ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে লড়াই করতে করতেই তো সময় চলে যায় নেইমারের। মাঠেই যাঁকে খুব একটা দেখা যায় না, তাঁকে শুরুর একাদশে দেখা তো ‘অমাবশ্যার চাঁদ।’ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ৪৮১ দিন পর প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তবে কিছুই তিনি করতে পারেননি।
ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে গত রাতে নেইমারের সান্তোসের প্রতিপক্ষ ছিল নভোরিজোন্তিনো। ড. হোর্হে ইসমাইল ডি বিয়াসি স্টেডিয়ামে নভোরিজোন্তিনো-সান্তোস ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের ফলই বলে দিচ্ছে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি নেইমার। এটুকু দিয়েই অবশ্য তাঁর ব্যর্থতা বোঝার কোনো উপায় নেই। পরিসংখ্যানটা যদি আরও একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ৫৪ বার বল স্পর্শ করেছেন। সব মিলে ২৮ পাসের মধ্যে সফল পাস ২২টি। এমনকি ৭ বার ড্রিবলিংয়ের চেষ্টা করেও ব্যর্থ।
নভোরিজোন্তিনোর বিপক্ষে নেইমারকে নিয়েই একাদশ সাজিয়েছে সান্তোস। ব্রাজিলের এই ফরোয়ার্ড মাঠে ছিলেন ৭৫ মিনিট। তাঁর বদলি হিসেবে এরপর মাঠে নামেন গ্যাব্রিয়েল বোন্তেমপো। ম্যাচে বোন্তেমপো পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেননি।
ঘরের ছেলে ঘরে ফেরার এক সপ্তাহ পেরিয়ে গেছে। বলা হচ্ছে নেইমারের প্রসঙ্গে। দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন তিনি। তবে ফিরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেননি তিনি। দুই ম্যাচের দুটিতেই ড্র করেছে তাঁর দল।
৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকালে ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল সান্তোস-বোতাফোগো। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। ম্যাচের ৪৬ মিনিটে বোন্তেমপোর পরিবর্তে নেমেছিলেন নেইমার। সান্তোসে দীর্ঘ ১ যুগ পর ফেরার ম্যাচে নেইমার হয়েছিলেন ম্যাচসেরা।
চোটের সঙ্গে লড়াই করতে করতেই তো সময় চলে যায় নেইমারের। মাঠেই যাঁকে খুব একটা দেখা যায় না, তাঁকে শুরুর একাদশে দেখা তো ‘অমাবশ্যার চাঁদ।’ ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ৪৮১ দিন পর প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। তবে কিছুই তিনি করতে পারেননি।
ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে গত রাতে নেইমারের সান্তোসের প্রতিপক্ষ ছিল নভোরিজোন্তিনো। ড. হোর্হে ইসমাইল ডি বিয়াসি স্টেডিয়ামে নভোরিজোন্তিনো-সান্তোস ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচের ফলই বলে দিচ্ছে গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি নেইমার। এটুকু দিয়েই অবশ্য তাঁর ব্যর্থতা বোঝার কোনো উপায় নেই। পরিসংখ্যানটা যদি আরও একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায়, তাহলে দেখা যাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ৫৪ বার বল স্পর্শ করেছেন। সব মিলে ২৮ পাসের মধ্যে সফল পাস ২২টি। এমনকি ৭ বার ড্রিবলিংয়ের চেষ্টা করেও ব্যর্থ।
নভোরিজোন্তিনোর বিপক্ষে নেইমারকে নিয়েই একাদশ সাজিয়েছে সান্তোস। ব্রাজিলের এই ফরোয়ার্ড মাঠে ছিলেন ৭৫ মিনিট। তাঁর বদলি হিসেবে এরপর মাঠে নামেন গ্যাব্রিয়েল বোন্তেমপো। ম্যাচে বোন্তেমপো পার্থক্য গড়ে দেওয়ার মতো কিছু করতে পারেননি।
ঘরের ছেলে ঘরে ফেরার এক সপ্তাহ পেরিয়ে গেছে। বলা হচ্ছে নেইমারের প্রসঙ্গে। দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন তিনি। তবে ফিরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেললেও জয়ের মুখ দেখেননি তিনি। দুই ম্যাচের দুটিতেই ড্র করেছে তাঁর দল।
৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকালে ক্যাম্পেওনাতো পাউলিস্তা টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল সান্তোস-বোতাফোগো। সেই ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। ম্যাচের ৪৬ মিনিটে বোন্তেমপোর পরিবর্তে নেমেছিলেন নেইমার। সান্তোসে দীর্ঘ ১ যুগ পর ফেরার ম্যাচে নেইমার হয়েছিলেন ম্যাচসেরা।
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
৩৪ মিনিট আগেবিশ্ব ক্রিকেটে আফগানিস্তান বেশ দাপট দেখিয়ে খেলছে। আইসিসি ইভেন্টে দেখাচ্ছে চমক। কিন্তু নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সুযোগ এখনো হয়নি তাদের। ‘হোম ম্যাচ’ খেলতে কখনো ভারত, কখনো যেতে হয় সংযুক্ত আরব আমিরাতে। অবশেষে পাঁচ বছরের জন্য নির্দিষ্ট ঘরের মাঠ পেল আফগানরা।
১ ঘণ্টা আগেএকটু এদিক-ওদিক হলেই তামিম ইকবাল চলে যেতেন না ফেরার দেশে। তামিম যখন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, সেই মুহূর্তে আকরাম খানও ছিলেন ভীষণ দুশ্চিন্তায়। সেই উৎকণ্ঠার মুহূর্তে আকরামকে জানানো হয়েছিল, তামিম আর নেই!
২ ঘণ্টা আগেদেশ-বিদেশের অনেকেই আজ বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমের পাশাপাশি বিদেশের রাষ্ট্রপ্রধানরা পৃথক বিবৃতিতে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর ক্লাবও জানিয়েছে শুভেচ্ছা।
৪ ঘণ্টা আগে