ক্রীড়া ডেস্ক

টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দাপুটে সিরিজ জয়ে বছর শেষ করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে ওয়েস্ট ইন্ডিজ সফর দুর্দান্ত কেটেছে জাকের আলী অনিকের। তিন সংস্করণ মিলিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৪০৯ রান করেছেন এই তরুণ ব্যাটার।
জাকেরের পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম হোসেন। টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ দুই ম্যাচেই ইম্প্যাক্টফুল দুটি ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেন্ট ভিনসেন্টে আজ শেষ টি-টোয়েন্টিতে স্পোর্টসম্যানশিপের দারুণ উদাহরণও রেখেছেন তাঁরা। সে ঘটনায় ক্রিকেটপ্রেমী ও সাবেকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন দুজনে।
ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা। গুদাকেশ মোটির বল জাকের আলী স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে পাঠান। ওবেদ ম্যাককয় দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন! বাউন্ডারি বাঁচালেও ডাইভ দেওয়ার পর ম্যাককয় ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন। জাকের ও শমীম বিষয়টি খেয়াল করেন। দেখেন, ম্যাককয় রশির কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন, এরপর রান নেওয়া বন্ধ করে দেন দুজনে। ২ রানের বেশি আর নেননি তাঁরা। সুযোগ ছিল আরও রান নেওয়ার।
জাকের ও শামীমের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। যদি ২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়, তবে এই ঘটনার জন্য তাঁর প্রস্তাব করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হাত তালির দুটো ইমোজি জুড়ে দিয়ে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের জন্য স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তটির কথা প্রস্তাব করব, যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান নেওয়া থেকে বিরত ছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন, তৃতীয় টি-টোয়েন্টি আউটফিল্ডে বল ধরার সময় ওবেদ ম্যাককয় চোট পেয়েছেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে বিশপের পরামর্শ, ‘বাংলাদেশ, এই অসাধারণ তরুণ দলটিকে সঠিকভাবে গড়ে তোলার এবং উন্নতি করার চমৎকার সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে শক্তি রয়েছে, আর পেস বোলিং দিন দিন উন্নতি করছে। এই সুযোগটি কাজে লাগাতে ভুল করবেন না। ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

টেস্টে ১-১ সমতা, ওয়ানডেতে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দারুণ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। দাপুটে সিরিজ জয়ে বছর শেষ করেছেন লিটন দাস-মেহেদী হাসান মিরাজরা। তবে দলের পাশাপাশি ব্যক্তিগত অর্জনে ওয়েস্ট ইন্ডিজ সফর দুর্দান্ত কেটেছে জাকের আলী অনিকের। তিন সংস্করণ মিলিয়ে দুই দলের মধ্যে সর্বোচ্চ ৪০৯ রান করেছেন এই তরুণ ব্যাটার।
জাকেরের পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে ঝলক দেখিয়েছেন শামীম হোসেন। টানা দুই ম্যাচে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। এ দুই ম্যাচেই ইম্প্যাক্টফুল দুটি ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সেন্ট ভিনসেন্টে আজ শেষ টি-টোয়েন্টিতে স্পোর্টসম্যানশিপের দারুণ উদাহরণও রেখেছেন তাঁরা। সে ঘটনায় ক্রিকেটপ্রেমী ও সাবেকদের কাছ থেকে বেশ প্রশংসাও কুড়াচ্ছেন দুজনে।
ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলের ঘটনা। গুদাকেশ মোটির বল জাকের আলী স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে পাঠান। ওবেদ ম্যাককয় দৌড়ে গিয়ে বলটি ধরার চেষ্টা করেন! বাউন্ডারি বাঁচালেও ডাইভ দেওয়ার পর ম্যাককয় ব্যথায় কাতর হয়ে মাটিতে শুয়ে পড়েন। জাকের ও শমীম বিষয়টি খেয়াল করেন। দেখেন, ম্যাককয় রশির কাছাকাছি মাটিতে পড়ে রয়েছেন, এরপর রান নেওয়া বন্ধ করে দেন দুজনে। ২ রানের বেশি আর নেননি তাঁরা। সুযোগ ছিল আরও রান নেওয়ার।
জাকের ও শামীমের স্পোর্টসম্যানশিপ দেখে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ। যদি ২০২৪ সালের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেয়, তবে এই ঘটনার জন্য তাঁর প্রস্তাব করবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে হাত তালির দুটো ইমোজি জুড়ে দিয়ে বিশপ লিখেছেন, ‘যদি আইসিসি ২০২৪ সালের জন্য স্পিরিট অব ক্রিকেট পুরস্কার দিয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তটির কথা প্রস্তাব করব, যখন জাকের আলী ও শামীম হোসেন তৃতীয় রান নেওয়া থেকে বিরত ছিলেন। কারণ তারা বুঝতে পেরেছিলেন, তৃতীয় টি-টোয়েন্টি আউটফিল্ডে বল ধরার সময় ওবেদ ম্যাককয় চোট পেয়েছেন।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে তারুণ্য নির্ভর বাংলাদেশ দল নিয়ে বিশপের পরামর্শ, ‘বাংলাদেশ, এই অসাধারণ তরুণ দলটিকে সঠিকভাবে গড়ে তোলার এবং উন্নতি করার চমৎকার সুযোগ রয়েছে। ব্যাটিংয়ে শক্তি রয়েছে, আর পেস বোলিং দিন দিন উন্নতি করছে। এই সুযোগটি কাজে লাগাতে ভুল করবেন না। ওয়েস্ট ইন্ডিজ ২০২৫ সালে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’

বিপিএলের শেষভাগে এসে বিদেশি ক্রিকেটার উড়িয়ে নিয়ে আসা একেবারে নতুন কিছু নয়। বিশেষ করে প্লে-অফ পর্ব উতড়ে কীভাবে শিরোপা জেতা যায়, সেই লক্ষ্যে তারকা বিদেশি দলে ভেড়ানোর চেষ্টা করে ফ্র্যাঞ্চাইজিগুলো।
১৫ মিনিট আগে
ভারতের বিপক্ষে গতকাল বুলাওয়েতে জয়ের দারুণ সুবাস পাচ্ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হাতে ৮ উইকেট নিয়ে ৭০ বলে ৭৫ রানের সমীকরণ মেলানো তেমন একটা কঠিন কাজ নয়। কিন্তু ক্রিকেটকে কেন গৌরবময় অনিশ্চয়তার খেলা বলা হয়, সেটা আরও একবার প্রমাণ হয়েছে।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, সূচি দুই মাস আগেই প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্টের সময় যত ঘনিয়ে আসছে, ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা হচ্ছে তত বেশি। এমনকি বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তনের কথাও শোনা যাচ্ছে। তবে এমন কিছুতে রাজি নয় আয়ারল্যান্ড।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১৩ ঘণ্টা আগে