
অবশেষে দেশ ছাড়লেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। তালেবানরা ক্ষমতা দখলের মাসখানেক পর পাকিস্তানে আশ্রয় নিলেন দেশটির নারী ফুটবলাররা। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাওয়াদ জানিয়েছেন, যথাযথ কাগজপত্র দেখিয়ে তোরখাম সীমান্তের উত্তর-পশ্চিমাংশ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন এসব ফুটবলার। তবে পাকিস্তানই তাঁদের শেষ ঠিকানা নয়। শিগগিরই ইউরোপের কোনো দেশ বা অস্ট্রেলিয়ায় পাঠানো হবে নারী ফুটবলারদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ। লিখেছেন, ‘আফগানিস্তান থেকে তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তানে আসা আফগান নারী ফুটবল দলকে আমরা স্বাগত জানাই। তারা সবাই আফগানিস্তানের বৈধ পাসপোর্ট ও পাকিস্তানের ভিসা নিয়ে এসেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের নৌমান নাদিম তাদের স্বাগত জানিয়েছেন।’
পাকিস্তানে প্রবেশ করে লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে চলে যান নারী ফুটবলাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের। মূলত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরা পাকিস্তানে গেছেন।
৮১ জনের বহর নিয়ে গত মঙ্গলবার দেশ ছাড়েন নারী ফুটবলাররা। আজ (বৃহস্পতিবার) আরও ৩৪ জনের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবলারদের জরুরি ভিত্তিতে মানবিক ভিসা দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ ছিল। ফের দেশটির দখল নিয়ে নারীদের খেলাধুলার ব্যাপারে একই মনোভাব প্রকাশ করেছে তালেবান। এ কারণেই মূলত দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন নারী ফুটবলাররা।

অবশেষে দেশ ছাড়লেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। তালেবানরা ক্ষমতা দখলের মাসখানেক পর পাকিস্তানে আশ্রয় নিলেন দেশটির নারী ফুটবলাররা। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাওয়াদ জানিয়েছেন, যথাযথ কাগজপত্র দেখিয়ে তোরখাম সীমান্তের উত্তর-পশ্চিমাংশ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন এসব ফুটবলার। তবে পাকিস্তানই তাঁদের শেষ ঠিকানা নয়। শিগগিরই ইউরোপের কোনো দেশ বা অস্ট্রেলিয়ায় পাঠানো হবে নারী ফুটবলারদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ। লিখেছেন, ‘আফগানিস্তান থেকে তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তানে আসা আফগান নারী ফুটবল দলকে আমরা স্বাগত জানাই। তারা সবাই আফগানিস্তানের বৈধ পাসপোর্ট ও পাকিস্তানের ভিসা নিয়ে এসেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের নৌমান নাদিম তাদের স্বাগত জানিয়েছেন।’
পাকিস্তানে প্রবেশ করে লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে চলে যান নারী ফুটবলাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের। মূলত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরা পাকিস্তানে গেছেন।
৮১ জনের বহর নিয়ে গত মঙ্গলবার দেশ ছাড়েন নারী ফুটবলাররা। আজ (বৃহস্পতিবার) আরও ৩৪ জনের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবলারদের জরুরি ভিত্তিতে মানবিক ভিসা দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ ছিল। ফের দেশটির দখল নিয়ে নারীদের খেলাধুলার ব্যাপারে একই মনোভাব প্রকাশ করেছে তালেবান। এ কারণেই মূলত দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন নারী ফুটবলাররা।

ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
২ মিনিট আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৩ ঘণ্টা আগে