
‘এ’ গ্রুপে আজ দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডাচদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশরা।
টস জিতে আগে ব্যাট করে সুবিধা করতে পারেননি ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তারা করতে পারে ১০৬ রান। ১০৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আইরিশদের। মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্ড্রু বালবির্নির দল। ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং আর কেভিন ও ব্রাইন।
দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২৭ রান। ২৭ রানে ও ব্রাইনের বিদায়ের পর দ্রুত তিন নম্বরে নামা বালবির্নিকে হারায় আইরিশরা। তবে চতুর্থ উইকেটে ৫৬ রানের দারুণ এক জুটিতে দলকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি স্টার্লিং আর গ্যারেথ ডিলানি। ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংসে জয় প্রায় নিশ্চিত করে ফেরেন ডিলানি। জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন স্টার্লিং আর এই ম্যাচের নায়ক কার্টিস ক্যাম্ফার।
এর আগে নেদারল্যান্ডসকে বলতে গেলে একাই ম্যাচ থেকে ছিটকে দেন ক্যাম্ফার। ডাচ ইনিংসের দশম ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট নেন তিনি। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে আরও তিন উইকেট হারায় ডাচরা। তবে এ ক্ষেত্রে হ্যাটট্রিক হয়নি বোলার বেন হোয়াইটের। পঞ্চম বলটিতে রান আউট হন লগান ফন বিক। এই দুজনের বোলিং তোপে শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
লড়াইয়ের মতো পুঁজি না পেয়ে পেরে ওঠেননি নেদারল্যান্ডস বোলাররা।

‘এ’ গ্রুপে আজ দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে আয়ারল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডাচদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে আইরিশরা।
টস জিতে আগে ব্যাট করে সুবিধা করতে পারেননি ডাচ ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তারা করতে পারে ১০৬ রান। ১০৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি আইরিশদের। মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অ্যান্ড্রু বালবির্নির দল। ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং আর কেভিন ও ব্রাইন।
দুজনের ওপেনিং জুটি থেকে আসে ২৭ রান। ২৭ রানে ও ব্রাইনের বিদায়ের পর দ্রুত তিন নম্বরে নামা বালবির্নিকে হারায় আইরিশরা। তবে চতুর্থ উইকেটে ৫৬ রানের দারুণ এক জুটিতে দলকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি স্টার্লিং আর গ্যারেথ ডিলানি। ২৯ বলে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংসে জয় প্রায় নিশ্চিত করে ফেরেন ডিলানি। জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন স্টার্লিং আর এই ম্যাচের নায়ক কার্টিস ক্যাম্ফার।
এর আগে নেদারল্যান্ডসকে বলতে গেলে একাই ম্যাচ থেকে ছিটকে দেন ক্যাম্ফার। ডাচ ইনিংসের দশম ওভারে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা চার বলে চার উইকেট নেন তিনি। ইনিংসের শেষ ওভারের শেষ তিন বলে আরও তিন উইকেট হারায় ডাচরা। তবে এ ক্ষেত্রে হ্যাটট্রিক হয়নি বোলার বেন হোয়াইটের। পঞ্চম বলটিতে রান আউট হন লগান ফন বিক। এই দুজনের বোলিং তোপে শেষ পর্যন্ত ১০৬ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।
লড়াইয়ের মতো পুঁজি না পেয়ে পেরে ওঠেননি নেদারল্যান্ডস বোলাররা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৪ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে