ। কোচ লুইস এনরিকের অধীনে যাঁদের হার না মানা মানসিকতা । আজ থেকে শুরু হতে যাওয়া লিগে কোন দল তাদের চ্যালেঞ্জার হয়ে উঠবে, এখন সেটাই দেখার বিষয়। ১৯৯০ সালের পর এই প্রথম লিগে নগর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্যারিস এফসিকে পাচ্ছে পিএসজি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়নের লড়াই তথা উয়েফা সুপার কাপ দিয়ে শুরু হয়ে গেছে ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম। আজ থেকে শুরু হচ্ছে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান। গত মৌসুমের ব্যর্থতা ঝেড়ে নতুন উদ্যমে লড়াই শুরু করতে প্রস্তুত লিগ শিরোপাপ্রত্যাশীরা। চলতি গ্রীষ্মকালীন দলবদলে অনেক দলই গুছিয়ে নিয়েছে নিজেদের। এবার শুরু মাঠের লড়াই।

আলোনসোর চ্যালেঞ্জ, রিয়ালেরও
রিয়ালেরও ব্যর্থ একটা মৌসুম কাটানোর পর ঘুরে দাঁড়ানোর আশায় রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির জায়গায় কোচ হয়ে এসেছেন রিয়ালের ঘরের ছেলে জাবি আলোনসো। এতে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের মতো অনেক তারকা থাকা সত্ত্বেও দলকে পুনরুজ্জীবিত করতে তাঁর অনেক কাজ করা বাকি। গত মৌসুমটা দুর্দান্ত কাটানো লামিনে ইয়ামালের কাছে আরও বেশি চাওয়া বার্সেলোনার। মেসির আইকনিক ১০ নম্বর জার্সিতে তিনি কেমন করেন, এটাই দেখার বিষয়। দেখার আছে গ্রীষ্মকালীন দলবদলে লা লিগায় সবচেয়ে বেশি ১৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করা আতলেতিকো মাদ্রিদকেও।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগের আশা ইংলিশ প্রিমিয়ার লিগে
যেমন বলে দেওয়াই যায়—তিন দলের মধ্যে থাকবে শিরোপা, ইংলিশ প্রিমিয়ার লিগে তেমনটা বলার সুযোগই নেই । গতবার ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থতায় লিভারপুল কয়েক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতলেও এই লিগে প্রতিযোগিতার তীব্রতা এত বেশি যে, লিভারপুল কোচ খোদ আর্নে স্লটও বুকে হাত দিয়ে বলতে পারবেন না— এবারও শিরোপা জিতব আমরাই। গত প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছিল আর্সেনাল। এবার এই দুই দলের সঙ্গে শিরোপা লড়াইয়ের হিসাবে রাখতে হবে ম্যানচেস্টার সিটি ও চেলসিকে। দল আরও গোছাতে চলতি গ্রীষ্মকালীন দলবদলে ২৯ কোটি ৩৭ লাখ পাউন্ডের মতো খরচ করেছে লিভারপুল।

পিএসজিকে চ্যালেঞ্জ জানাবে কে?
ফ্রেঞ্চ লিগ ওয়ানে একচ্ছত্র আধিপত্য পিএসজির। প্যারিসের দলটির ‘চাঁদের হাটে’র শেষ তারা হয়ে থাকা কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়ে গেলেও লিগে দলটির দাপট একটুও কমেনি। উল্টো নিজেদের সামর্থ্যের পুরোটা নিংড়ে দিয়ে জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। পিএসজির বড় শক্তি দলটির একঝাঁক তরুণ মুখ। কোচ লুইস এনরিকের অধীনে যাঁদের হার না মানা মানসিকতা । আজ থেকে শুরু হতে যাওয়া লিগে কোন দল তাদের চ্যালেঞ্জার হয়ে উঠবে, এখন সেটাই দেখার বিষয়। ১৯৯০ সালের পর এই প্রথম লিগে নগর প্রতিদ্বন্দ্বী হিসেবে প্যারিস এফসিকে পাচ্ছে পিএসজি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৫ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৫ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৬ ঘণ্টা আগে