
ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।
লিসবনের এস্তাদিও দো বেনফিকা স্টেডিয়ামে গত রাতটা রোনালদোর জন্য মনে রাখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের নতুন মৌসুমের ম্যাচের ৩৪ মিনিটে রোনালদো ছুঁয়ে ফেলেন প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক। নুনো মেন্ডেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে একেবারে কাছ থেকে করলেন মাইলফলকের গোলটি। গোল করার পর রোনালদোর হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় অধরা মাইলফলকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ জয়ের পর রোনালদোর কাছে সেই পুরোনো প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে তিনি (রোনালদো) খেলছেন কি খেলছেন না। মাঠের ফুটবলের মতো এখানেও কৌশলে উত্তর দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড,‘পর্তুগালের একটা ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান। দুটি শিরোপা জিতেছি পর্তুগালের জার্সিতে। খুব করেই চেয়েছিলাম।’
২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বে শিরোপা জেতে পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো মেজর শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের প্রথম মৌসুমের শিরোপাও জেতেন রোনালদো। তাঁর মতো পর্তুগালও জিতেছে এই দুটি শিরোপা।
সামাজিক মাধ্যমে সরব রোনালদো গত রাতে মাইলফলক ছোঁয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্টের পর ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ডান পায়ে নেশনস লীগে এসেছি। আমরা এভাবেই চলতে থাকব।’ ক্যাপশন শেষে থাম্বস আপ ও পর্তুগালের পতাকার ইমোজি ব্যবহার করেছেন।
৯০০ গোলের মধ্যে রোনালদো সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে করেছেন ১৩১ গোল।
কোন দলের হয়ে রোনালদোর কত গোল
রিয়াল মাদ্রিদ ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
পর্তুগাল ১৩১
জুভেন্টাস ১০১
আল নাসর ৬৮
স্পোর্টিং লিসবন ৫

ক্লাব ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো জেতেন একের পর এক শিরোপা। গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো আন্তর্জাতিক ফুটবলেও সর্বোচ্চ গোলদাতা। তবে পর্তুগালের জার্সিতে কোনো বিশ্বকাপ জেতা হয়নি তাঁর। আন্তর্জাতিক ফুটবলে জিতেছেন ইউরো, উয়েফা নেশনস লিগের শিরোপা।
লিসবনের এস্তাদিও দো বেনফিকা স্টেডিয়ামে গত রাতটা রোনালদোর জন্য মনে রাখার মতোই। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশনস লিগের নতুন মৌসুমের ম্যাচের ৩৪ মিনিটে রোনালদো ছুঁয়ে ফেলেন প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০০ গোলের মাইলফলক। নুনো মেন্ডেসের ক্রস রিসিভ করে ডান পায়ের শটে একেবারে কাছ থেকে করলেন মাইলফলকের গোলটি। গোল করার পর রোনালদোর হাস্যোজ্জ্বল চেহারাই বলে দেয় অধরা মাইলফলকটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁর মাইলফলক ছোঁয়ার ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচ জয়ের পর রোনালদোর কাছে সেই পুরোনো প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে তিনি (রোনালদো) খেলছেন কি খেলছেন না। মাঠের ফুটবলের মতো এখানেও কৌশলে উত্তর দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড,‘পর্তুগালের একটা ইউরো জয়ই আমার কাছে বিশ্বকাপ জয়ের সমান। দুটি শিরোপা জিতেছি পর্তুগালের জার্সিতে। খুব করেই চেয়েছিলাম।’
২০১৬ ইউরোতে রোনালদোর নেতৃত্বে শিরোপা জেতে পর্তুগাল। এটাই তাদের ফুটবল ইতিহাসের প্রথম কোনো মেজর শিরোপা। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগের প্রথম মৌসুমের শিরোপাও জেতেন রোনালদো। তাঁর মতো পর্তুগালও জিতেছে এই দুটি শিরোপা।
সামাজিক মাধ্যমে সরব রোনালদো গত রাতে মাইলফলক ছোঁয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো পোস্টের পর ক্যাপশন দিয়েছেন, ‘আমরা ডান পায়ে নেশনস লীগে এসেছি। আমরা এভাবেই চলতে থাকব।’ ক্যাপশন শেষে থাম্বস আপ ও পর্তুগালের পতাকার ইমোজি ব্যবহার করেছেন।
৯০০ গোলের মধ্যে রোনালদো সর্বোচ্চ ৪৫০ গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। পর্তুগালের হয়ে করেছেন ১৩১ গোল।
কোন দলের হয়ে রোনালদোর কত গোল
রিয়াল মাদ্রিদ ৪৫০
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
পর্তুগাল ১৩১
জুভেন্টাস ১০১
আল নাসর ৬৮
স্পোর্টিং লিসবন ৫

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১০ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১১ ঘণ্টা আগে