ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ তারাই করেছে, বিপরীতে ভারতের ভ্রমণ ০ কিলোমিটার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সে ক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল এখন দুবাইয়ে হচ্ছে।
ভারত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে নিজেদের ডেরার মতো বানিয়ে ফেলেছে দুবাই স্টেডিয়ামকে। প্র্যাকটিস গ্রাউন্ড, উইকেট, আবহাওয়া—দুবাইয়ের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে ফেলেছে ভারত। কিউইরা এই টুর্নামেন্টে এরই মধ্যে পাকিস্তান থেকে দুবাইয়ে দুবার আসা-যাওয়া করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সে অর্থে বেশি সুযোগ পায়নি।
সঙ্গে ভ্রমণঝক্কির ধকল তো কিউইদের আছেই। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কেন উইলিয়ামসনরা।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ড দলকে, যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার! দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।

চ্যাম্পিয়নস ট্রফি শেষ হচ্ছে ঠিকই, তবে ভারতের সমালোচনা এখনো চলছেই। পাকিস্তানে খেলতে না যাওয়ায় পুরো টুর্নামেন্টই যেন কিছুটা রং হারিয়েছে। পাকিস্তান-দুবাই করতে করতে অন্য দলগুলো ভ্রমণ ঝক্কিতে ক্লান্ত। আগামী পরশু ভারতের ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও ভ্রমণ হ্যাপায় ক্লান্ত। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ তারাই করেছে, বিপরীতে ভারতের ভ্রমণ ০ কিলোমিটার।
চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তান অনেক নাটকের পর আরব আমিরাতকে সঙ্গে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি হয়। শর্ত ছিল, ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে যদি ভারত পৌঁছে যায়, সে ক্ষেত্রেও তারা খেলবে একই মাঠে। সেমির বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত, তাই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের বদলে ফাইনাল এখন দুবাইয়ে হচ্ছে।
ভারত টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত একই মাঠে খেলে নিজেদের ডেরার মতো বানিয়ে ফেলেছে দুবাই স্টেডিয়ামকে। প্র্যাকটিস গ্রাউন্ড, উইকেট, আবহাওয়া—দুবাইয়ের কন্ডিশনে নিজেদের খাপ খাইয়ে ফেলেছে ভারত। কিউইরা এই টুর্নামেন্টে এরই মধ্যে পাকিস্তান থেকে দুবাইয়ে দুবার আসা-যাওয়া করেছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সে অর্থে বেশি সুযোগ পায়নি।
সঙ্গে ভ্রমণঝক্কির ধকল তো কিউইদের আছেই। তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে পাকিস্তানের করাচিতে। সেখান থেকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে যায় রাওয়ালপিন্ডিতে। সেখান থেকে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে তাদের যেতে হয় দুবাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলতে দুবাই থেকে নিউজিল্যান্ড আসে লাহোরে। লাহোরের পর ফাইনাল খেলতে আবার দুবাইয়ে পা রেখেছেন কেন উইলিয়ামসনরা।
সব মিলিয়ে এবারের টুর্নামেন্টে মোট ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে নিউজিল্যান্ড দলকে, যা চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারতের ভ্রমণ সেখানে শূন্য কিলোমিটার! দ্বিতীয় সর্বোচ্চ ৩২৮৬ কিলোমিটার ভ্রমণ করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সেমিফাইনাল হতে পারে, এই সম্ভাবনায় ৩৬ ঘণ্টার জন্য দুবাইয়ে গিয়েছিল প্রোটিয়ারা। শেষ পর্যন্ত তাদের সেমি খেলতে দুবাই থেকে আবার লাহোরেই ফিরতে হয়েছে।

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৮ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে