
অবশেষে দেশ ছাড়লেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। তালেবানরা ক্ষমতা দখলের মাসখানেক পর পাকিস্তানে আশ্রয় নিলেন দেশটির নারী ফুটবলাররা। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাওয়াদ জানিয়েছেন, যথাযথ কাগজপত্র দেখিয়ে তোরখাম সীমান্তের উত্তর-পশ্চিমাংশ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন এসব ফুটবলার। তবে পাকিস্তানই তাঁদের শেষ ঠিকানা নয়। শিগগিরই ইউরোপের কোনো দেশ বা অস্ট্রেলিয়ায় পাঠানো হবে নারী ফুটবলারদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ। লিখেছেন, ‘আফগানিস্তান থেকে তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তানে আসা আফগান নারী ফুটবল দলকে আমরা স্বাগত জানাই। তারা সবাই আফগানিস্তানের বৈধ পাসপোর্ট ও পাকিস্তানের ভিসা নিয়ে এসেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের নৌমান নাদিম তাদের স্বাগত জানিয়েছেন।’
পাকিস্তানে প্রবেশ করে লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে চলে যান নারী ফুটবলাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের। মূলত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরা পাকিস্তানে গেছেন।
৮১ জনের বহর নিয়ে গত মঙ্গলবার দেশ ছাড়েন নারী ফুটবলাররা। আজ (বৃহস্পতিবার) আরও ৩৪ জনের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবলারদের জরুরি ভিত্তিতে মানবিক ভিসা দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ ছিল। ফের দেশটির দখল নিয়ে নারীদের খেলাধুলার ব্যাপারে একই মনোভাব প্রকাশ করেছে তালেবান। এ কারণেই মূলত দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন নারী ফুটবলাররা।

অবশেষে দেশ ছাড়লেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। তালেবানরা ক্ষমতা দখলের মাসখানেক পর পাকিস্তানে আশ্রয় নিলেন দেশটির নারী ফুটবলাররা। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
ফাওয়াদ জানিয়েছেন, যথাযথ কাগজপত্র দেখিয়ে তোরখাম সীমান্তের উত্তর-পশ্চিমাংশ দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছেন এসব ফুটবলার। তবে পাকিস্তানই তাঁদের শেষ ঠিকানা নয়। শিগগিরই ইউরোপের কোনো দেশ বা অস্ট্রেলিয়ায় পাঠানো হবে নারী ফুটবলারদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তথ্যমন্ত্রী ফাওয়াদ। লিখেছেন, ‘আফগানিস্তান থেকে তোরখাম সীমান্ত দিয়ে পাকিস্তানে আসা আফগান নারী ফুটবল দলকে আমরা স্বাগত জানাই। তারা সবাই আফগানিস্তানের বৈধ পাসপোর্ট ও পাকিস্তানের ভিসা নিয়ে এসেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের নৌমান নাদিম তাদের স্বাগত জানিয়েছেন।’
পাকিস্তানে প্রবেশ করে লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্সে চলে যান নারী ফুটবলাররা। সেখানেই তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় তাঁদের। মূলত অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড়েরা পাকিস্তানে গেছেন।
৮১ জনের বহর নিয়ে গত মঙ্গলবার দেশ ছাড়েন নারী ফুটবলাররা। আজ (বৃহস্পতিবার) আরও ৩৪ জনের পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবলারদের জরুরি ভিত্তিতে মানবিক ভিসা দেওয়া হয়েছে।
নব্বইয়ের দশকে তালেবানের শাসনামলে আফগানিস্তানে নারীদের সব ধরনের খেলাধুলা বন্ধ ছিল। ফের দেশটির দখল নিয়ে নারীদের খেলাধুলার ব্যাপারে একই মনোভাব প্রকাশ করেছে তালেবান। এ কারণেই মূলত দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন নারী ফুটবলাররা।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩৫ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে