নিজস্ব প্রতিবেদক,বেঙ্গালুরু থেকে

‘বি’ গ্রুপে হিসাবের একটা জটিল মারপ্যাঁচ তৈরি হতো যদি আজ প্রথম লেবাননকে হারিয়ে দিত মালদ্বীপ। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া আর বিকল্প থাকত না বাংলাদেশের সামনে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে ২৩ মিনিটে হাসান মাতুকের গোলে মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের জন্য একাধিক বিকল্প খুলে দিয়েছে এবারের সাফে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল লেবানন। তিন জয়ে ‘বি’ গ্রুপের সেরা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা দলটি। লেবাননের জয়ে ২০০৯ সালের পর বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল।
তিন জয়ে লেবাননের পয়েন্ট এখন ৯। সমান ম্যাচে মালদ্বীপের পয়েন্ট ৩। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্টও তাই। তবে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ায় মালদ্বীপ ও ভুটানের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। রাত ৮টায় ভুটানের বিপক্ষে শুরু হওয়া ম্যাচটায় বাংলাদেশকে শুধু একটা পয়েন্ট পেলেই চলবে। জয় বা ড্র হলেই সেমিফাইনালে খেলবেন জামাল ভূঁইয়ারা। সুযোগ থাকবে ভুটানের কাছে হারলেও।
যদি ভুটানের হেরেই যায় বাংলাদেশ তখন লেবানন ছাড়া বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ৩। তখন হিসাব কষতে হবে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান এই তিন দল কে কার বিপক্ষে করেছে কত গোল। ভুটানকে ২-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল মালদ্বীপ কিন্তু বাংলাদেশের কাছে হেরেছে ৩-১ গোলে। ৩ গোল করা মালদ্বীপ হজমও করেছে সমান তিন গোল। মালদ্বীপকে ৩ গোল দেওয়া বাংলাদেশ এক গোল হজম করায় +২ গোলে এগিয়ে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারলেও সেমিতে খেলবেন জামালরা। তবে ভুটানের কাছে হারের ব্যবধান ২ গোলের বেশি হলেই বিপদে পড়ে যাবে বাংলাদেশ।
হিসাবের মারপ্যাঁচে না গিয়ে বাংলাদেশের জন্য এখন সহজ সমীকরণ ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট পাওয়া। মালদ্বীপকে হারিয়ে যেভাবে উজ্জীবিত বাংলাদেশ দলও চায় জয় নিয়েই সেমিফাইনালে খেলতে।

‘বি’ গ্রুপে হিসাবের একটা জটিল মারপ্যাঁচ তৈরি হতো যদি আজ প্রথম লেবাননকে হারিয়ে দিত মালদ্বীপ। পরের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া আর বিকল্প থাকত না বাংলাদেশের সামনে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে ২৩ মিনিটে হাসান মাতুকের গোলে মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের জন্য একাধিক বিকল্প খুলে দিয়েছে এবারের সাফে র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল লেবানন। তিন জয়ে ‘বি’ গ্রুপের সেরা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে থাকা দলটি। লেবাননের জয়ে ২০০৯ সালের পর বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল।
তিন জয়ে লেবাননের পয়েন্ট এখন ৯। সমান ম্যাচে মালদ্বীপের পয়েন্ট ৩। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্টও তাই। তবে মালদ্বীপের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ায় মালদ্বীপ ও ভুটানের চেয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। রাত ৮টায় ভুটানের বিপক্ষে শুরু হওয়া ম্যাচটায় বাংলাদেশকে শুধু একটা পয়েন্ট পেলেই চলবে। জয় বা ড্র হলেই সেমিফাইনালে খেলবেন জামাল ভূঁইয়ারা। সুযোগ থাকবে ভুটানের কাছে হারলেও।
যদি ভুটানের হেরেই যায় বাংলাদেশ তখন লেবানন ছাড়া বাকি তিন দলের পয়েন্ট হবে সমান ৩। তখন হিসাব কষতে হবে বাংলাদেশ, মালদ্বীপ ও ভুটান এই তিন দল কে কার বিপক্ষে করেছে কত গোল। ভুটানকে ২-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল মালদ্বীপ কিন্তু বাংলাদেশের কাছে হেরেছে ৩-১ গোলে। ৩ গোল করা মালদ্বীপ হজমও করেছে সমান তিন গোল। মালদ্বীপকে ৩ গোল দেওয়া বাংলাদেশ এক গোল হজম করায় +২ গোলে এগিয়ে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারলেও সেমিতে খেলবেন জামালরা। তবে ভুটানের কাছে হারের ব্যবধান ২ গোলের বেশি হলেই বিপদে পড়ে যাবে বাংলাদেশ।
হিসাবের মারপ্যাঁচে না গিয়ে বাংলাদেশের জন্য এখন সহজ সমীকরণ ভুটানের বিপক্ষে একটা পয়েন্ট পাওয়া। মালদ্বীপকে হারিয়ে যেভাবে উজ্জীবিত বাংলাদেশ দলও চায় জয় নিয়েই সেমিফাইনালে খেলতে।

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১০ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১১ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
১১ ঘণ্টা আগে