নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। দারুণ শুরুর পর মাঝের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তবে শেষ ৬ ওভারে রায়ান বার্ল ও লুক জঙ্গোয় ৭৯ রানের ঝোড়ো জুটিতে ১৫৬ রানের পুঁজি পায় ক্রেইগ আরভিনরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রেজিস চাকাভা ও ক্রেইগ আরভিন। মাত্র ৩ ওভারেই ২৯ রান তোলেন তাঁরা। বিধ্বংসী হয়ে ওঠা এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ১০ বলে ১৭ রান করে আফিফ হোসেনর তালুবদ্ধ হন চাকাভা।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাদহেভেরেকে থিতু হওয়ার আগেই ফেরান শেখ মেহেদী। পরের বলে নতুন ব্যাটার সিকান্দার রাজাকে গোল্ডেন ডাকে ফেরান এই স্পিনার। তাঁর জোড়া শিকারে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পান বাংলাদেশ বোলাররা।
৯ম ওভারে এসে শন উইলিমাসকে ফেরান নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দারুণ এক ডেলিভারিতে এই ব্যাটারকে নাজমুল হোসেন শান্তের ক্যাচবদ্ধ করেন তিনি। পরের ওভারে ওপেনার আরভিনকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বলে ২৪ রান করে কট বিহাইন্ডের শিকার তিনি।
দলীয় ৬৭ রানের মাথায় আরও একটি উইকেট হারায় স্বাগতিকেরা। মিল্টন শুম্বাকে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়ের দারুণ ক্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান।
১৫তম ওভারে তোপ ঝাড়েন রায়ান বার্ল। নাসুমকে পেয়েই পাঁচটি ছক্কা ও একটি চারে ৩৪ রান তুলে নেন এই ব্যাটার। তাতেই রানের চাকা ঘুরে যায় স্বাগতিকদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে এক ওভারে ৩৪ রান দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশ স্পিনার।
লুক জঙ্গোয়ে ও বার্ল মিলে শেষ চার ওভারে ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যান। ১৪৬ রানের মাথায় জঙ্গোয়কে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ২০ বলে ৩৫ রান করে জঙ্গোয় ফিরলে ভাঙে ৭৯ রানের বিশাল জুটি। ২৪ বলে ঝোড়ো ফিফটি করা বার্লকেও (৫৪) ফিরিয়েছেন এই পেসার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে তারা।

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। দারুণ শুরুর পর মাঝের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তবে শেষ ৬ ওভারে রায়ান বার্ল ও লুক জঙ্গোয় ৭৯ রানের ঝোড়ো জুটিতে ১৫৬ রানের পুঁজি পায় ক্রেইগ আরভিনরা।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিং নেয় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রেজিস চাকাভা ও ক্রেইগ আরভিন। মাত্র ৩ ওভারেই ২৯ রান তোলেন তাঁরা। বিধ্বংসী হয়ে ওঠা এই জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন নাসুম আহমেদ। ১০ বলে ১৭ রান করে আফিফ হোসেনর তালুবদ্ধ হন চাকাভা।
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে ওয়েসলি মাদহেভেরেকে থিতু হওয়ার আগেই ফেরান শেখ মেহেদী। পরের বলে নতুন ব্যাটার সিকান্দার রাজাকে গোল্ডেন ডাকে ফেরান এই স্পিনার। তাঁর জোড়া শিকারে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পান বাংলাদেশ বোলাররা।
৯ম ওভারে এসে শন উইলিমাসকে ফেরান নতুন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। দারুণ এক ডেলিভারিতে এই ব্যাটারকে নাজমুল হোসেন শান্তের ক্যাচবদ্ধ করেন তিনি। পরের ওভারে ওপেনার আরভিনকে ফেরান মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭ বলে ২৪ রান করে কট বিহাইন্ডের শিকার তিনি।
দলীয় ৬৭ রানের মাথায় আরও একটি উইকেট হারায় স্বাগতিকেরা। মিল্টন শুম্বাকে উইকেটের পেছনে থাকা এনামুল হক বিজয়ের দারুণ ক্যাচে ফেরান মোস্তাফিজুর রহমান।
১৫তম ওভারে তোপ ঝাড়েন রায়ান বার্ল। নাসুমকে পেয়েই পাঁচটি ছক্কা ও একটি চারে ৩৪ রান তুলে নেন এই ব্যাটার। তাতেই রানের চাকা ঘুরে যায় স্বাগতিকদের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ বোলার হিসেবে এক ওভারে ৩৪ রান দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশ স্পিনার।
লুক জঙ্গোয়ে ও বার্ল মিলে শেষ চার ওভারে ঝোড়ো ব্যাটিং করে দলকে বড় লক্ষ্যের দিকে নিয়ে যান। ১৪৬ রানের মাথায় জঙ্গোয়কে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ। ২০ বলে ৩৫ রান করে জঙ্গোয় ফিরলে ভাঙে ৭৯ রানের বিশাল জুটি। ২৪ বলে ঝোড়ো ফিফটি করা বার্লকেও (৫৪) ফিরিয়েছেন এই পেসার। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে তারা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে