ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বিশাল ব্যবধানে। দুটিই এসেছে লা লিগায়। ৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছিল ওসাসুনাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের এবারের জয়টি এসেছে লেগানেসের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কু স্টেডিয়ামে। টানা দুই জয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল উঠে এসেছে দুই নম্বরে। ১৩ ম্যাচে দলটির এখন পয়েন্ট ৩০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। কাতালানরা (১৪) এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালের চেয়ে।
লেগানেসের বিপক্ষে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৪৩ মিনিটে গোলের হালখাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৬৬ ও ৮৫ মিনিটে অপর গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম। এমন জয়ে ভিনি-এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘ভিনি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে বৃহস্পতিবার। এমবাপ্পে গত দেড় সপ্তাহ ধরে অনুশীলন করছে। সে (এমবাপ্পে) তুলনামূলক বেশি সতেজ ছিল। ভিনির সহায়তায় দুর্দান্ত এক গোল করেছে সে (এমবাপ্পে)। ধাপে ধাপে দুজনই উন্নতি করছে।’
রিয়ালের গত রাতে জয়ের পর ভিনি-এমবাপ্পের প্রসঙ্গ এসেছে বারবার। আনচেলত্তি বলেন, ‘বাঁ প্রান্তে খেলে সে (এমবাপ্পে) অভ্যস্ত। কিন্তু ফরোয়ার্ডদের অবস্থান একটু বদলে দিয়েছি। এমবাপ্পেকে খেলানো হয়েছে উইংয়ে এবং ভেতরে ছিল ভিনিসিয়ুস। প্রথম গোলটা তো ভিনিই বানিয়ে দিয়েছিল এবং এরপর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
বার্সেলোনার সমান ১৪ ম্যাচ লা লিগায় খেলতে পারত রিয়াল মাদ্রিদ। ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা ছিল রিয়ালের। তবে ম্যাচটি স্থগিত করা হয়েছিল বন্যার কারণে। এই ম্যাচ জিতলেই লা লিগায় রিয়ালের পয়েন্ট হবে ৩৩। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে। লিভারপুলের অ্যানফিল্ডে হবে ম্যাচটি।

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
নিজেদের সবশেষ দুই ম্যাচেই রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে বিশাল ব্যবধানে। দুটিই এসেছে লা লিগায়। ৯ নভেম্বর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছিল ওসাসুনাকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গত রাতে লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের এবারের জয়টি এসেছে লেগানেসের মাঠ এস্তাদিও মিউনিসিপাল দি বুতার্কু স্টেডিয়ামে। টানা দুই জয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল উঠে এসেছে দুই নম্বরে। ১৩ ম্যাচে দলটির এখন পয়েন্ট ৩০। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৪। কাতালানরা (১৪) এক ম্যাচ বেশি খেলেছে রিয়ালের চেয়ে।
লেগানেসের বিপক্ষে রিয়ালের গোল তিনটি করেছেন তিন ফুটবলার। ৪৩ মিনিটে গোলের হালখাতা খোলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে। ৬৬ ও ৮৫ মিনিটে অপর গোল দুটি করেছেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম। এমন জয়ে ভিনি-এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ম্যাচ শেষে রিয়াল কোচ বলেন, ‘ভিনি আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছে বৃহস্পতিবার। এমবাপ্পে গত দেড় সপ্তাহ ধরে অনুশীলন করছে। সে (এমবাপ্পে) তুলনামূলক বেশি সতেজ ছিল। ভিনির সহায়তায় দুর্দান্ত এক গোল করেছে সে (এমবাপ্পে)। ধাপে ধাপে দুজনই উন্নতি করছে।’
রিয়ালের গত রাতে জয়ের পর ভিনি-এমবাপ্পের প্রসঙ্গ এসেছে বারবার। আনচেলত্তি বলেন, ‘বাঁ প্রান্তে খেলে সে (এমবাপ্পে) অভ্যস্ত। কিন্তু ফরোয়ার্ডদের অবস্থান একটু বদলে দিয়েছি। এমবাপ্পেকে খেলানো হয়েছে উইংয়ে এবং ভেতরে ছিল ভিনিসিয়ুস। প্রথম গোলটা তো ভিনিই বানিয়ে দিয়েছিল এবং এরপর থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছি।’
বার্সেলোনার সমান ১৪ ম্যাচ লা লিগায় খেলতে পারত রিয়াল মাদ্রিদ। ২ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলার কথা ছিল রিয়ালের। তবে ম্যাচটি স্থগিত করা হয়েছিল বন্যার কারণে। এই ম্যাচ জিতলেই লা লিগায় রিয়ালের পয়েন্ট হবে ৩৩। ছন্দে থাকা রিয়াল মাদ্রিদ পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মুখোমুখি হবে। লিভারপুলের অ্যানফিল্ডে হবে ম্যাচটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৩৫ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে