ক্রীড়া ডেস্ক

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসংখ্যানটি শুনে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন চমকে গিয়েছিলেন ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। দিনশেষে স্বীকার করে নেওয়া ছাড়া আর উপায় ছিল না তাঁর কাছে। কারণটাও স্পষ্ট, রুটের দুর্দান্ত ফর্ম।
এই টেস্টের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে ছিলেন রুট। দারুণ এক সেঞ্চুরিতে তিন মহারথীকে পেছনে ফেলে দুয়ে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ টেস্ট খেলে ১৩ হাজার ৩৯১ রান করেছেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার।
সেই রেকর্ড ভাঙা আপাতত অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না। বছরে যেকোনো দলের চেয়ে ইংল্যান্ড টেস্ট খেলে থাকে বেশি। ছন্দ ধরে রাখলে সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি রিকি পন্টিং, ‘দেখে তো মনে হয় না ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা একটুও কমেছে। বরং যত দিন যাচ্ছে, রানের ক্ষুধা আরও বাড়ছে বলে মনে হয়। গতকাল কথাটা উঠেছিল—সে কি শচীনের রেকর্ড টপকে যেতে পারবে? দেখা যাক, হয়তো সত্যিই পারবে।’
পন্টিং ভেবেছিলেন আজই তাঁকে ছাড়িয়ে যাবেন রুট। তা অবশ্য মিথ্যে হয়নি। অংশুল কম্বোজের বল পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিয়ে ১৩ হাজার ৩৭৯ রানে পৌঁছান রুট। টপকে যান পন্টিংকে (১৩৩৭৮)।
আগের দিনের ১১ রানকে পুঁজি করে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট। এই টেস্টের আগে সব মিলিয়ে তাঁর রান ছিল ১৩ হাজার ২৫৯। তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটিতে তাঁকে সঙ্গে দেওয়া ওলি পোপ থেমে যান ১২৮ বলে ৭ চারে ৭১ রানে। হ্যারি ব্রুকও (৩) টিকতে পারেননি ১২ বলের বেশি। তবে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে রুট ছুটতে থাকেন মাইলফলকের পথে।
দিনের শুরুতে অবশ্য ওল্ড ট্রাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের কীর্তি গড়েন রুট। তারপর একে একে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান। চা–বিরতির আগে অংশুলকে লেগ গ্লান্স করে তুলে নেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নেন তিনি। এ নিয়ে ১২টি সেঞ্চুরি হলো তাঁর। এর মধ্যে ঘরের মাঠে ৯টি। নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান ডন ব্র্যাডম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে আট দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
রুটের সঙ্গে ইংল্যান্ডও এগিয়ে যাচ্ছে রানপাহাড়ের দিকে। ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রান করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ১০০ রানের। রুট ১৩২ ও স্টোকস ব্যাটিং করছিলেন ৪৬ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৫৮ রানে।

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসংখ্যানটি শুনে ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিন চমকে গিয়েছিলেন ভারতীয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। দিনশেষে স্বীকার করে নেওয়া ছাড়া আর উপায় ছিল না তাঁর কাছে। কারণটাও স্পষ্ট, রুটের দুর্দান্ত ফর্ম।
এই টেস্টের আগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচে ছিলেন রুট। দারুণ এক সেঞ্চুরিতে তিন মহারথীকে পেছনে ফেলে দুয়ে উঠে আসেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার। রাত সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ টেস্ট খেলে ১৩ হাজার ৩৯১ রান করেছেন তিনি। ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ওপরে রয়েছেন শচীন টেন্ডুলকার।
সেই রেকর্ড ভাঙা আপাতত অসম্ভব কিছু বলে মনে হচ্ছে না। বছরে যেকোনো দলের চেয়ে ইংল্যান্ড টেস্ট খেলে থাকে বেশি। ছন্দ ধরে রাখলে সম্ভব বলে মনে করেন অজি কিংবদন্তি রিকি পন্টিং, ‘দেখে তো মনে হয় না ক্রিকেটের প্রতি ওর ভালোবাসা একটুও কমেছে। বরং যত দিন যাচ্ছে, রানের ক্ষুধা আরও বাড়ছে বলে মনে হয়। গতকাল কথাটা উঠেছিল—সে কি শচীনের রেকর্ড টপকে যেতে পারবে? দেখা যাক, হয়তো সত্যিই পারবে।’
পন্টিং ভেবেছিলেন আজই তাঁকে ছাড়িয়ে যাবেন রুট। তা অবশ্য মিথ্যে হয়নি। অংশুল কম্বোজের বল পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিয়ে ১৩ হাজার ৩৭৯ রানে পৌঁছান রুট। টপকে যান পন্টিংকে (১৩৩৭৮)।
আগের দিনের ১১ রানকে পুঁজি করে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেন রুট। এই টেস্টের আগে সব মিলিয়ে তাঁর রান ছিল ১৩ হাজার ২৫৯। তৃতীয় উইকেটে ১৪৪ রানের জুটিতে তাঁকে সঙ্গে দেওয়া ওলি পোপ থেমে যান ১২৮ বলে ৭ চারে ৭১ রানে। হ্যারি ব্রুকও (৩) টিকতে পারেননি ১২ বলের বেশি। তবে অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে রুট ছুটতে থাকেন মাইলফলকের পথে।
দিনের শুরুতে অবশ্য ওল্ড ট্রাফোর্ডে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের কীর্তি গড়েন রুট। তারপর একে একে রাহুল দ্রাবিড় ও জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে যান। চা–বিরতির আগে অংশুলকে লেগ গ্লান্স করে তুলে নেন ক্যারিয়ারের ৩৮তম সেঞ্চুরি। স্টিভেন স্মিথকে (১১) ছাড়িয়ে টেস্টে ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নেন তিনি। এ নিয়ে ১২টি সেঞ্চুরি হলো তাঁর। এর মধ্যে ঘরের মাঠে ৯টি। নিজেদের মাঠে কোনো প্রতিপক্ষের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ছাড়িয়ে যান ডন ব্র্যাডম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে আট দেশে আটটি সেঞ্চুরি রয়েছে এই কিংবদন্তির।
রুটের সঙ্গে ইংল্যান্ডও এগিয়ে যাচ্ছে রানপাহাড়ের দিকে। ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রান করেছে স্বাগতিকেরা। লিড নিয়েছে ১০০ রানের। রুট ১৩২ ও স্টোকস ব্যাটিং করছিলেন ৪৬ রানে। এর আগে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩৫৮ রানে।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে