
ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার।
কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো।
এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান।
৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২।

ম্যাচের প্রথম ২৫ মিনিট না পেরোতেই চার গোলের ব্যবধানে এগিয়ে ম্যানচেস্টার সিটি। বাকি সময়টাতে লেস্টার সিটিকে গোলবন্যায় ভাসানোর সব আয়োজন প্রায় তৈরিই ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের ঝলকে উল্টো সিটির জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তোলে লেস্টার।
কিন্তু শেষ পর্যন্ত রূপকথা লেখা হয়নি লেস্টারের। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিয়ে ৬-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।
সিটির হয়ে জোড়া গোল পেয়েছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুন্দোগান ও আইমারিক লাপোর্তে। লেস্টারের হয়ে একটি করে গোল করেছেন জেমস ম্যাডিসন, আন্দেমলা লুকমান ও কেলেচি ইহেনাচো।
এদিন ঘরের মাঠ ইতিহাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ফের্নান্দিনহোর বাড়ানো বল থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন বেলজিয়াম তারকা ডি ব্রুইন। ১৪ মিনিটে ব্যবধান বাড়ান মাহরেজ। পেনাল্টি থেকে গোল করেন তিনি।
প্রথমার্ধে সিটির তিন নম্বর গোলটি করেন জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোগান। ২৫ মিনিটে আরও একটি সফল স্পটকিক থেকে সিটিকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন স্টার্লিং। লেস্টারের ১০ মিনিট ঝলকের প্রথমটা ম্যাচের ৫৫ মিনিটে। লেস্টারের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ম্যাডিসন। তিন মিনিট পর ইহেনাচোর থ্রু পাস থেকে ব্যবধান আরও কমান লুকমান।
৬৫ মিনিটে অতিথিদের হয়ে তিন নম্বর গোলটি করেন ইহেনাচো। ম্যাডিসনের শট আরও একবার সিটি গোলরক্ষক ঠেকালেও বারপোস্টে লেগে ফিরে আসে। তবে আলগা বল পেয়ে যান ইহেনাচো। ফাঁকায় বল জালে জড়াতে কোনো ভুল করেননি এ নাইজেরিয়ান ফরোয়ার্ড। তবে পরে আরও দুই গোল করে লেস্টারকে জয়ের সুযোগ দেয়নি সিটি।
এ জয়ে ১৯ ম্যাচে ৪৭ শীর্ষস্থান মজবুত করেছে সিটি। দশম স্থানে থাকা লেস্টারের পয়েন্ট ১৭ ম্যাচে ২২।

চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩ মিনিট আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে