ক্রীড়া ডেস্ক
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের অভিযান শুরু হয়েছে আজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আছেন বাংলাদেশের দুই আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল। গতকাল বাছাইপর্বের শুরুর দিনেই তাঁরা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, রিতু মনি
থাইল্যান্ড একাদশ:
আফিসারা সুয়ানচোনরাথি, নান্নাপাত কোনচারোয়েনকাই, নাত্থাকান চ্যান্থাম, নারুইমল চাইওয়াই (অধিনায়ক), চানিদা সুত্থিরুয়াং, নাতায়া বুচাথাম, ফানিতা মায়া, থিপাচা পুত্থাওয়াং, সুনিদা চাতুরঙ্গাত্তানা, সুলিপন লাওমি, ওনিচা কামচোমফু
আরও পড়ুন:
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিনে না খেলেও থাকছে বাংলাদেশ
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্ব শুরু হয়েছে গতকাল। বাংলাদেশের অভিযান শুরু হয়েছে আজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন থাইল্যান্ড অধিনায়ক নারুইমল চাইওয়াই।
থাইল্যান্ডের বিপক্ষে আজ একই সঙ্গে অধিনায়কত্ব ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে নেমেছেন ইশমা তানজিম ও ফারজানা হক পিংকি। তানজিমের স্পিনটাও কার্যকরী হতে পারে এই ম্যাচে। ব্যাটিং লাইনআপে আরও আছেন শারমিন আকতার সুপ্তা, সোবহানা মোস্তারির মতো তারকারা।
বাংলাদেশের একাদশে আছেন দুই লেগস্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন। রাবেয়ার ব্যাটিংটাও মিডল অর্ডারে কাজে দিতে পারে। পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি আছেন একাদশে। স্পিন আক্রমণে আরও আছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। রিতুর সঙ্গে পেস আক্রমণে আছেন মারুফা আকতার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান করেছে।
নারী বিশ্বকাপ বাছাইপর্বে আছেন বাংলাদেশের দুই আম্পায়ার সাথিরা জাকির জেসি ও মাসুদুর রহমান মুকুল। গতকাল বাছাইপর্বের শুরুর দিনেই তাঁরা আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড—এই ছয় দল খেলবে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ড, গাদ্দাফি স্টেডিয়াম—লাহোরের এই দুই মাঠে হবে বাছাইপর্বের ম্যাচগুলো।
এ বছরের অক্টোবরে ভারতে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা—এই ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট কেটেছে। বাছাইপর্ব থেকে উঠবে আরও দুই দল। আট দলের বিশ্বকাপে হবে ৩১ ম্যাচ।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আকতার, ফারজানা হক পিংকি, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আকতার, রিতু মনি
থাইল্যান্ড একাদশ:
আফিসারা সুয়ানচোনরাথি, নান্নাপাত কোনচারোয়েনকাই, নাত্থাকান চ্যান্থাম, নারুইমল চাইওয়াই (অধিনায়ক), চানিদা সুত্থিরুয়াং, নাতায়া বুচাথাম, ফানিতা মায়া, থিপাচা পুত্থাওয়াং, সুনিদা চাতুরঙ্গাত্তানা, সুলিপন লাওমি, ওনিচা কামচোমফু
আরও পড়ুন:
মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিনে না খেলেও থাকছে বাংলাদেশ
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে