ক্রীড়া ডেস্ক

বয়স যেন লিওনেল মেসির কাছে শুধুই একটা সংখ্যা। কদিন আগে ৩৮ পেরোনো মেসি ছুটে চলেছেন দুর্বার গতিতে। গোলের পর গোল করে নিত্যনতুন রেকর্ড গড়ছেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-ন্যাশভিল। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। মায়ামির দুটি গোলই করেছেন মেসি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান তাঁর জাতীয় ও বার্সেলোনা দলের সাবেক সতীর্থ মাশচেরানো। ইন্টার মায়ামি কোচ বলেন, ‘সে (মেসি) দারুণভাবে নিজের কাজ করছে। প্রতি তিন দিনে (একটা করে) রেকর্ড ভাঙছে। মেসি আমাদের জন্য আশীর্বাদ। বয়স ৩৮ হলেও মাঠে তার কাজ দেখে সেটা বোঝার উপায় নেই। সে শুধু গোলই করছে না। পুরো দলকে চালাচ্ছে।’
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। ১৭ মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের পায়ের পাশ দিয়ে বল জালে ঠেলে দেন তিনি। সব মিলিয়ে ফ্রি-কিকে মেসির গোল হলো ৬৯। দ্বিতীয়ার্ধে দ্রুত সমতায় ফেরে ন্যাশভিল। ৪৯ মিনিটে অ্যান্ডি নাজারের নিখুঁত ক্রসে হেডে গোল করেন হানি মুখতার। ঠিক তার ১৩ মিনিট পর এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের ভুল পাসে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি।
২-১ গোলের জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ২২ ম্যাচে পেয়েছে ৪৩। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, ন্যাশভিল ও কলম্বাসের পয়েন্ট ৪২, ৪১ ও ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারটা দলই খেলেছে ২২টি করে ম্যাচ।
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা মেসির কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১২ সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লা লিগায় বার্সেলোনার হয়ে টানা ছয় ম্যাচে (মায়োর্কা, রিয়াল জারাগোজা, লেভান্তে, অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেতিস, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে) দুটি করে গোল করেছিলেন। ১৩ বছরের পুরোনো সেই রেকর্ড ছোঁয়ার কাছে এখন মেসি। টিকিউএল স্টেডিয়ামে এমএলএসে বৃহস্পতিবার মুখোমুখি হবে সিনসিনাটি-ইন্টার মায়ামি। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে।

বয়স যেন লিওনেল মেসির কাছে শুধুই একটা সংখ্যা। কদিন আগে ৩৮ পেরোনো মেসি ছুটে চলেছেন দুর্বার গতিতে। গোলের পর গোল করে নিত্যনতুন রেকর্ড গড়ছেন আর্জেন্টাইন এই তারকা। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো।
চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারে (এমএলএস) মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি-ন্যাশভিল। এই ম্যাচে মায়ামি জিতেছে ২-১ গোলে। মায়ামির দুটি গোলই করেছেন মেসি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের কীর্তি গড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসান তাঁর জাতীয় ও বার্সেলোনা দলের সাবেক সতীর্থ মাশচেরানো। ইন্টার মায়ামি কোচ বলেন, ‘সে (মেসি) দারুণভাবে নিজের কাজ করছে। প্রতি তিন দিনে (একটা করে) রেকর্ড ভাঙছে। মেসি আমাদের জন্য আশীর্বাদ। বয়স ৩৮ হলেও মাঠে তার কাজ দেখে সেটা বোঝার উপায় নেই। সে শুধু গোলই করছে না। পুরো দলকে চালাচ্ছে।’
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ইন্টার মায়ামি। ১৭ মিনিটে দুর্দান্ত বাঁ পায়ের ফ্রি-কিকে গোলের খাতা খোলেন মেসি। ন্যাশভিল গোলরক্ষক জো উইলিসের পায়ের পাশ দিয়ে বল জালে ঠেলে দেন তিনি। সব মিলিয়ে ফ্রি-কিকে মেসির গোল হলো ৬৯। দ্বিতীয়ার্ধে দ্রুত সমতায় ফেরে ন্যাশভিল। ৪৯ মিনিটে অ্যান্ডি নাজারের নিখুঁত ক্রসে হেডে গোল করেন হানি মুখতার। ঠিক তার ১৩ মিনিট পর এগিয়ে যায় মায়ামি। ম্যাচের ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের ভুল পাসে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি।
২-১ গোলের জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ২২ ম্যাচে পেয়েছে ৪৩। দুই, তিন ও চারে থাকা সিনসিনাটি, ন্যাশভিল ও কলম্বাসের পয়েন্ট ৪২, ৪১ ও ৪১। পয়েন্ট তালিকার প্রথম চারটা দলই খেলেছে ২২টি করে ম্যাচ।
টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করা মেসির কাছে নতুন কিছু নয়। এর আগে ২০১২ সালে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে লা লিগায় বার্সেলোনার হয়ে টানা ছয় ম্যাচে (মায়োর্কা, রিয়াল জারাগোজা, লেভান্তে, অ্যাথলেটিক বিলবাও, রিয়াল বেতিস, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে) দুটি করে গোল করেছিলেন। ১৩ বছরের পুরোনো সেই রেকর্ড ছোঁয়ার কাছে এখন মেসি। টিকিউএল স্টেডিয়ামে এমএলএসে বৃহস্পতিবার মুখোমুখি হবে সিনসিনাটি-ইন্টার মায়ামি। ম্যাচটি বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে।

ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
৩ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
৪ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
৫ ঘণ্টা আগে