
প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরকে সামনে রেখে কিছুদিন আগে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু বাংলাদেশ সফরে আসার আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে ডারসি ব্রাউনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বাঁ পায়ের চোটে ছিটকে গেছেন অজি পেসার। স্ক্যানে বাঁ পায়ে নাভিকিউলার স্ট্রেস ধরা পড়েছে। ২১ বছর বয়সী পেসার শুধু বাংলাদেশের সফরই নয়, আরও দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন। কবে ফিরতে পারে জানে না ক্রিকেট অস্ট্রেলিয়াও। তবে ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে পারেন তিনি।
ব্রাউনের বদলি হিসেবে ইতিমধ্যে গ্রেস হারিসের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ৩০ বছর বয়সী অফ স্পিনার শুধু ওয়ানডে সংস্করণের জন্য। কারণ টি-টোয়েন্টি স্কোয়াডে আগে থেকেই তিনিই আছেন। তবে সংক্ষিপ্ত সংস্করণে ব্রাউনের বদলি কে হবেন তা জানায়নি অস্ট্রেলিয়া। ব্রাউনের মতো বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা অলরাউন্ডার হিথার গ্রাহামও। তিনি এখনো পুরোপুরি ফিট হননি।
বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে আবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজেও মুখোমুখি হবে দুই দল। আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে ৭ বারের ওয়ানডে বিশ্বকাপজয়ীদের। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। বাকি দুই ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টি হবে ৩১ মার্চ। বাকি দুটি হবে ২ ও ৪ এপ্রিল।

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঐতিহাসিক এই সফরকে সামনে রেখে কিছুদিন আগে ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু বাংলাদেশ সফরে আসার আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সফরে ডারসি ব্রাউনকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। বাঁ পায়ের চোটে ছিটকে গেছেন অজি পেসার। স্ক্যানে বাঁ পায়ে নাভিকিউলার স্ট্রেস ধরা পড়েছে। ২১ বছর বয়সী পেসার শুধু বাংলাদেশের সফরই নয়, আরও দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন। কবে ফিরতে পারে জানে না ক্রিকেট অস্ট্রেলিয়াও। তবে ধারণা করা হচ্ছে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে পারেন তিনি।
ব্রাউনের বদলি হিসেবে ইতিমধ্যে গ্রেস হারিসের নাম ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ৩০ বছর বয়সী অফ স্পিনার শুধু ওয়ানডে সংস্করণের জন্য। কারণ টি-টোয়েন্টি স্কোয়াডে আগে থেকেই তিনিই আছেন। তবে সংক্ষিপ্ত সংস্করণে ব্রাউনের বদলি কে হবেন তা জানায়নি অস্ট্রেলিয়া। ব্রাউনের মতো বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন স্ট্যান্ডবাই হিসেবে থাকা অলরাউন্ডার হিথার গ্রাহামও। তিনি এখনো পুরোপুরি ফিট হননি।
বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে আবার প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজেও মুখোমুখি হবে দুই দল। আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে ৭ বারের ওয়ানডে বিশ্বকাপজয়ীদের। এ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ২১ মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ। বাকি দুই ম্যাচ ২৪ ও ২৭ মার্চ। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টি হবে ৩১ মার্চ। বাকি দুটি হবে ২ ও ৪ এপ্রিল।

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন, এই প্রশ্ন এখন সবার মনে। বিষয়টি নিয়ে আগেও একাধিকবার কথা বলতে দেখা গেছে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। এলএমটেনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছিলেন তিনি। আরও একবার একই কথা শোনা গেল বিশ্বকাপ জয়ী কোচের কণ্ঠে।
১৪ মিনিট আগে
ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি। এ সময়ে দল নিয়ে কোথায় বিশ্লেষণ হবে, সেখানে উদ্বেগ, চিন্তা, আলোচনা বাংলাদেশের অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়ে।
১ ঘণ্টা আগে
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলকে ‘ড্যাডস আর্মি’ বলে কটাক্ষ করেছিল ইংলিশ মিডিয়া ও ইংল্যান্ডের সমর্থকেরা। শেষ পর্যন্ত ‘ড্যাড’দের অভিজ্ঞতারই জয় হয়েছে মাত্রই শেষ হওয়া অ্যাশেজে।
১ ঘণ্টা আগে
টানা হারের বৃত্তে আটকে থাকা নোয়াখালী এক্সপ্রেস নিজেদের প্রথম জয় পেয়েছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল নবাগত ফ্র্যাঞ্চাইজিটির কাছে ৯ রানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। এই হারের জন্য ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।
২ ঘণ্টা আগে