ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ তারাই করেছে, বিপরীতে ভারতের ভ্রমণ ০ কিলোমিটার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সে ক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল এখন দুবাইয়ে হচ্ছে।
ভারত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে নিজেদের ডেরার মতো বানিয়ে ফেলেছে দুবাই স্টেডিয়ামকে। প্র্যাকটিস গ্রাউন্ড, উইকেট, আবহাওয়া—দুবাইয়ের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে ফেলেছে ভারত। কিউইরা এই টুর্নামেন্টে এরই মধ্যে পাকিস্তান থেকে দুবাইয়ে দুবার আসা-যাওয়া করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সে অর্থে বেশি সুযোগ পায়নি।
সঙ্গে ভ্রমণঝক্কির ধকল তো কিউইদের আছেই। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কেন উইলিয়ামসনরা।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ড দলকে, যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার! দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ তারাই করেছে, বিপরীতে ভারতের ভ্রমণ ০ কিলোমিটার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সে ক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল এখন দুবাইয়ে হচ্ছে।
ভারত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে নিজেদের ডেরার মতো বানিয়ে ফেলেছে দুবাই স্টেডিয়ামকে। প্র্যাকটিস গ্রাউন্ড, উইকেট, আবহাওয়া—দুবাইয়ের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে ফেলেছে ভারত। কিউইরা এই টুর্নামেন্টে এরই মধ্যে পাকিস্তান থেকে দুবাইয়ে দুবার আসা-যাওয়া করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সে অর্থে বেশি সুযোগ পায়নি।
সঙ্গে ভ্রমণঝক্কির ধকল তো কিউইদের আছেই। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কেন উইলিয়ামসনরা।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ড দলকে, যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার! দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।
সীমিত ওভারের ক্রিকেটে সময়টা ভালোই যাচ্ছে রোহিত শর্মার। সাড়ে ৮ মাস ব্যবধানে জিতেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা। সেই তুলনায় টেস্টে কিছুটা ম্লান তিনি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বাজে পারফরম্যান্সের কারণে অনেক সমালোচিত হয়েছেন।
৪৩ মিনিট আগেটি-টোয়েন্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক ক্রিকেট। সহজ একটি নমুনা—আইপিএলে খেলা নিশ্চিত করতে গিয়ে আইপিএলের সাংঘর্ষিক সূচির ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারকা ক্রিকেটাররা। এ থেকে উত্তরণের উপায় খুঁজতে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
১ ঘণ্টা আগেহাভিয়ের কাবরেরা বাংলাদেশ ফুটবল দলের কোচ হিসেবে আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কয়েক দফায় তাঁর চুক্তি বাড়িয়েছে। এবার সামাজিক মাধ্যমে তাঁর একটি রেকর্ড দেখাতে গিয়ে বিদ্রুপের শিকার হয়েছে বাফুফে।
২ ঘণ্টা আগেঈদের পর বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২০ এপ্রিল। শেষ হতে হতে মে মাসের প্রথম সপ্তাহ। এই সিরিজের পর ঘরের মাঠে ব্যস্ততা বাড়বে জিম্বাবুয়ের।
২ ঘণ্টা আগে