
সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’

সর্বশেষ দুই টেস্ট চ্যাম্পিয়নশিপেই তলানিতে ছিল বাংলাদেশ। বিপরীত অবস্থানে ছিল প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন কিউইরা। তবে ঘরের মাঠে সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে এবারের চক্রটা দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ।
দুই টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিলেট টেস্ট দুই দলের এবারের চক্রের প্রথম টেস্ট। প্রতিপক্ষের বিপক্ষে পাওয়া জয়টি আবার ঘরের মাটিতে বাংলাদেশের প্রথম জয়। ঐতিহাসিক জয়ের আনন্দটা দুর্দান্তভাবে উপভোগ করছেন ক্রিকেটাররা।
মাঠের জয়োৎসব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সিলেট টেস্টের নায়কদের সঙ্গে জয় উদ্যাপন করেছেন দলের বাইরে ও এই সংস্করণে সাবেক হওয়া ক্রিকেটাররাও। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ—এমনটি জানিয়েছেন তাসকিন আহমেদ। সিলেট টেস্টের স্কোয়াডে না থাকা এই পেসার বলেছেন, ‘ইতিহাস গড়ল বাংলাদেশ! টাইগারদের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।’
বাংলাদেশ জয় পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন দুই বছর আগে টেস্টকে বিদায় জানানো মাহমুদউল্লাহ রিয়াদ। সীমিত সংস্করণের অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘দুর্দান্ত জয়। অভিনন্দন এবং তোমাদের জয়ে গর্ব অনুভব করছি। মুহূর্তটা ধরে রাখো এবং সিরিজ জেতো। শুভ কামনা।’
মাঠে থেকে ঐতিহাসিক জয়ের সাক্ষী হওয়া উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম বলেছেন, ‘প্রথম টেস্টে ১৫০ রানের জয়ে ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে ১–০ লিড বাংলাদেশের।’ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে আরেকটি স্মরণীয় মাইলফলক।’
গত বছর কিউইদের তাদের মাটিতেই ৮ উইকেটে হারিয়ে প্রতিপক্ষদের বিপক্ষে টেস্টে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে প্রথম জয় পেল বাংলাদেশ। সেই জয়কে টেনে এনেই আরেকটি স্মরণীয় মাইলফলক বোঝাতে চেয়েছেন মিরাজ। অন্যদিকে ঘরের মাঠে কিউইদের প্রথমবার হারানোর বিষয়টি তুলে ধরেছেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসার বলেছেন, ‘ঘরের মাঠে প্রথমবার নিউজিল্যান্ডকে হারানো বাংলাদেশের জন্য ঐতিহাসিক জয়।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১৩ ঘণ্টা আগে