
এখনো আনুষ্ঠানিকভাবে শহীদ আফ্রিদির মেয়ের জামাই হননি শাহিন শাহ আফ্রিদি। তবে আফ্রিদির বড় মেয়ের সঙ্গেই যে গাঁটছড়া বাঁধবেন, সে কথা এরই মধ্যে জানিয়ে রেখেছে দুই পরিবার।
পারিবারিক মিলনের আগে দুই প্রজন্মের দুই ক্রিকেটারকে এক জায়গায় মিলিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হবু শ্বশুর আফ্রিদির প্রিয় ১০ নম্বর জার্সিটা যে তুলে দেওয়া হয়েছে হবু জামাই শাহিনের গায়ে, যা পেয়ে দারুণ খুশি ২১ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া ওয়ানডে সিরিজ থেকে আফ্রিদির ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নামবেন শাহিন। অভিষেকের পর থেকে ৪০ নম্বর জার্সি পরে খেলছিলেন তিনি। ক্যারিয়ারের সামনের দিনগুলোতে শ্বশুরের ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে তাঁকে।
আফ্রিদির জার্সি নম্বর পেয়ে আবেগ লুকিয়ে রাখতে পারেননি শাহিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। আমি কৃতজ্ঞ এবং খুবই সম্মানিত বোধ করছি যে, লালার (শহীদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে এখন থেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। শুধুই পাকিস্তানকে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি পাঁচ সন্তানের জনক। তাঁর পাঁচ মেয়ের মধ্যে ২০ বছর বয়সী আকসা সবার বড়। তিনিই শাহিনের স্ত্রী হতে চলেছেন। যদিও বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে এ বছরই বাগদান সেরে ফেলার কথা আগেই জানিয়েছে দুই পরিবার।
২০১৮ সালের টি-টোয়েন্টিতে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান শাহিন। একই বছরের ডিসেম্বরে সুযোগ পেয়ে যান টেস্টেও। এই সময়ের মধ্যে নিজেকে দলের গুরুত্বপূর্ণ একজন হিসেবে পরিণত করেছেন শাহিন।

এখনো আনুষ্ঠানিকভাবে শহীদ আফ্রিদির মেয়ের জামাই হননি শাহিন শাহ আফ্রিদি। তবে আফ্রিদির বড় মেয়ের সঙ্গেই যে গাঁটছড়া বাঁধবেন, সে কথা এরই মধ্যে জানিয়ে রেখেছে দুই পরিবার।
পারিবারিক মিলনের আগে দুই প্রজন্মের দুই ক্রিকেটারকে এক জায়গায় মিলিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। হবু শ্বশুর আফ্রিদির প্রিয় ১০ নম্বর জার্সিটা যে তুলে দেওয়া হয়েছে হবু জামাই শাহিনের গায়ে, যা পেয়ে দারুণ খুশি ২১ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শুরু হওয়া ওয়ানডে সিরিজ থেকে আফ্রিদির ১০ নম্বর জার্সিটি পরে মাঠে নামবেন শাহিন। অভিষেকের পর থেকে ৪০ নম্বর জার্সি পরে খেলছিলেন তিনি। ক্যারিয়ারের সামনের দিনগুলোতে শ্বশুরের ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা যাবে তাঁকে।
আফ্রিদির জার্সি নম্বর পেয়ে আবেগ লুকিয়ে রাখতে পারেননি শাহিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘এটা স্রেফ একটা জার্সি নম্বরের চেয়ে বেশি কিছু। এই জার্সি সততা, নিষ্ঠা ও পাকিস্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতীক। আমি কৃতজ্ঞ এবং খুবই সম্মানিত বোধ করছি যে, লালার (শহীদ আফ্রিদি) ১০ নম্বর জার্সি পরে এখন থেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। শুধুই পাকিস্তানকে।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি পাঁচ সন্তানের জনক। তাঁর পাঁচ মেয়ের মধ্যে ২০ বছর বয়সী আকসা সবার বড়। তিনিই শাহিনের স্ত্রী হতে চলেছেন। যদিও বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে এ বছরই বাগদান সেরে ফেলার কথা আগেই জানিয়েছে দুই পরিবার।
২০১৮ সালের টি-টোয়েন্টিতে অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান শাহিন। একই বছরের ডিসেম্বরে সুযোগ পেয়ে যান টেস্টেও। এই সময়ের মধ্যে নিজেকে দলের গুরুত্বপূর্ণ একজন হিসেবে পরিণত করেছেন শাহিন।

বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা আপাতত দূর হয়েছে। রাতে বিসিবি-ক্রিকেটারদের সভায় বিপিএল শুক্রবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সংবাদমাধ্যমকে বলেন...
২৬ মিনিট আগে
খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৪ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৪ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৫ ঘণ্টা আগে