ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বিশাল ব্যবধানে। দুটিই এসেছে লা লিগায়। ৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছিল ওসাসুনাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের এবারের জয়টি এসেছে লেগানেসের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কু স্টেডিয়ামে। টানা দুই জয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল উঠে এসেছে দুই নম্বরে। ১৩ ম্যাচে দলটির এখন পয়েন্ট ৩০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। কাতালানরা (১৪) এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালের চেয়ে।
লেগানেসের বিপক্ষে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৪৩ মিনিটে গোলের হালখাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৬৬ ও ৮৫ মিনিটে অপর গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম। এমন জয়ে ভিনি-এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘ভিনি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে বৃহস্পতিবার। এমবাপ্পে গত দেড় সপ্তাহ ধরে অনুশীলন করছে। সে (এমবাপ্পে) তুলনামূলক বেশি সতেজ ছিল। ভিনির সহায়তায় দুর্দান্ত এক গোল করেছে সে (এমবাপ্পে)। ধাপে ধাপে দুজনই উন্নতি করছে।’
রিয়ালের গত রাতে জয়ের পর ভিনি-এমবাপ্পের প্রসঙ্গ এসেছে বারবার। আনচেলত্তি বলেন, ‘বাঁ প্রান্তে খেলে সে (এমবাপ্পে) অভ্যস্ত। কিন্তু ফরোয়ার্ডদের অবস্থান একটু বদলে দিয়েছি। এমবাপ্পেকে খেলানো হয়েছে উইংয়ে এবং ভেতরে ছিল ভিনিসিয়ুস। প্রথম গোলটা তো ভিনিই বানিয়ে দিয়েছিল এবং এরপর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
বার্সেলোনার সমান ১৪ ম্যাচ লা লিগায় খেলতে পারত রিয়াল মাদ্রিদ। ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা ছিল রিয়ালের। তবে ম্যাচটি স্থগিত করা হয়েছিল বন্যার কারণে। এই ম্যাচ জিতলেই লা লিগায় রিয়ালের পয়েন্ট হবে ৩৩। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে। লিভারপুলের অ্যানফিল্ডে হবে ম্যাচটি।

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বিশাল ব্যবধানে। দুটিই এসেছে লা লিগায়। ৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছিল ওসাসুনাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের এবারের জয়টি এসেছে লেগানেসের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কু স্টেডিয়ামে। টানা দুই জয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল উঠে এসেছে দুই নম্বরে। ১৩ ম্যাচে দলটির এখন পয়েন্ট ৩০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। কাতালানরা (১৪) এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালের চেয়ে।
লেগানেসের বিপক্ষে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৪৩ মিনিটে গোলের হালখাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৬৬ ও ৮৫ মিনিটে অপর গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম। এমন জয়ে ভিনি-এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘ভিনি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে বৃহস্পতিবার। এমবাপ্পে গত দেড় সপ্তাহ ধরে অনুশীলন করছে। সে (এমবাপ্পে) তুলনামূলক বেশি সতেজ ছিল। ভিনির সহায়তায় দুর্দান্ত এক গোল করেছে সে (এমবাপ্পে)। ধাপে ধাপে দুজনই উন্নতি করছে।’
রিয়ালের গত রাতে জয়ের পর ভিনি-এমবাপ্পের প্রসঙ্গ এসেছে বারবার। আনচেলত্তি বলেন, ‘বাঁ প্রান্তে খেলে সে (এমবাপ্পে) অভ্যস্ত। কিন্তু ফরোয়ার্ডদের অবস্থান একটু বদলে দিয়েছি। এমবাপ্পেকে খেলানো হয়েছে উইংয়ে এবং ভেতরে ছিল ভিনিসিয়ুস। প্রথম গোলটা তো ভিনিই বানিয়ে দিয়েছিল এবং এরপর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
বার্সেলোনার সমান ১৪ ম্যাচ লা লিগায় খেলতে পারত রিয়াল মাদ্রিদ। ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা ছিল রিয়ালের। তবে ম্যাচটি স্থগিত করা হয়েছিল বন্যার কারণে। এই ম্যাচ জিতলেই লা লিগায় রিয়ালের পয়েন্ট হবে ৩৩। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে। লিভারপুলের অ্যানফিল্ডে হবে ম্যাচটি।

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৩ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩৯ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে