
‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিতি সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে ২০১৭ সালে। ওভালে সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আট বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হতে যাচ্ছে। আট দলের এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।
তবে শুরুর আগেই আগামী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার কারণ, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। এখন প্রায় প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করে। যার কারণে আইসিসির টুর্নামেন্টের সূচি বের করাটায় পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে।
আগামী চ্যাম্পিয়নস ট্রফি হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে। তবে শুরুর এক বছর বাকি থাকতেই এই টুর্নামেন্ট নিয়ে খবরের কারণ—ভেন্যু জটিলতা। এ সময় শুরু হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আবার স্বাগতিক পাকিস্তানসহ যে আট দল খেলবে, তারা নিরাপত্তা কারণে পাকিস্তানে যাবে কি না সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভারত কি যাবে? নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। তার মধ্যে বেশ কিছু বোর্ড নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ওপর চ্যাম্পিয়নস ট্রফি প্রভাব ফেলতে পারে ভেবে চিন্তিত।
সংযুক্ত আরব আমিরাত খেলবে না চ্যাম্পিয়নস ট্রফিতে। তারপরও চিন্তিত তারা। কারণ, আইসিসির এই টুর্নামেন্ট চললে, তাদের আইএলটি-২০ লিগে খেলোয়াড় পাওয়াটায় কঠিন হয়ে দাঁড়াবে। সেটি মাথায় চিন্তা করেই আইএলটি-২০ লিগের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উইন্ডোতে প্রভাব ফেলতে পারে।
২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ওই সময় বেশ কয়েকটি দেশে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে। তার মধ্যে বাংলাদেশের বিপিএল, দক্ষিণ আফ্রিকার এসএ-২০, আরব আমিরাতের আইএলটি-২০ ও পাকিস্তানের পিএসএল হয়ে থাকে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমিরাত ছাড়া খেলবে বাকি তিন দল। যার কারণে সূচি নিয়ে এই দুশ্চিন্তা।

‘মিনি বিশ্বকাপ’ নামে পরিচিতি সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হয়েছে ২০১৭ সালে। ওভালে সেবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। আট বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হতে যাচ্ছে। আট দলের এই টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান।
তবে শুরুর আগেই আগামী চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। তার কারণ, ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। এখন প্রায় প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজন করে। যার কারণে আইসিসির টুর্নামেন্টের সূচি বের করাটায় পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে।
আগামী চ্যাম্পিয়নস ট্রফি হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে। তবে শুরুর এক বছর বাকি থাকতেই এই টুর্নামেন্ট নিয়ে খবরের কারণ—ভেন্যু জটিলতা। এ সময় শুরু হয় পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আবার স্বাগতিক পাকিস্তানসহ যে আট দল খেলবে, তারা নিরাপত্তা কারণে পাকিস্তানে যাবে কি না সেটি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ভারত কি যাবে? নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত তারা। তার মধ্যে বেশ কিছু বোর্ড নিজেদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ওপর চ্যাম্পিয়নস ট্রফি প্রভাব ফেলতে পারে ভেবে চিন্তিত।
সংযুক্ত আরব আমিরাত খেলবে না চ্যাম্পিয়নস ট্রফিতে। তারপরও চিন্তিত তারা। কারণ, আইসিসির এই টুর্নামেন্ট চললে, তাদের আইএলটি-২০ লিগে খেলোয়াড় পাওয়াটায় কঠিন হয়ে দাঁড়াবে। সেটি মাথায় চিন্তা করেই আইএলটি-২০ লিগের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি আমাদের উইন্ডোতে প্রভাব ফেলতে পারে।
২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। ওই সময় বেশ কয়েকটি দেশে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলে। তার মধ্যে বাংলাদেশের বিপিএল, দক্ষিণ আফ্রিকার এসএ-২০, আরব আমিরাতের আইএলটি-২০ ও পাকিস্তানের পিএসএল হয়ে থাকে। চ্যাম্পিয়নস ট্রফিতে আমিরাত ছাড়া খেলবে বাকি তিন দল। যার কারণে সূচি নিয়ে এই দুশ্চিন্তা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৬ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে