Ajker Patrika

বড় সংগ্রহের দিকে জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৬: ৪৭
বড় সংগ্রহের দিকে জিম্বাবুয়ে

হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে বেশ চাপেই পড়েছে জিম্বাবুয়ে। ১১১ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ে চাপ সামলে বড় সংগ্রহের দিকে যাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৩৯ ওভারে ৫ উইকেটে ১৮১।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের শর্ট লেংথের বল কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার কমুনহুকামউই (১)। আরেক ওপেনার মারুমানিকে ফেরান মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৩ রানে ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হন। 

তৃতীয় উইকেট জুটিতে চাপটা সামাল দেওয়ার চেষ্টা করেন রেজিস চাকাভা ও ব্রেন্ডন টেলর। বেশ সাবধানেই খেলতে থাকেন তাঁরা। তবে তাদের বেশি দূর এগোতে দেননি সাকিব আল হাসান। ২৬ রান করা চাকাভাকে বোল্ড করে ৪৭ রানের জুটি ভাঙেন সাকিব।

ডিওন মায়ার্স ও টেলর চতুর্থ উইকেট জুটিতে বড় জুটি গড়ার আভাস দিয়েও পারেনি। দারুণ খেলতে থাকা টেলর হিট উইকেটে আউট হন। শরিফুলের করা বাউন্স বলটি ছেড়ে দেন টেলর। ব্যাট স্টাম্পে লাগলে হিট উইকেট আউট হন টেলর (৪৬)। উইকেটে থিতু হওয়া মায়ার্সকে ৩৪ রানে ফেরান সাকিব। 

জিম্বাবুয়েকে ভালো স্কোর এনে দিতে উইকেটে আছেন সিকান্দার রাজা (৮ *) আর মাদিভেরে (৪৩ *)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত