নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেকর্ড তো গড়া হয় রেকর্ড ভাঙার জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ ৩৯২ রান করে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে রানের পাহাড় গড়েছে। তাদের নাম উঠেছে রেকর্ড বইয়ে।
নারী ডিপিএলে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান ও গুলশান ইয়ুথ ক্লাব নারী ক্রিকেট দল। গুলশানের বিপক্ষে রেকর্ডটা করল মোহামেডান। মেয়েদের ডিপিএলে এর আগে সর্বোচ্চ ৩২১ রানের রেকর্ডটি ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি।
গুলশানের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন মোহামেডান অধিনায়ক সালমা খাতুন। উদ্বোধনী জুটিতে ১৩৫ রান যোগ করেন জেসিয়া আকতার ও মুর্শিদা খাতুন। জেসিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিয়া আকতার। ৪১ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেন জেসিয়া। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে ২৫৭ রানের জুটি গড়েন জেসিয়া ও সোবহানা। দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ ওভারের পঞ্চম বলে মোস্তারিকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিয়া। ১০১ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১২৮ রান করেন মোস্তারি। ইনিংসের শেষ বলে ফারিয়া তুলে নেন আয়েশা রহমানের উইকেট। ৫০ ওভারে ৩ উইকেটে ৩৯২ রানে শেষ করে মোহামেডান। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করে অপরাজিত থাকেন মুর্শিদা। মোহামেডান ওপেনার ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ২৩ চার ও ২ ছক্কা।
৩৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুলশান ইয়ুথ। ৩৩.৪ ওভারে দলটির স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৭৪ রান।
অষ্টম উইকেটে সানজিদা আশা ও সুরায়া আজমিমের ৪৭ রানের জুটি গড়লেও বড় হারের মুখ থেকে গুলশানকে বাঁচাতে পারেনি। ৪৯.৪ ওভারে ১৪১
রানে অলআউট হয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আশা। মোহামেডান পায় ২৫১ রানের বিশাল জয়। সেরা বোলার রুমানা আহমেদ ১০ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৬ ওভার মেডেনও দিয়েছেন।

রেকর্ড তো গড়া হয় রেকর্ড ভাঙার জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ ৩৯২ রান করে ঢাকা প্রিমিয়ার নারী ক্রিকেট লিগে রানের পাহাড় গড়েছে। তাদের নাম উঠেছে রেকর্ড বইয়ে।
নারী ডিপিএলে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান ও গুলশান ইয়ুথ ক্লাব নারী ক্রিকেট দল। গুলশানের বিপক্ষে রেকর্ডটা করল মোহামেডান। মেয়েদের ডিপিএলে এর আগে সর্বোচ্চ ৩২১ রানের রেকর্ডটি ছিল বিকেএসপির। ২০২২-২৩ মৌসুমে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে ৩২১ রান করেছিল বিকেএসপি।
গুলশানের বিপক্ষে আজ টস জিতে ব্যাটিং নিয়েছেন মোহামেডান অধিনায়ক সালমা খাতুন। উদ্বোধনী জুটিতে ১৩৫ রান যোগ করেন জেসিয়া আকতার ও মুর্শিদা খাতুন। জেসিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিয়া আকতার। ৪১ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৭৫ রান করেন জেসিয়া। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে ২৫৭ রানের জুটি গড়েন জেসিয়া ও সোবহানা। দুই ব্যাটারই সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ ওভারের পঞ্চম বলে মোস্তারিকে ফিরিয়ে জুটি ভাঙেন ফারিয়া। ১০১ বলে ৬ চার ও ৭ ছক্কায় ১২৮ রান করেন মোস্তারি। ইনিংসের শেষ বলে ফারিয়া তুলে নেন আয়েশা রহমানের উইকেট। ৫০ ওভারে ৩ উইকেটে ৩৯২ রানে শেষ করে মোহামেডান। ইনিংস সর্বোচ্চ ১৭৯ রান করে অপরাজিত থাকেন মুর্শিদা। মোহামেডান ওপেনার ১৫৭ বলের ইনিংসে মেরেছেন ২৩ চার ও ২ ছক্কা।
৩৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গুলশান ইয়ুথ। ৩৩.৪ ওভারে দলটির স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৭৪ রান।
অষ্টম উইকেটে সানজিদা আশা ও সুরায়া আজমিমের ৪৭ রানের জুটি গড়লেও বড় হারের মুখ থেকে গুলশানকে বাঁচাতে পারেনি। ৪৯.৪ ওভারে ১৪১
রানে অলআউট হয়ে যায় দলটি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন আশা। মোহামেডান পায় ২৫১ রানের বিশাল জয়। সেরা বোলার রুমানা আহমেদ ১০ ওভারে ৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ৬ ওভার মেডেনও দিয়েছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে